House Collapsed
ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন: এবার মেদিনীপুর শহরের বুকে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পুরনো একটি পাকার বাড়ি। চাপা পড়ে যায় নিচের তলায় থাকা একটি সাইকেল মেরামতের দোকান। ঘটনাটি ঘটেছে রবিবার সকালে মেদিনীপুর শহরের স্কুল বাজার এলাকায়। তবে দোতলা পাকা বাড়ি ভেঙে পড়ার ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটে নি। স্থানীয়রা জানান, ওই পুরনো বাড়িটি দীর্ঘদিন পরিবারের সদস্যদের বিবাদের জন্য পরিত্যক্ত অবস্থায় ছিল।
আরও পড়ুন:- স্পাইনালের জটিল অপারেশন করে নজির গড়ল মেদিনীপুর মেডিক্যাল হাসপাতাল
আরও পড়ুন:- বন্যা পরিস্থিতির অবনতি পশ্চিম মেদিনীপুরে, পরিদর্শনে মন্ত্রীরা
বাড়িটি বিপদজনক অবস্থায় থাকলেও বাড়ির মালিকেরা সংস্কারের কোনো উদ্যোগ নেয়নি বলে অভিযোগ। এদিন চাপা পড়ে যাওয়া সাইকেল দোকানটি সকালে খুলে ছিল। দোকানের মালিক আশীষ বর্ধন বলেন, বিপদ বুঝে সরে গিয়েছিলাম। তারপরই হঠাৎ হুড়মুড়িয়ে বাড়িটি ভেঙে পড়ে যায়। এতে কারো কোনো ক্ষতি না হলেও দোকানের সমস্ত সামগ্রী চাপা পড়ে গেছে। ঘটনার পরে স্থানীয়রা খবর দেন মেদিনীপুর পৌরসভায়।
আরও পড়ুন:- অবশেষে খুলল মেদিনীপুর গ্রামীণে গোষ্ঠী দ্বন্দ্বে বন্ধ হয়ে যাওয়া তৃণমূলের কার্যালয়
আরও পড়ুন:- পূর্ব মেদিনীপুরে দশ মাসের শিশুকন্যাকে শারীরিক নিগ্রহ করার অভিযোগ, গ্রেফতার পরিচারিকার
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
House Collapsed
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore
Web Desk, Biplabi Sabyasachi online paper: This time an old house collapsed in the heart of Midnapore city. A bicycle repair shop on the ground floor was crushed. The incident took place in the school market area of Midnapore town on Sunday morning. However, no casualties were reported as the two-story house collapsed. Locals said the old house had been abandoned for a long time due to disputes between family members.
Although the house is in dangerous condition, the owners of the house have not taken any initiative to repair it. The crowded bicycle shop was open in the morning. Ashish Vardhan, the owner of the shop, said, “I understood the danger and moved away. Then suddenly the house collapsed. Although no one was harmed, all the contents of the shop were crushed. After the incident, the locals informed the Midnapore municipality.