park
ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন: করোনার জেরে বন্ধ ছিল পশ্চিম মেদিনীপুরে সমস্ত পার্ক। বিদ্যালয় বন্ধ থাকায় গৃহবন্দি পরিস্থিতিতে শিশুমনে প্রভাব পড়েছিল। করোনা সংক্রমণ কম হওয়াতে নতুন ভাবে মেদিনীপুর শহরে চালু হলো ঋষি অরবিন্দ শিশু উদ্যান পার্ক। বুধবার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন জেলা শাসক রশ্মি কমল। এদিন পার্কে দীর্ঘ দিন পর পা দিতে পেরে উচ্ছ্বসিত অভিভাবক ও কচিকাঁচারা। অভিভাবক অঞ্জনা দাস জানান, অনেকটাই প্রশান্তি ফিরেছে। খেলার পার্ক ফিরে পেয়ে খেলায় মত্ত কচিকাঁচারা। পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন প্রান্তের পর্যটন কেন্দ্র গুলির মধ্যে মেদিনীপুর শহরের ঋষি অরবিন্দ শিশু উদ্যান পার্ক অন্যতম।
আরও পড়ুন:- টাকা দিয়ে রিচার্জ করে অনলাইনে ক্লাস করেও ফি কেন! মুকুবের দাবিতে পড়ুয়াদের পথ অবরোধ খড়্গপুরে
এই পার্কে প্রতিদিনই শহরের বিভিন্ন প্রান্তের লোকজন কচিকাঁচাদের নিয়ে ভিড় করেন। সেই বিনোদনকে একটু বাড়াতে থ্রি ডি সিনেমা হল পর্যন্ত পার্কের ভেতরে তৈরী করা হয়েছিল। কিন্তু করোনা আসতেই সব বন্ধ হয়ে যায়। টানা প্রায় দু’বছর বন্ধ ছিল। সেই বন্ধ থাকার সুবাদে-এই পার্কটির আরও আধুনিকীকরণ করা হয়েছে। নতুন আঙ্গিকে সাজিয়ে বুধবার বিকেলে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। জেলা শাসক ডাক্তার রশ্মি কমল বলেন, বিদ্যালয়ের সাথে সাথে খেলার স্থানগুলিও শিশুদের কাছে বন্ধ প্রায় দু’বছর ধরে। শিশুমনে প্রচুর প্রভাব পড়েছে। সেসব কথা মাথায় রেখেই এই পার্কটিকে নতুন কলেবরে উদ্বোধন করা হলো। অন্যান্য পার্কগুলিও যাতে স্বাভাবিক ছন্দে ফেরে তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
Park
আরও পড়ুন:- পুলিশের নাকা চেকিং ফাঁকি দিয়ে চড়া দামে বালি বিক্রি মেদিনীপুর শহরে
আরও পড়ুন:- বিজেপি করায় পিটিয়ে খুনের অভিযোগ খোদ মেদিনীপুর শহরে, রাজনীতির যোগ উড়ালেন তৃণমূল সভাপতি সুজয়
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Park
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore
Web Desk, Biplabi Sabyasachi online paper:. All the parks in West Midnapore are close due to Corona. The closure of the school had an effect on the children’s minds in the house arrest situation. Rishi Arvind Shishu Udyan Park is re-open in a new way in Medinipur town due to low corona infection. District Governor Rashmi Kamal officially inaugurated the event on Wednesday. After a long day in the park, the parents and the youngsters are overwhelm. Guardian Anjana Das said that much peace has returned. After getting back to the play park, the youngsters got drunk in the game. Rishi Arvind Shishu Udyan Park in Midnapore is one of the tourist destinations in different parts of West Midnapore.
Every day in this park, people from different parts of the city crowd with youngsters. To add to that entertainment, 3D cinema halls built inside the park. But as soon as Corona came, everything stopped. It is close for almost two years. Thanks to that closure, the park has been further modernized. The new look is officially inaugurate on Wednesday afternoon. District Governor Dr Rashmi Kamal said playgrounds as well as schools is close to children for almost two years. It has a lot of effect on the child’s mind. With that in mind, the park is inaugurate in a new body. Necessary arrangements are made for other parks to return to normal.