Laxmi Puja 2022 : পশ্চিম মেদিনীপুরে গড়বেতা রাউতপাড়া সার্বজনীন কোজাগরী লক্ষ্মীপুজোর উদ্বোধন করলেন তৃতীয় লিঙ্গের প্রতিনিধিরা । মহিলা পরিচালিত এই সর্বজনীন লক্ষ্মীপুজো পঞ্চম বর্ষে পদার্পণ করেছে। এই বছর সমস্ত মণ্ডপের কাজ এবং তার সাথে সাথে যাবতীয় পুজোর দায়িত্ব রয়েছে মহিলাদের উপর।
আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন : https://chat.whatsapp.com/DaQgpKDDIIH7nyDIMgrMFP
ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : পশ্চিম মেদিনীপুরে গড়বেতা রাউতপাড়া সার্বজনীন কোজাগরী লক্ষ্মীপুজোর উদ্বোধন করলেন তৃতীয় লিঙ্গের প্রতিনিধিরা । মহিলা পরিচালিত এই সর্বজনীন লক্ষ্মীপুজো পঞ্চম বর্ষে পদার্পণ করেছে। এই বছর সমস্ত মণ্ডপের কাজ এবং তার সাথে সাথে যাবতীয় পুজোর দায়িত্ব রয়েছে মহিলাদের উপর।
আরও পড়ুন : তমলুকে ছিনতাইবাজের কবলে চিকিৎসক-পত্নী, বাধা দিতে গিয়ে ভাঙল কোমরের হাড়
সাধারণত দুর্গাপুজো করেন যেই ক্লাবগুলি সেখানে থাকেন পুরুষেরা । কিন্তু লক্ষ্মীপুজো করবে মহিলারা এমনটাই দাবি রাউতাড়া সার্বজনীন কমিটির মহিলাদের। সমাজ-অনুষ্ঠান-পার্বণে যাঁরা না-মানুষীর গ্লানি নিয়ে ছিলেন ব্রাত্য, তাঁরাই হয়ে উঠছেন উৎসবের নান্দীমুখ। ব্যতিক্রম থাকে অবশ্যই। শিখণ্ডিনী লিঙ্গ পরিবর্তন করে হয়েছিলেন শিখণ্ডী। কৃষ্ণপুত্র শাম্ব মনেপ্রাণে ছিলেন একজন নারী।
Laxmi Puja 2022
আরও পড়ুন : পিড়াকাটায় হাতির পালের তাণ্ডব, বনকর্মী ও হুলা টিমকে ঘিরে বিক্ষোভ
হৃদয় ও দেহপটে অর্ধনারীশ্বর হর-পার্বতী। রূপান্তরকামনার এমন বহু উদাহরণ ভারতীয় পুরাণের পাতায়, সংস্কৃতির পরতে। তা সত্ত্বেও তৃতীয় লিঙ্গের দিকে তেরছা নজর সমাজের। আদালতের বৈধতায় কী যায়-আসে, কে-ই বা খোলা মনে গ্রহণ করছেন ওঁদের? ভাবনার এই অচলায়তনে ঘা দিয়ে লিঙ্গান্তরিত কিংবা রূপান্তর-প্রত্যাশীকে কাছে টানল লক্ষ্মীপুজোয়। এ বার ব্যতিক্রমের বন্ধনীতে তৃতীয় লিঙ্গের প্রতিনিধিরা।
আরও পড়ুন : উমার বিদায়! পুজোর কার্নিভালে মেতে উঠলেন মেদিনীপুরবাসী
আরও পড়ুন : পশ্চিম মেদিনীপুরে উত্যক্ত করায় ব্যক্তিকে আছড়ে মারল ক্ষুব্ধ হাতি
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Laxmi Puja 2022
– Biplabi Sabyasachi Largest Bengali