Home » Madhyamik Result 2022 : দৃষ্টি প্রতিবন্ধকতাকে জয়! মাধ্যমিকে নজরকাড়া সাফল্য পেয়ে শিক্ষক হতে চায় পশ্চিম মেদিনীপুরের শিবা

Madhyamik Result 2022 : দৃষ্টি প্রতিবন্ধকতাকে জয়! মাধ্যমিকে নজরকাড়া সাফল্য পেয়ে শিক্ষক হতে চায় পশ্চিম মেদিনীপুরের শিবা

by Biplabi Sabyasachi
0 comments

Madhyamik Result 2022 : মাধ্যমিকে নজরকাড়া সাফল্য পেয়ে শিক্ষক হতে চায় পশ্চিম মেদিনীপুরের শিবা। তাঁর প্রাপ্ত নম্বর ৬৪৭। জন্ম থেকেই দুটি চোখে দেখতে পায় না। শিবা চৈতন্যপুর বিবেকানন্দ মিশন আশ্রম আবাসিক স্কুলের ছাত্র। বাবা মধু চক্রবর্তী বেলদাতে একটি হোটেলে রান্নার কাজ করেন। তাই দিয়েই চলে বর্তমানে তিনজনের সংসার।


আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ


ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : জন্ম থেকেই দুটি চোখে দেখতে পায় না পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ের বেলদা থানা এলাকার দেউলীর বাসিন্দা শিবা চক্রবর্তী। এবারে মাধ্যমিক দিয়েছিল সে। ফলাফলে সবাইকে চমকে দিয়েছে। তাঁর প্রাপ্ত নম্বর ৬৪৭। বাবা মধু চক্রবর্তী বেলদাতে একটি হোটেলে রান্নার কাজ করেন। তাই দিয়েই চলে বর্তমানে তিনজনের সংসার। দরিদ্র পরিবার।

আরও পড়ুন : পশ্চিম মেদিনীপুরে উল্টে গেল লিচু গাড়ি, লিচু কুড়োতে ভিড় এলাকাবাসীর

Madhyamik Result 2022
দৃষ্টি প্রতিবন্ধকতাকে জয় করে মাধ্যমিকে নজরকাড়া সাফল্য

শিবা জন্ম থেকেই দেখতে পায় না। চিকিৎসা করেও ফল পায়নি পরিবার। কিন্তু মাধ্যমিকের ফল এমন করবে ভাবতে পারেননি মা ভাগ্যবতীও। শিবা চৈতন্যপুর বিবেকানন্দ মিশন আশ্রম আবাসিক স্কুলের ছাত্র। বাড়ির মাটির দেওয়াল নেই। অ্যাসবেসটস দিয়ে ঘেরা। দুই চোখের প্রতিবন্ধকতাকে সঙ্গী করে চলত নিত্য অনুশীলন। লকডাউন শেষে স্কুল খুললে মাধ্যমিক পরীক্ষার প্রায় তিনমাস আগে ফের বিদ্যালয়ে ফিরেছিল শিবা। ওইটুকু যা পড়াশোনা। সে জানাচ্ছে, বাড়িতে থেকে অনলাইন ক্লাস করেছে।

আরও পড়ুন : চন্দ্রকোনায় দুই বছরের শিশুর অস্বাভাবিক মৃত্যু, খুন নাকি দুর্ঘটনা, তদন্তে পুলিশ

Madhyamik Result 2022

শিক্ষকেরা পড়া ধরেছেন, পড়িয়েছেন। প্রশ্ন আলোচনা করেছেন। শিবা বাংলায় ৮৬, ইংরেজিতে ৯০, অংকে ৯৬, পদার্থবিদ্যায় ৯৯, জীববিদ্যায় ৯০, ইতিহাসে ৯০, ভূগোলে ৯৬ পেয়েছে। মাধ্যমিকের এই ফলাফলে খুশি ছাত্রের পাশাপাশি পরিবারটিও। খুশি প্রতিবেশীরা। ছাত্রের মা ভাগ্যবতী বলেন,” ছেলে জন্ম থেকেই দুটো চোখে দেখতে পায় না। অসুবিধা আছে। তার মধ্যে ছেলে যাতে নিজের পায়ে দাঁড়াতে পারে তার জন্য চেষ্টা করছি। ছেলের এমন ফলাফলে খুশি হয়েছি। সরকার যদি ছেলেকে সহযোগিতা করে তাহলে ভালো হবে।”

আরও পড়ুন : মেদিনীপুর সদরে নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার অভিযুক্ত

শিবা জানাচ্ছে, লকডাউনে পড়াশোনা ব্যহত হয়েছে। অনেকটা অনলাইনের ওপর নির্ভর করতে হয়েছে। শিক্ষকদের পড়ানো রেকর্ড করে রেখে পরে শুনে শুনে মনে রাখার চেষ্টা করেছে। তাদের নির্দিষ্ট পদ্ধতিতে পড়াশোনা চালিয়েছে। শিবা বলে,” আগামীতে শিক্ষক হতে চাই। আর অন্ধদের নিয়ে কাজ করতে চাই। আমাদের নিয়ে মানুষের মধ্যে যেসব ভুল ধারনা আছে সেগুলো ভাঙা দরকার।” রবিবার স্থানীয় বিজেপির পঞ্চায়েত সদস্য গৌরীশংকর অধিকারী ছাত্রটির বাড়িতে আসেন। তাকে সংবর্ধনা ও শুভেচ্ছা জানান।

আরও পড়ুন : মাধ্যমিকের ফল জেনেই নিখোঁজ পশ্চিম মেদিনীপুরের ছাত্র, হন্যে হয়ে খুঁজছে পরিবার

সমস্তরকম প্রয়োজনে পাশে থাকার আশ্বাস দিয়েছেন। পরিবারটি দরিদ্র। বাড়ি দেখলেই বোঝা যায়। মাটির ছিটেবেড়ার ওপর অ্যাসবেসটসের ছাউনি। তাও জীর্ণ দশা। তার ফাঁক গলে বাড়ির ভেতর বৃষ্টি পড়ে। সূর্যের আলো চলে আসে ঘরের ভেতর। ভাগ্যবতীর তিন সন্তানের মধ্যে ছোট ছেলে শিবা তার প্রতিবন্ধকতা সরিয়ে তাদের ভাগ্য কি ফেরাতে পারবে! মাধ্যমিকের ফলাফলের পর আপাতত সেই আলোই দেখছেন শিবার পরিবার।

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

Madhyamik Result 2022

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.