ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : রাতের বেলা ঠাকুমার কাছে ঘুমিয়ে ছিল ৫ বছরের নাবালিকা ৷ চুপিসারে তাকে তুলে নিয়ে গিয়ে জঙ্গলে যৌন নির্যাতন যুবকের। কোনোভাবে বুঝতে পেরে পরিবারের লোকেরা সামনে থাকা পুলিশের সাহায্য নেয়। পুলিশ জঙ্গলে তল্লাশি চালিয়ে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেছিল নাবালিকাকে। ফেরার ছিল অভিযুক্ত যুবক। রাতেই পুলিশ খুঁজে গ্রেফতার করে অভিযুক্ত যুবককে। অন্যদিকে টানা ১২ দিন হাসপাতালে ভর্তি রাখতে হয় ওই নাবালিকাকে। পরে স্বাভাবিক হয় খানিকটা ৷
আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন : Click Here
২০১৫ সালের ১৬ ফেব্রুয়ারির ঝাড়গ্রামের পাকুড়িয়ার সেই ঘটনাতে অভিযুক্ত যুবক রাজু মাহাতোকে ২০ বছরের সশ্রম কারাদণ্ড ঘোষণা করলেন মেদিনীপুর পকসো আদালতের বিচারক ৷ সঙ্গে জরিমানা ২৫ হাজার টাকা ৷ আদালতে স্বস্তি প্রকাশ নির্যাতিতা নাবালিকার ঠাকুমার ৷ আক্রান্তের পক্ষে থাকা সরকারি আইনজাবী গৌতম মল্লিক বলেন, ঘটনাটি ২০১৫ সালের ১৬ ফেব্রুয়ারিতে ঘটেছিল ৷ ঝাড়গ্রাম জেলার পাকুড়িয়া গ্রামে ৫ বছরের নাবালিকা তাঁর ঠাকুমার সঙ্গে ঘুমিয়ে ছিল ৷ রাতে ঘুমন্ত নাবালিকাকে চুপিসারে তুলে নিয়ে চলে যায় স্থানীয় যুবক রাজু মাহাতো ৷
আরও পড়ুন : বন্যা মোকাবিলায় ঘাটালে পৌঁছালো জাতীয় এবং রাজ্য বিপর্ষয় উদ্ধারকারী বাহিনী, প্লাবিত বিস্তীর্ণ এলাকা
আরও পড়ুন : মুখ্যমন্ত্রীর নির্দেশে ঘাটালে বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে জেলা শাসক-পুলিশ সুপার সহ ঘাটালের পদস্থ আধিকারিকরা
Jhargram | Midnapore
জঙ্গলে নিয়ে গিয়ে তাঁর ওপরে যৌন নির্যাতন চালানো হয় ৷ ইতিমধ্যে নাবালিকাকে দেখতে না পেয়ে ঠাকুমা খোঁজ শুরু করে ৷ দ্রুত সামনে থাকা পুলিশ ক্যাম্পের পুলিশকে জানালে পাশের জঙ্গলে রাতেই আলো জ্বালিয়ে খোঁজ শুরু হয় ৷ সেখানেই অন্ধকারে রক্তাক্ত ও প্রায় অচেতন অবস্থায় নাবালিকাকে উদ্ধার করে পুলিশ ৷ রাতেই ঝাড়গ্রাম হাসপাতালে ভর্তি করা হয় ৷ ১২ দিন ধরে চিকিৎসায় রাখতে হয় নাবালিকাকে। অন্যদিকে নাবালিকার বাবা-র করা অভিযোগের ভিত্তিতে ঝাড়গ্রাম থানার পুলিশ অভিযুক্ত রাজু মাহাতোকে গ্রেফতার করে ৷ শুরু হয় মামলা ৷
আরও পড়ুন : হাতি তাড়াতে গিয়ে পশ্চিম মেদিনীপুরে মৃত্যু হুলা টিমের সদস্যের
নাবালিকার মামলা হওয়াতে পশ্চিম মেদিনীপুরে থাকা পকসো কোর্টে সেই মামলা শুরু হয় ৷ টানা শুনানী ও ১৬ জনের স্বাক্ষ্য গ্রহণ পর্ব শেষ করে বৃহস্পতিবার যুবকের সাজা ঘোষণা করা হয়েছে ৷ সেখানে মেদিনীপুর পকসো আদালতের বিচারক অভিযুক্তকে ২০বছরের সশ্রম কারাদণ্ড ঘোষণা করেছেন ৷ সঙ্গে ২৫ হাজার টাকা আর্থিক জরিমানা ৷ অনাদায়ে আরও ৬ মাসের জেল। আদালতে হাজির হয়েছিলেন ওই নাবালিকার ঠাকুমা ৷ তিনি এদিন বলেন, “শাস্তি দিয়েছেন বিচারক ৷ আমরা খুশি।” আইনজীবি গৌতম মল্লিকের আরও দাবি, “অভিযুক্ত যুবক সম্পত্তির জন্য ইতিপূর্বে নিজের বাবা-কেও খুন করেছে। দাগী আসামী সে। আমরা বিচারককে সেসব জানিয়েছি।”
আরও পড়ুন : ক্রেডিট কার্ড দেওয়ার নাম করে গ্রাহককে ফোন, অ্যাকাউন্ট থেকে দু’দফায় কুড়ি হাজার টাকা গায়েব
আরও পড়ুন : IIT Delhi ও Kharagpur এর উদ্যোগে Robotics এর প্রশিক্ষণ শিবির মেদিনীপুর কলেজে
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Jhargram | Midnapore
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper