Home » Fertilizer Black Market : “কৃষি দফতর ও প্রশাসনের এক শ্রেণীর আধিকারিকদের মদতে চলছে সারের কালোবাজারি!” ব্লকে ব্লকে বিক্ষোভের পাশাপাশি জেলা কৃষি দপ্তরে ডেপুটেশন

Fertilizer Black Market : “কৃষি দফতর ও প্রশাসনের এক শ্রেণীর আধিকারিকদের মদতে চলছে সারের কালোবাজারি!” ব্লকে ব্লকে বিক্ষোভের পাশাপাশি জেলা কৃষি দপ্তরে ডেপুটেশন

by Biplabi Sabyasachi
0 comments

ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : কালোবাজারির কবলে রাসায়নিক সার! চাহিদা দেখে বিভিন্ন জায়গায় বিভিন্ন দামে বিক্রি হচ্ছে। প্রশাসন জেনেও নীরব বলে অভিযোগ। সারের কালোবাজারি বন্ধে ইতিপূর্বে জেলার বিভিন্ন ব্লকে বিক্ষোভ, পথ অবরোধ কর্মসূচীও হয়েছে। বুধবার পশ্চিম মেদিনীপুর জেলা কৃষি দপ্তরে (DDA-Admin) ডেপুটেশন দিল কৃষক সংগঠন সারা ভারত কৃষক ও খেতমজুর সংগঠন (AIKKMS)।


আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ

ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন : Click Here

নিজস্ব চিত্র

সংগঠনের জেলা সম্পাদক প্রভঞ্জন জানা ও সভাপতি বঙ্কিম মুর্মুর নেতৃত্বে এক প্রতিনিধি দল ডেপুটেশন দেন। প্রভঞ্জন বাবু জানান, “রাজ্যের সর্বত্র রমরমিয়ে সারের কালোবাজারি চলছে। এমনিতেই গত কয়েক বছরে কেন্দ্রীয় সরকার সার ও পেস্টিসাইড এর বিপুল দাম বাড়িয়েছে। বর্ধিত এই দাম দিয়ে সার কেনা চাষীদের দুর্বিসহ পরিস্থিতি। প্রিন্ট রেটের চেয়ে অতিরিক্ত ৫০০ থেকে ১০০০ টাকা বেশি দিয়ে বস্তা পিছু সার কিনছেন চাষীরা। শাসক ও ক্ষমতাসীন দলগুলোর প্রত্যক্ষ মদতে এই দিনে দুপুরে ডাকাতি চলছে।

কৃষি দফতর ও প্রশাসনের এক শ্রেণীর আধিকারিকদেরও মদত রয়েছে।” প্রিন্ট রেটে সার যাতে কৃষকরা পান তার দাবিতে সবং, নারায়নগড়, মেদিনীপুর সদর, চন্দ্রকোণা, দাঁতন সহ বিভিন্ন ব্লকে বিক্ষোভ দেখায় ওই কৃষক সংগঠন। বুধবার সবং বাজারে কৃষকরা পিকেটিং ও রাস্তা অবরোধ করলে কৃষি দফতরের আধিকারিকরা আসেন। সার কিনতে আসা কৃষকদের প্রিন্ট রেটে সার বিক্রি করার নির্দেশ দেন বলে জানা গিয়েছে।

সংগঠনের দাবি, জেলার সর্বত্র চাষিদের প্রিন্ট রেটে সার সরবরাহ করতে হবে। কালোবাজারিদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে হবে। যে সমস্ত দোকান কৃত্রিম অভাব সৃষ্টি করেছে, দোকান বন্ধ রেখেছে, তাদের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ গ্রহণ করতে হবে। প্রশাসনিক উদ্যোগে ড্রাই এলাকায় যুদ্ধকালীন গুরুত্ব দিয়ে প্রত্যেক চাষীকে সার সরবরাহ করতে হবে। অন্যথায় বৃহত্তর প্রতিরোধ আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে কৃষক সংগঠনটি।

আরও পড়ুন : ফোন-পে ওয়ালেট আপডেটের নামে প্রায় এক লক্ষ টাকা প্রতারণা, মেদিনীপুরে পুলিশের সাইবার দপ্তরে অভিযোগ দায়ের

আরও পড়ুন : মকর সংক্রান্তিতে তুলসী চারার মেলায় পুণ্য স্নান কয়েক হাজার পুন্যার্থীর

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

Fertilizer Black Market

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.