Home » পূর্ব মেদিনীপুরে কেলেঘাই ক্ষতিগ্রস্ত নদী বাঁধের মেরামতি শুরু, পরিদর্শনে এলেন জেলাশাসক

পূর্ব মেদিনীপুরে কেলেঘাই ক্ষতিগ্রস্ত নদী বাঁধের মেরামতি শুরু, পরিদর্শনে এলেন জেলাশাসক

by Biplabi Sabyasachi
0 comments

Keleghai River Dam

ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন: ভারী বৃষ্টিপাত ও কেলেঘাই নদীর বাঁধ ভেঙে ইতিমধ্যে জলে ভাসছে পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর ১ , ২ ও ভগবানপুর ১ সহ একাধিক এলাকা। ফলে চরম সমস্যায় দিনকাটাচ্ছে পটাশপুরবাসী।
কেলেঘাই নদীর ভেঙে যাওয়া বাঁধ ইতিমধ্যে মেরামত করার কাজ শুরু হয়েছে। আর সেই বাঁধ মেরামতির কাজ পরিদর্শনে এসে এলাকাবাসীর দাবি-দাওয়া শুনলেন পূর্ব মেদিনীপুরের জেলাশাসক পূর্ণেন্দু মাঝি ।বৃহস্পতিবার কেলেঘাই নদীর ভেঙে যাওয়া বাঁধ মেরামতির কাজ ও জলে প্লাবিত এলাকা পরিদর্শন করেন জেলাশাসক। সঙ্গে ছিলেন জেলা পুলিশ সুপার অমরনাথ কে , এগ্রা মহাকুমা শাসক সম্রাট মন্ডল, পটাশপুরের বিধায়ক উত্তম বারিক , পটাশপুর ১ ব্লকের বিডিও পারিজাত রায়, পটাশপুর থানার ওসি দীপক চৌধুরী সহ অন‍্যান‍্য প্রশাসনিক কর্মকর্তারা। তবে খুব শীঘ্রই কেলেঘাই নদীর বাঁধ মেরামত সম্পন্ন হবে বলে জানান জেলাশাসক।

আরও পড়ুন:- প্লাস্টিকের বিরুদ্ধে শহরে অভিযান মেদিনীপুর পৌরসভার

নিজস্ব চিত্র

আরও পড়ুন:- বর্ষণের পাশাপাশি মেদিনীপুর গ্রামীণে হাতির হানায় ক্ষতি বিঘার পর বিঘা ধান জমি

প্রসঙ্গত , গত ১৬ই সেপ্টেম্বর রাত ১.১৫ নাগাদ প্রবলবৃষ্টির মাঝেই হঠাৎই কেলেঘাই নদীর বাঁধ ভেঙে যাওয়ায় প্রবল বিপত্তি ঘটে পটাশপুরজুড়ে। ফলে নদীর জল ঢুকতে শুরু করেছে আমগেছিয়া বাংলাতে, যাঁর ফলে পটাশপুর ১ ,২ ও ভগবানপুর ১ ব্লকের বিস্তীর্ন এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। আতঙ্কে ঘরছেড়ে রাস্তায় কেউ বা স্কুল ঘরে আশ্রয় নিয়েছে অসহায় মানুষজন। প্রায় তিন হাজার পরিবারকে সরানো হয়েছে উঁচু স্থানে। জলের তোড়ে একজন গ্রামের মানুষ তলিয়ে তলিয়ে গেছে।পটাশপুরে উদ্ধারকাজে নামানো হয়েছে স্পিড বোর্ড। স্পিডবোটে করেই বিধায়ক উত্তম বারিক নিজেই এলাকায় এলাকায় যাচ্ছেন আর উদ্ধার কাজ চালাচ্ছেন। অপরদিকে ভগবানপুর ২ ব্লকের টাবেড়িয়া, বাসুদেববেড়িয়া, আড়গোয়ল, অর্জুননগর, বরোজ নতুন করে প্লাবিত। ইটাবেড়িয়া চালকলে জল ঢুকে লক্ষ লক্ষ টাকার ধান ও চাল নষ্ট হয়েছে।

আরও পড়ুন:- মেদিনীপুর গ্রামীণে নদী ভাঙন পরিদর্শনে এসে ক্ষোভের মুখে বিধায়িকা জুন

ভগবানপুর এক ব্লকের বিভীষণপুর বাজার জলমগ্ন। তালতলা বিদ্যুৎ সাবস্টেশন এক কোমর জলের তলায়। কোথাও ভেঙে পড়ছে কাঁচাবাড়ি । পটাশপুর ও ভগবানপুর মিলিয়ে ২০ – ২৫ হাজার মাটির বাড়ি ক্ষতিগ্রস্ত বলে স্থানীয় প্রশাসন সূত্রে জানা গিয়েছে। বর্তমানে মথুরা গ্রাম পঞ্চায়েত এলাকা জলে প্লাবিত থাকায় বিদ্যুৎ পরিষেবা এখন স্তব্ধ রয়েছে। তবে এই বন‍্যা পরিস্থিতি কবে স্বাভাবিক হবে তা নিয়ে চিন্তায় দিন কাটাচ্ছে পটাশপুরবাসী।বিশেষজ্ঞরা জানাচ্ছেন, বৃষ্টির জল এতদিন গড়িয়ে যেত চাষের জমিতে। সেই জল নালা হয়ে চলে যেত নদীতে।

আরও পড়ুন:- পূর্ব মেদিনীপুরের পটাশপুরে পানীয় জলের হাহাকার, মানুষ খুঁজছেন প্রশাসনকে

আর এখন বৃষ্টির জল যাওয়ার রাস্তাই বন্ধ হয়ে গিয়েছে অপরিকল্পিত ভেড়ি ও ভাটা’র দাপটে। পূর্ব মেদিনীপুরের জেলা প্রশাসনের সূত্রে খবর,ভয়াবহ বন‍্যা পরিস্থিতিতে প্রশাসন মাঠে নেমে কাজ করছে। ত্রাণ পাঠানো হয়েছে প্রতিটি এলাকায়। তবে জল ঢুকে পড়ায় সব জায়গায় পৌছাতে সমস্যা হচ্ছে। ইতিমধ্যে বিপর্যয় মোকাবিলা বাহিনীও কাজ করছে। ইতিমধ্যে কেলেঘাই নদীর বাঁধ মেরামতি শুরু হয়েছে। তবে নদী পার্শ্ববর্তী অবৈধ ইটভাটা ও মাছের ভেড়ি গুলি সরিয়ে দেওয়া হলে খুব শীঘ্রই নদী বাঁধ মেরামতির কাজ সম্পন্ন হবে বলেই জানা যাচ্ছে।

আরও পড়ুন:- প্রবল বৃষ্টিতে প্লাবিত ঝাড়গ্রাম জেলার বহুগ্রাম, রাস্তায় ধস, বিচ্ছিন্ন বহু এলাকা

আরও পড়ুন:- বর্ষণে জেলা জুড়ে দুর্গত ৬ লক্ষাধিক, মৃত ১৫, খড়্গপুরে ঘূর্ণিঝড়, মেদিনীপুর শহরে জলবন্দী আড়াইশোর বেশি পরিবার

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

Keleghai River Dam

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore

Web Desk, Biplabi Sabyasachi online paper: Heavy rains and the collapse of the Keleghai river dam have already flooded several areas in East Midnapore district, including Patashpur 1, 2 and Bhagwanpur 1. As a result, the people of Potashpur are facing extreme problems. Work has already begun to repair the broken dam on the Keleghai River. Purnendu Majhi, the district governor of East Midnapore, listened to the demands of the locals while inspecting the repair work of the dam. District Superintendent of Police Amarnath K, Agra sub-divisional ruler Samrat Mandal, Potashpur MLA Uttam Barik, BDO Parijat Roy of Potashpur 1 block, OC of Potashpur Police Station Deepak Chowdhury and other administrative officials were present. However, the repair of the Keleghai river dam will be completed soon, said the district magistrate.

Incidentally, the dam of Keleghai river suddenly broke in the middle of heavy rain at 1.15 pm on 16th September, causing severe havoc in Potashpur. As a result, river water has started flowing into Amgesia Bengal, as a result of which vast areas of Potashpur 1, 2 and Bhagwanpur 1 blocks have been inundated. Helpless people have taken shelter in the streets or school houses in panic. About three thousand families have been relocated to higher ground. A village man has drowned in the water. A speed board has been brought down for rescue work in Patashpur. MLA Uttam Barik himself is going to the area by speedboat and carrying out rescue work. On the other hand, Taberia, Basudebberia, Argoyal, Arjunnagar and Burrows of Bhagwanpur 2 block are newly flooded.

Millions of rupees worth of paddy and rice have been wasted due to floods in Itaberia rice mill. The repair of Keleghai river dam will be completed, said the district magistrate. Vibhishanpur market in one block of Bhagwanpur is submerged. Taltala power substation is under one waist water. The raw house is collapsing somewhere. According to local administration sources, 20-25 thousand mud houses in Patashpur and Bhagwanpur have been damaged. Currently, the Mathura Gram Panchayat area is flooded and the electricity service is suspended. However, the people of Patashpur are spending their days thinking about when this flood situation will return to normal. After that water would flow into the river.

And now the road to rainwater has been closed due to unplanned ebb and flow. According to the district administration of East Midnapore, the administration is working in the field in the terrible flood situation. But relief has been sent to every area. However, it is difficult to reach all the places due to the inflow of water. Meanwhile, disaster response forces are also working. The repair work of Keleghai river dam has already started. However, it is learned that the repair work of the river dam will be completed soon if the illegal brick kilns and fish ponds along the river are removed.

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.