Home » Municipality Election Result : তমলুক , কাঁথি ও এগরায় জয় তৃণমূলের , জয়ের উল্লাসে দলীয় কর্মীরা

Municipality Election Result : তমলুক , কাঁথি ও এগরায় জয় তৃণমূলের , জয়ের উল্লাসে দলীয় কর্মীরা

by Biplabi Sabyasachi
0 comments

Results of Tamluk, Contai and Egra Municipality elections in favor of Trinamool, party workers rejoice in the victory

ওয়েব ডেস্ক , বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : এরাজ্যে মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর ঠিক প্রায় দুই বছর পর ফের পুরভোট অনুষ্ঠিত হয়। গত রবিবার ইভিএমে জমা পড়ে জনসাধারণের মত। ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে এই পুরভোট ছিল কতকটা ‘ইউনিট টেস্ট’-এর মতো। তবে পুরসভা নির্বাচনে বদলে গিয়েছে সেই ছবি। পূর্ব মেদিনীপুর জেলার অধিকারী গড় কাঁথি দখল করল তৃণমূল । আর এখানেই জোর ধাক্কা খেল বিজেপি।

আরও পড়ুন:- গণনা থেকে নির্বাচন পরবর্তী পরিস্থিতি সামাল দিতে কড়া পদক্ষেপ পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের

নিজস্ব চিত্র

আরও পড়ুন:- নিম্নমানের কাজে ভেঙে গেল দাসপুরের নবনির্মিত বাঁধ, জল সংকটে কৃষকরা

এখানে সব থেকে বেশি প্রচার করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এখানেই তাঁর বাসভবন শান্তিকুঞ্জ। আর এখানেই শুরুটা বিজেপির পক্ষে ভাল হল না। কাঁথির অধিকারীগড়ে তৃণমূল কংগ্রেসের রিনা দাসের কাছে হেরে গেলেন বিজেপির প্রার্থী তথা কাঁথি উত্তরের বিজেপি বিধায়ক সুমিতা সিং। তিনি তৃণমূল কংগ্রেস প্রার্থীর কাছে হেরেছেন ৭৭ ভোটে। আর এই নিয়ে কাঁথি ১৭ টি ওয়ার্ড দখল করল তৃণমূল কংগ্রেস। পিছিয়ে ৩ টি ওয়ার্ডে জয় বিজেপির, ১ টি ওয়ার্ড শুধুমাত্র নির্দল।

আরও পড়ুন:- ভালো কাজে আইএসও শংসাপত্র পেল পশ্চিম মেদিনীপুর জেলার দুটি থানা

Advertisement

আরও পড়ুন:- বিজেপির ডাকা বনধের সাড়া পড়ল না মেদিনীপুরে

অপরদিকে এগরায় ত্রিশঙ্কু পুরসভা। এই পুরসভায় বিজেপি ৫টি, কংগ্রেস ও নির্দল ২টি ওয়ার্ডে জয়ী । বাকি ৭টি ওয়ার্ডে জয়ী তৃণমূল কংগ্রেস ।এরমধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো যে, ৩ নং ওয়ার্ডের জয়ী নির্দল প্রার্থী রামচন্দ্র পন্ডা। নির্বাচনের আগে থেকেই এই প্রার্থীকে ভয় ছিল তৃণমূল ও বিজেপির। তবে নির্দল প্রার্থী রামচন্দ্র পন্ডা কী আবার তৃনমূল কংগ্রেসে যোগদান করবেন? এই প্রশ্নের জবাবে তিনি বলেন, আপাতত কোন সম্ভবনা নেই কর্মীদের সঙ্গে আলোচনা করে যতপযুক্ত সির্দ্ধান্ত করবো।

Municipality Election Result

আরও পড়ুন:- ছন্নছাড়া বিজেপি, শাসকদলকে টেক্কা দিল নির্দল, মেদিনীপুর পুরসভায় ভোট পড়ল 76.51 শতাংশ

জানা গিয়েছে, এগরা পুরসভার ১নং ওয়ার্ডে জয়ী তৃণমূলের প্রার্থী শেখ সুরজ আলি,২ নং ওয়ার্ডে জয়ী বিজেপি প্রার্থী প্রতিমা মান্না,৩ নং ওয়ার্ডে জয়ী নির্দল প্রার্থী রামচন্দ্র পণ্ডা,৪ নং ওয়ার্ডে জয়ী বিজেপি প্রার্থী দেবব্রত করণ,৫ নং ওয়ার্ডে জয়ী তৃণমূলের সোমা চক্রবর্তী,৬ নং ওয়ার্ডে জয়ী কংগ্রেসের নির্মল শীট,৭ নং ওয়ার্ডে জয়ী তৃণমূলের অশোক মাইতি,৮ নং ওয়ার্ডে জয়ী তৃণমূলের দেবদুর্লব মাইতি ৯ নং ওয়ার্ডে জয়ী বিজেপির পিঙ্কি সাঁতরা,১০ নং ওয়ার্ডে জয়ী বিজেপির মমতা ত্রিপাঠী,১১ নং ওয়ার্ডে জয়ী তৃণমূলের স্বপন নায়েক,১২ নং ওয়ার্ডে জয়ী তৃণমূলের জয়ন্ত সাউ,১৩ নং ওয়ার্ডে জয়ী তৃণমূলের খুকুমণি বিশাই,১৪ নং ওয়ার্ডে জয়ী বিজেপির অম্বিকেশ দাস।তবে এগরায় পুরোভোট কে গঠন করবে ? তা নিয়েই জোর জল্পনা অন্দর মহলে।

আরও পড়ুন:- মেদিনীপুর শহরে অলিগলিতে পুলিশের টহল, জমায়েত হঠাল পুলিশ

পাশাপাশি , তাম্রলিপ্ত পুরসভায় তৃণমূলের প্রত্যাবর্তন মোট ওয়ার্ড সংখ্যা ২০। আর তাতে জয়ী তৃণমূল কংগ্রেস। তৃণমূলের প্রাপ্ত ১৮। বিজেপি প্রাপ্ত ভোট মাত্র ২ টি। এই পুরসভার ১ নং ওয়ার্ডে জয়ী তৃণমূল প্রার্থী দীপেন্দ্র নারায়ণ রায় । জিতেছেন ১৪১৩ ভোটে। ২ নং ওয়ার্ডে জয়ী তৃণমূলের বৈশাখি মাইতি । জিতেছেন ১১২৮ ভোটে।৩ নং ওয়ার্ডে জয়ী তৃণমূলের তৃপ্তি ভট্টাচার্য । জিতেছেন ১৫৮ ভোটে। ৪ নং ওয়ার্ডে জয়ী তৃণমূলের বিমল চন্দ্র ভৌমিক । জিতেছেন ৯৭৫ ভোটে। ৫ নং ওয়ার্ডে জয়ী তৃণমূল প্রার্থী সুফিয়া বেগম । জিতেছেন ১৯১ ভোটে।

পাশাপাশি ৬ নং ওয়ার্ডে জয়ী তৃণমূলের স্বস্তিকা দাস। জিতেছেন ৩৩১ ভোটে। ৭ নং ওয়ার্ডে জয়ী তৃণমূলের চন্দন দে । জিতেছেন ৮৭৩ ভোটে। ৮ নং ওয়ার্ডে জয়ী তৃণমূলের সৌমেন চক্রবর্তী । জিতেছেন ১৫৪ ভোটে। ৯ নং ওয়ার্ডে জয়ী তৃণমূলের আনোয়ারা বেগম । জিতেছেন ১৭২৮ ভোটে। ১০ নং ওয়ার্ডে জয়ী তৃণমূলের পার্থ সারথী মাইতি । জিতেছেন ৪৮২ ভোটে। ১১ নং ওয়ার্ডে জয়ী তৃণমূলের গৌতম কুমার পাল । জিতেছেন ৩৪০ ভোটে। ১২ নং ওয়ার্ডে জয়ী তৃনমূলের লীনা মাভোই রায় । জিতেছেন ১১৯৮ ভোটে। ১৩ নং ওয়ার্ডে জয়ী বিজেপির জয়া দাস নায়েক । জিতেছেন ১২০ ভোটে।

১৪ নং ওয়ার্ডে জয়ী তৃণমূলের বৈদ্যনাথ সিনহা। জিতেছেন ৮৪২ ভোটে। ১৫ নং ওয়ার্ডে জয়ী তৃণমূলের সুব্রত রায় । জিতেছেন ২২৩ ভোটে। ১৬ নং ওয়ার্ডে জয়ী দেবশ্রী দাস মাইতি । জিতেছেন ৭৮৭ ভোটে। ১৭ নং ওয়ার্ডে জয়ী তৃণমূলের অলোক সাঁতরা । জিতেছেন ৪৪৬ ভোটে। ১৮ নং ওয়ার্ডে জয়ী তৃণমূলের কানাইলাল দাস। জিতেছেন ৩১২ ভোটে। ১৯ নং ওয়ার্ডে জয়ী বিজেপির সবরী চক্রবর্তী । জিতেছেন ১৮৫ ভোটে। ২০ নং ওয়ার্ডে জয়ী তৃণমূলের চঞ্চল কুমার খাঁড়া । জিতেছেন ১১৩৪ ভোটে।

প্রসঙ্গত, ইতিমধ্যেই রাজ্যের ১০৮টি পুরসভার বেশ কয়েকটি দখলে এসেছে তৃণমূল কংগ্রেসের। এই ধারা অব্যাহত থাকলে চার দশক পর কাঁথিতে পালাবদল ঘটতে পারে বলেই মনে করা হচ্ছে। বিরোধী দলনেতা শুভেন্দুর ‘গড়’ বলে পরিচিত কাঁথি শহরে যদি তৃণমূল কংগ্রেস পুরসভা দখল করে নেয় তাহলে শুভেন্দুর জনপ্রিয়তা নিয়ে প্রশ্ন উঠবে দলের অন্দরেই। এই পুরভোটের শুরু থেকেই কাঁথি পুরসভার উপর বিশেষ নজর দিয়েছিল তৃণমূল। দলের মুখপাত্র তথা সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বারংবার কাঁথিতে গিয়েছিলেন প্রচার করতে।

কাঁথি শহরে জনসভা করে অধিকারী পরিবারকে কড়া ভাষায় আক্রমণও করেছেন তিনি। পক্ষান্তরে, শুভেন্দুর বাবা তথা কাঁথির তৃণমূল সাংসদ শিশির অধিকারী ভোট শুরুর আগে শুভেন্দুর প্রার্থীদের ‘দেখতে’ বলে বিতর্কে জড়িয়েছিলেন। বুধবার ভোটগণনা শুরুর আগে মঙ্গলবারেই কাঁথি শহরে মোমবাতি মিছিল করেছিলেন ‘ভোট লুটের অভিযোগ’-এ। প্রসঙ্গত, কাঁথি পুরসভার ভোট নিয়ে আদালতে মামলা করেছেন শুভেন্দুর ভাই তথা বিজেপি নেতা সৌম্যেন্দু অধিকারী। তবে আদালত সেই মামলায় ভোটগণনা বন্ধ করার নির্দেশ দেয়নি। সেই অনুযায়ীই বুধবার ভোটগণনা শুরু হয়েছে। যাতে দেখা গেল, পরাজিত বিজেপি-র বিধায়কও।

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.cm/biplabisabyasachi

Municipality Election Result

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.