Home » Elephant Attack : লালগড়ে হাতির হানায় ক্ষতিগ্রস্ত ফসলের ক্ষতিপূরণ ও রেঞ্জ অফিসারকে সরানোর দাবিতে ১২ ঘন্টা পথ অবরোধ

Elephant Attack : লালগড়ে হাতির হানায় ক্ষতিগ্রস্ত ফসলের ক্ষতিপূরণ ও রেঞ্জ অফিসারকে সরানোর দাবিতে ১২ ঘন্টা পথ অবরোধ

by Biplabi Sabyasachi
0 comments

ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : প্রায় ১২ ঘন্টা অবরুদ্ধ রইল ভাদুতলা-লালগড় রাজ্য সড়ক। বৃহস্পতিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাস্তায় বসে অবরোধে সামিল হলেন হাতির হানায় ক্ষতিগ্রস্ত কৃষকরা। পুলিশ থাকলেও তা কার্যত নীরব দর্শক। হয়রানির শিকার নিত্যযাত্রীদের। ঘটনাটি ঝাড়গ্রাম জেলার লালগড়ের ঝিটকা এলাকায়।


আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ

ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন : Click Here

Elephant Attack
নিজস্ব চিত্র

গত কুড়ি দিনেরও বেশি সময় ধরে লালগড় রেঞ্জের ঝিটকা, ধানশোলাসহ বিভিন্ন গ্রামে ব্যাপক তাণ্ডব চালায় ৪০টি হাতির একটি পাল। গত দশদিন আগে বনদপ্তরে হাতি তাড়ানো এবং ক্ষতিপূরণের দাবি জানিয়ে রেঞ্জ অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। সাতদিনের মধ্যে ক্ষতিগ্রস্ত কৃষকদের সাথে বৈঠকেরও দাবি করা হয়েছিল। হুঁশিয়ারিও দিয়েছিল হাতির পাল না সরলে বৃহত্তর আন্দোলনের।

তারপরও লালগড় থেকে সরে নি হাতির পাল। বৈঠকও হয়নি বন দফতরের সাথে। দশদিন পরে এবার পথ অবরোধ করলেন ক্ষতিগ্রস্ত কৃষকরা। তাদের অভিযোগ, হাতির পাল অন্যত্র চলে গেলেও পুনরায় লালগড়ে ইচ্ছাকৃতভাবে নিয়ে আসা হচ্ছে। ক্ষতিপূরণও পাওয়া যাচ্ছে না। রেঞ্জ অফিসার হাতির পালকে সরানোর কোন উদ্যোগ নেয়নি। পাশাপাশি হাতির হানায় গৃহপালিত পশুর মৃত্যু হলে সাতদিনের মধ্যে ক্ষতিপূরণ এবং রেঞ্জ অফিসারকে সরানোর দাবি তুলেছেন তারা।

Elephant Attack

তাদের অভিযোগ, রেঞ্জ অফিসার দুর্নীতিগ্রস্ত। রাতের অন্ধকারে লরিতে করে গাছ পাচার হলেও কোনো পদক্ষেপ নেয়নি। অবরোধস্থলে উপস্থিত হন লালগড় রেঞ্জের আধিকারিক শ্রাবনী দে সহ চাঁদড়া, পিড়াকাটা, গোদাপিয়াশাল রেঞ্জের আধিকারিকরাও। পৌঁছায় লালগড় থানার পুলিশ। বন দফতর ও পুলিশের আশ্বাসের পরও উঠেনি অবরোধ। অবরোধকারীদের দাবি, মেদিনীপুর বনবিভাগের ডিএফও না আসা পর্যন্ত অবরোধ চলবে। আগামী সপ্তাহে ডিএফও-র সাথে বৈঠকের আশ্বাস দিলেও মানতে নারাজ তারা।

আরও পড়ুন : বাইরে থেকে বাড়ির দরজা বন্ধ করে চুরির চেষ্টা মেদিনীপুর শহরে

আরও পড়ুন : পশ্চিম মেদিনীপুরে কংগ্রেস কর্মী খুনে সিপিএম নেতার যাবজ্জীবন কারাদণ্ড

সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পথ অবরোধের জেরে হয়রানির শিকার যাত্রীরা। পুলিশ থাকলেও তা কার্যত নীরব দর্শক। অবশেষে সন্ধ্যা বেলা অবরোধ তুলে নেন। তবে দাবি পূরণ না হলে ফের পথ অবরোধের হুঁশিয়ারি। বন দফতরের এক আধিকারিক জানিয়েছেন, “যাদের জমির কাগজ নেই, বনদপ্তর বা সরকারি জমিতে চাষ করেন, তাদের ক্ষতিপূরণ পাওয়ার ক্ষেত্রে সমস্যা। বাকিরা সবাই ক্ষতিপূরণ পেয়েছেন।”

আরও পড়ুন : তৃণমূল বিধায়কের জন্মদিনের অনুষ্ঠানে থানার ওসি, ভিডিও ভাইরাল হতেই কটাক্ষ

আরও পড়ুন : পুলিশ সরে গেলে ২৪ ঘন্টার মধ্যেই তৃণমূল শেষ হয়ে যাবে : সুশান্ত ঘোষ

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

Elephant Attack

– Biplabi Sabyasachi Largest Bengali

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.