বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন: বালি গাড়ি চালানোকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো গুড়গুড়িপাল এলাকায়। রাস্তা খারাপ হয়ে যাওয়ার দাবি তুলে বালি বোঝাই ট্রাক্টর আটকে বিক্ষোভে স্থানীয়রা। গ্রামবাসীদের মারধরের অভিযোগ বালি ব্যবসায়ীদের বিরুদ্ধে। এক ব্যক্তিকে রক্তাক্ত অবস্থায় চিকিৎসার জন্য স্থানীয় দেপাড়া স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। ঘটনাটি ঘটেছে রবিবার রাত্রি ৯ টা নাগাদ পশ্চিম মেদিনীপুরের গুড়গুড়িপাল থানার টিকরপাড়া এলাকায়। যদিও মারধরের অভিযোগ অস্বীকার করেছে বালি ব্যবসায়ীরা। পরি দাস নামে এক বৃদ্ধা বলেন, “আমি রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলাম। তখন ওরা (বালি ব্যবসায়ীরা) এসে ধাক্কা মেরে টেনে ফেলে দেয় আমাকে।”
আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন :
For WhatsApp Group : Click Here

জানা গিয়েছে, ওই এলাকার কংসাবতী নদীতে একটি বালি খাদান চালু হয়েছে। ওই খাদান থেকে বালি নিয়ে বের হয়েছিল ট্রাক্টর। সেই ট্রাক্টর আটকে বিক্ষোভ দেখান স্থানীয় মানুষজন। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে রাস্তা বেহাল অবস্থায় ছিল। প্রধানমন্ত্রী সড়ক যোজনায় রাস্তা হয়েছে। ফের বালি গাড়ি চলাচল করলে রাস্তা নষ্ট হয়ে যাবে। রাস্তার পাশে থাকা জলের পাইপ লাইনও ফেটে যাবে। বিভিন্ন প্রশাসনিক দপ্তরে বালি গাড়ি না চালানোর দাবি জানিয়ে লিখিত জানানো হয়েছে বলে জানান গ্রামবাসীরা।
আরও পড়ুন : রাতের অন্ধকারে ভাঙলো পানীয় জলের পাইপ, অভিযোগে তীর ঠিকাদারদের বিরুদ্ধে

রবিবার সন্ধ্যায় বালি গাড়ি চলাচল শুরু করলে ট্রাক্টর আটকে বিক্ষোভ দেখান পুরুষ-মহিলা উভয়ই। সেই সময় বালি ব্যবসায়ীদের লোকজন তাদের মারধর করে বলে অভিযোগ। মহিলাদের শ্লীলতাহানি ও এক ব্যক্তিকে মেরে রক্তাক্ত করে দেওয়ার অভিযোগ তুলছেন তারা। ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। স্থানীয় বাসিন্দা স্বপন কবিরাজ বলেন, “প্রধানমন্ত্রী সড়ক যোজনায় রাস্তা নির্মাণ হয়েছে। রাস্তার দু’পাশে জলের পাইপ লাইন রয়েছে। প্রতিদিন অতিরিক্ত বালি গাড়ি চলাচল করলে জলের পাইপ ও রাস্তা দুটোই নষ্ট হয়ে যাবে। জেলা শাসক, ভূমি দপ্তর, থানায় গ্রামবাসীরা লিখিত অভিযোগ জানিয়েছে গাড়ি না চলাচলের জন্য।
আরও পড়ুন : ইতিহাস স্মরণ করাতে চার বিপ্লবীর নামে মেদিনীপুরের রাস্তার নামকরণ

তারপরও রাতের অন্ধকারে বালি গাড়ি চলাচল শুরু করলে গ্রামের মানুষজন আটকালে বালি মাফিয়ারা আমাদের উপর হামলা চালায়। মহিলাদের শাড়ি ধরে টানাটানি ও মারধর করে। সঞ্জিত মন্ডল নামে একজনকে মেরে রক্তাক্ত করে দিয়েছে। আমরা থানায় লিখিত অভিযোগ জানাবো। প্রশাসনের কাছে অনুরোধ করব, আমাদের রাস্তা এবং পানীয় জল যেন রক্ষা করে।” মারধরের অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন বালি ব্যবসায়ীরা।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Sand protest
Biplabi Sabyasachi Largest Bengali Newspaper