ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : বসন্ত বা প্রাক গ্রীষ্মে জঙ্গলমহল জুড়ে বন্যপ্রাণ শিকারের রেওয়াজ আজও চলছে। লোহার তৈরি বর্ষা, তীর ধনুক, বল্লাম নিয়ে অরণ্যের হৃদয়ে রক্তক্ষরণ ঘটিয়ে চলছে শিকার। বন্য পশু পাখি হত্যা করলে ভারতীয় বন্যপ্রাণ আইন অনুযায়ী শাস্তির ব্যবস্থা রয়েছে। তাদের হত্যা না করে সংরক্ষণের প্রয়োজন। বন ও বন্যপ্রাণ না বাঁচলে মানুষের অস্তিত্ব বিপন্ন হবে। তারই সচেতনতার লক্ষ্যে এবার বিদ্যালয়ে শিবির করল বন দফতর।
আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন : Click Here
শুক্রবার মেদিনীপুর শহর সংলগ্ন গোপগড় প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মধ্যে বন ও বন্যপ্রাণ বিষয়ক সচেতনতা বৃদ্ধি করতে শিবিরের আয়োজন করে বন দফতর। যেখানে উপস্থিত ছিলেন মেদিনীপুর রেঞ্জ আধিকারিক পাপন মহান্ত সহ অন্যান্য বনকর্মীরা। সারা বছর ধরে বন সুরক্ষা কমিটিগুলির পাশাপাশি স্কুল স্তরে ছাত্র-ছাত্রীদের মধ্যে এখন থেকেই সচেতনতার বীজ রোপন করা গেলে ভবিষ্যতে বন্যপ্রাণ শিকার, জঙ্গলে আগুন লাগানোর ঘটনায় ছেদ পড়বে বলে মনে করছেন শিক্ষকদের একাংশ।
Wildlife Conservation
তবে অনেকেই দাবি করছেন, পাঠক্রমে অন্তর্ভুক্ত হোক বন ও বন্যপ্রাণ সংরক্ষণের বিষয় এবং তা প্রাথমিক স্তর থেকে সিলেবাসে অন্তর্ভুক্ত করতে হবে। অরণ্য সংরক্ষণ, বন্য পশু পাখি পরিচিতি এবং এদের শিকার বা হত্যা না করে সংরক্ষণের নানা বিষয় সেখানে তুলে ধরতে হবে। জঙ্গল ধ্বংস এবং পশু পাখি হত্যা বন্ধ করা কেন প্রয়োজন তাও বোঝাতে হবে। উচ্চ বিদ্যালয় গুলোর পাশাপাশি জোর দিতে হবে প্রাথমিক বিদ্যালয়গুলোতে। তবে অনেকে বলছেন বিষয়টা যেন শুধু পরীক্ষায় কিছু নম্বর পাওয়ার উপায় হয়ে না দাঁড়ায়।
পরিবেশ কর্মী তথা শিক্ষক রাকেশ দেব সিংহ বলেন, “বছরের বিশেষ সময়গুলিতেই নয় সারাবছর ধরে নিরবিচ্ছিন্নভাবে যদি বনদপ্তরের তরফে এই ধরনের পরিবেশ সচেতনতামূলক কর্মকাণ্ডের আয়োজন করা হয় তাহলে জনমানসে এর ইতিবাচক প্রভাব পড়বে। শিশু শিক্ষার্থীরা আমাদের ভবিষ্যৎ নাগরিক তাদের সচেতন করতে হবে, আগ্রহী করে তুলতে হবে। বিদ্যালয়ের সিলেবাসে বন্যপ্রাণী হত্যা, শিকার, বন্যপ্রাণী রক্ষা সংক্রান্ত আইনকানুন, জঙ্গলে আগুন লাগানো ইত্যাদি স্থানীয় বিষয়গুলিকে গুরুত্ব সহ বিশদে তুলে ধরা প্রয়োজন। শিক্ষাদপ্তর ও সিলেবাস কমিটির ভাবা প্রয়োজন আজকের দিনে পরিবেশ বা প্রকৃতি শুধুমাত্র ঐচ্ছিক বিষয় হিসেবে পরিগণিত হতে পারে না।”
আরও পড়ুন : ফসলের ন্যায্য মূল্যের দাবিতে আলু-লঙ্কা-বেগুনের মালা পরে পথে বসলেন ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Wildlife Conservation
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper