Home » Shawl Trees Smuggling : ফের মেদিনীপুর সদর ও শালবনীর জঙ্গল থেকে পাচার শাল গাছ, বন দফতরের নজরদারি নিয়ে প্রশ্ন

Shawl Trees Smuggling : ফের মেদিনীপুর সদর ও শালবনীর জঙ্গল থেকে পাচার শাল গাছ, বন দফতরের নজরদারি নিয়ে প্রশ্ন

by Biplabi Sabyasachi
0 comments

Shawl Trees Smuggling : অবৈধ গাছ পাচার রুখতে তৎপর বন দফতর ও প্রশাসন। জেলা জুড়ে চলছে অভিযান। তার মাঝেও রাতের অন্ধকারে নির্বিচারে বৃক্ষছেদন করে চলছে পাচার। এমনই ঘটনা বৃহস্পতিবার রাতে মেদিনীপুর সদর ও শালবনীর জঙ্গলে।


ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে অবৈধ গাছ পাচার রুখতে তৎপর বন দফতর ও প্রশাসন। জেলা জুড়ে চলছে অভিযান। তার মাঝেও রাতের অন্ধকারে নির্বিচারে বৃক্ষছেদন করে চলছে পাচার। এমনই ঘটনা বৃহস্পতিবার রাতে মেদিনীপুর সদর ও শালবনীর জঙ্গলে। জানা গিয়েছে, চাঁদড়া রেঞ্জের চাউলপুড়া ও লালগড় রেঞ্জের আনন্দনগরের জঙ্গল থেকে ১০ টি বড় শাল গাছ চুরি হয়েছে।

আরও পড়ুন : গৃহবধূর উপর অ্যাসিড হামলার অভিযোগ পশ্চিম মেদিনীপুরে, ধৃত স্বামী

শাল গাছ কেটে পাচার করার অভিযোগ। চিত্র: অরুপ নন্দী

এর আগেও তিনবার কয়েক লক্ষ টাকার শাল গাছ চুরি হয়েছিল চাঁদড়ার জঙ্গল থেকে। অভিযোগ জানিয়েছে পুলিশেও। একাধিকবার মেদিনীপুর সদরের চাঁদড়ার জঙ্গল থেকে গাছ পাচারের ঘটনায় বন দফতরের নজরদারি নিয়ে উঠছে প্রশ্ন। সম্প্রতি জেলা প্রশাসনিক বৈঠকে গাছ পাচারে বন দফতরের কেউ কেউ যুক্ত থাকতে পারে বলে মুখ্যমন্ত্রী মন্তব্যও করেছিলেন। যদিও বন দফতরের এক আধিকারিক বলেন, বন দফতরের কর্মী সংখ্যা অনেক কম।

আরও পড়ুন : কৃষকদের কোটি টাকা আত্মসাতের অভিযোগ! রাস্তা অবরোধ করে বিক্ষোভ মেদিনীপুর সদরে

Advertisement

বিস্তীর্ণ জঙ্গল পাহারা দেওয়াও অসম্ভব। অনেক রেঞ্জে নেই কোনো গাড়ি। বীট অফিসগুলিতেও নেই বাইক। রাতের অন্ধকারে হাতে গোনা কয়েকজন কর্মী নিয়ে কিভাবে সম্ভব জঙ্গল পাহারা দেওয়া? উল্লেখ্য, চাঁদড়ার আমাঝর্ণা ও চাউলপুড়ার জঙ্গলে মোটা ও পুরনো অনেক শাল গাছ রয়েছে। সেই সব শাল গাছ কেটে নিয়ে পালিয়ে যায় বলে অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বনকর্মীরা। বন দফতর সূত্রে জানা গিয়েছে, রাতে দুটি গাড়ি নিয়ে জঙ্গলে প্রবেশ করেছে।

আরও পড়ুন : স্কুল বন্ধ থাকলেও ‘দুয়ারে সরকার’ শিবিরে ডাক ‘কন্যাশ্রী’দের! মেদিনীপুর সদরের ঘটনায় বিতর্ক

ব্যবহার করেছে মেশিন করাত। এই গাছ চুরিতে বড় ধরণের কোনো পাচার চক্র কাজ করছে। বন দফতরের অনুমান কনকাবতী ও ভাদুতলায় পুলিশের নাকা চেকিং পয়েন্ট থাকায় জঙ্গল পথে যাতায়াত করতে পারে পাচারকারীরা। দুটি ঘটনায় গুড়গুড়িপাল ও পিড়াকাটা পুলিশে অভিযোগ জানানো হবে বলে জানান এক বন আধিকারিক। রাতেও পুলিশকে সঙ্গে নিয়ে জঙ্গলে টহলদারির পাশাপাশি কাঠ চেরায় মিলগুলিতেও অভিযান চলবে বলে বন দফতর থেকে জানা গিয়েছে।

আরও পড়ুন : বেআইনি ভাবে মজুত গাছ! পশ্চিম মেদিনীপুরে অভিযান চালিয়ে বাজেয়াপ্ত করল বন দফতর

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

Shawl Trees Smuggling

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore

You may also like

Leave a Comment

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.