Home » এগরায় অক্সিজেন প্ল্যান্ট নির্মাণে উদ্যোগী হল স্বাস্থ্য দপ্তর , খুশিতে শহরবাসী

এগরায় অক্সিজেন প্ল্যান্ট নির্মাণে উদ্যোগী হল স্বাস্থ্য দপ্তর , খুশিতে শহরবাসী

by Biplabi Sabyasachi
0 comments

Oxygen plant

আরও পড়ুন ঃ-গোপীবল্লভপুরে বাড়ি বাড়ি গিয়ে করোনা সচেতনতার বার্তা দিলেন ডাক্তার বিধায়ক

পত্রিকা প্রতিনিধিঃ সারা দেশজুড়ে করোনা আক্রান্তের সংখ্যা প্রতিদিন বেড়েই চলেছে। পাল্লা দিয়ে বেড়ে চলেছে মৃত্যুর হারও। বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে শয্যার চরম অভাব দেখা দিয়েছে। এই সময়ে সবচেয়ে মহার্ঘ অক্সিজেন। ইতিমধ্যে অক্সিজেনের অভাবে মৃত্যু হয়েছে বেশ কয়েকজন করোনা রোগীর। তাই গোটা দেশ তথা রাজ্য জুড়ে চলছে অক্সিজেন জোগান দেওয়ার তৎপরতা। অক্সিজেনের প্রবল সংকট দেশে করোনার আতঙ্ক আরও বাড়িয়ে তুলেছে। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় সড়ক যোগাযোগ ও প্রতিরক্ষামন্ত্রক এগিয়ে এসেছে সংকট মোকাবিলায়। রাজ্যজুড়ে সমস্ত সরকারি হাসপাতালে ১০০০ লিটার ক্ষমতাসম্পন্ন তরল মেডিকেল অক্সিজেন তৈরির কারখানা তৈরি করবে তারা। এমতাবস্থায় দ্রুত পূর্ব মেদিনীপুর জেলার এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে অক্সিজেন প্ল্যান্ট তৈরি করতে উদ্যোগ নিল স্বাস্থ্য দপ্তর।

জানা গিয়েছে, মেডিক্যাল অক্সিজেন কোভিড-১৯ রোগীদের চিকিৎসার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ উপাদান। তাই অক্সিজেনের ঘাটতি মেটাতে এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে অক্সিজেন প্ল্যান্ট তৈরি হবে। যা তৈরি করতে খরচ হবে আনুমানিক প্রায় ৮০ লক্ষ টাকা বলে জানা গিয়েছে। তাছাড়া পূর্ব মেদিনীপুর জেলার এগরা হাসপাতাল ছাড়াও অন্যান্য হাসপাতালেও অক্সিজেন প্ল্যান্ট গড়ে উঠবে।

এবিষয়ে এগরা সুপার স্পেশালিটি হাসপাতালের ভারপ্রাপ্ত সুপার ডঃ রঞ্জন রায় বলেন, রাজ্য স্বাস্থ্য দপ্তরের সিদ্ধান্ত অনুযায়ী এগরা সুপার স্পেশালিটি হাসপাতাল চত্বরে ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া অক্সিজেন প্ল্যান্ট তৈরি করবে। তাছাড়া শুধু এগরা নয় পূর্ব মেদিনীপুর জেলার একাধিক হাসপাতালে এই সংস্থা অক্সিজেন প্ল্যান্ট তৈরি করছেন। তাছাড়া তিনি আরো বলেন, এগরায় এই অক্সিজেন প্ল্যান্ট তৈরি হলে অক্সিজেনের সমস্যা মিটবে। যদিও এখনো পর্যন্ত এগরায় তেমন ভাবে অক্সিজেনের কোনো সমস্যা দেখা দেয়নি। তাছাড়া প্রয়োজনের তুলনায় সবসময় অতিরিক্ত অক্সিজেন মজুত থাকবে বলে জানান তিনি।

অপরদিকে এগরা সুপার স্পেশালিটি হাসপাতালের রোগী কল‍্যাণ সমিতির চেয়ারম্যান ডঃ বাদল অশ্রু ঘাটা বলেন, সারা ভারতবর্ষের জুড়ে করোনা মহামারীর পাশাপাশি যেভাবে অক্সিজেনের অভাব দেখা দিয়েছে তাতে পরবর্তী দিনে ভয়ানক পরিস্থিতির দিকে আমরা সকলে এগিয়ে চলেছি। তাই অক্সিজেনের ঘাটতি মেটাতে এগরা শহরে অক্সিজেন প্ল্যান্ট তৈরির পরিকল্পনা নেওয়া হয়। আর সেই মত রাজ্য স্বাস্থ্যদপ্তর এগরায় অক্সিজেন প্ল্যান্ট তৈরিতে উদ্যোগী হয়েছেন।

এবিষয়ে এগরার বাসিন্দা উজ্জয়িনী ব্যানার্জী বলেন, এগরাতে অক্সিজেন প্ল্যান্ট গড়ে উঠেছে এই কথা শুনে আমরা খুব খুশি । করোনার দ্বিতীয় ঢেউতে মানুষ একপর্যায়ে অসহায় তার উপরে অক্সিজেনের ঘাটতি মানুষ কে গভীর সংকটে র জন্য ফেলছে।এতো হতাশার মধ্যে এই তথ্য নতুন করে বাঁচার আশা জোগাবে । নতুন করে মানুষ কে ভালো রাখার লড়াইতে সামিল করবে। তাছাড়া এটি এগরাবাসীর কাছে তথা পাশ্ববর্তী এলাকার মানুষের কাছে আশার আলো ফোটাবে।

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

Oxygen plant

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.