Home » মোহনপুরে বাস থেকে উদ্ধার ৭০ কেজি গাঁজা,আটক পাচারকারী

মোহনপুরে বাস থেকে উদ্ধার ৭০ কেজি গাঁজা,আটক পাচারকারী

by Biplabi Sabyasachi
0 comments

পত্রিকা প্রতিনিধি: কলকাতাগামী চলন্ত বাস থেকে উদ্ধার হল বিপুল পরিমান গাঁজা।পাচারের উদ্দেশ্যে বাসে করে নিয়ে যাওয়া হচ্ছিল বলে পুলিশ সুত্রে খবর। শুক্রবার দুপুর নাগাদ ওড়িষ্যা থেকে কলকাতার দিকে যাচ্ছিল বাসটি। গোপন সুত্রে খবর বাসে গাঁজা পাচার করা হচ্ছে। এ খবর গোপন সূত্রে জানতে পেরে মোহনপুরে চলন্ত বাসটিকে আটকায় মোহনপুর থানার পুলিশ। তল্লাশি করে সত্তর কেজি গাঁজা উদ্ধার হয়। ধরা পড়েন পাচারে যুক্ত সৈফুদ্দিন খাঁ নামের এক ব্যক্তি। তার বাড়ি দাঁতনের শরশঙ্কা এলাকায়। Mohanpur , Mohanpur, Mohanpur, Drugs in Mohanpur, Seized Drugs at West Medinipur

আরও পড়ুন – বেতন বাড়ানো সহ একাধিক দাবিতে কর্মীদের বিক্ষোভ এগরা পুরসভায়

মোহনপুরে বাস থেকে উদ্ধার গাঁজা,আটক পাচারকারী

জানা গিয়েছে পাচারের উদ্দেশ্যে সত্তর কেজি গাঁজা ওড়িশা থেকে কলকাতা নিয়ে যাচ্ছিল এক ব্যক্তি।খবর পেয়ে বেশ কয়েকটি প্যাকেট থেকে সইসুদ্দিন খাঁ নামে দাঁতনের শরশঙ্কার বাসিন্দা কে গ্রেপ্তার করে পুলিশ।পুলিশের বক্তব্য বাসে করে পাচার চালাত ওই ব্যক্তি। এই গাঁজা পাচার চক্রে বাকি কেউ যু্ক্ত কিনা তার তদন্ত শুরু করেছে পুলিশ। করোনা পরিস্থিতিতে বাসের মধ্যে দিয়ে আন্তরাজ্য গাঁজা পাচার চলছে কিনা তারও খোঁজ শুরু করেছে পুলিশ।

আরও পড়ুন – প্রকাশ্যে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব, জেলা সভাপতির উপর হামলা যুব সভাপতির

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.