Home » Egra Municipality Election : একেবারে অভিনব কায়দায় রন্ধনশালায় এসে এগরায় প্রচার করতে হাজির তৃণমূল প্রার্থী

Egra Municipality Election : একেবারে অভিনব কায়দায় রন্ধনশালায় এসে এগরায় প্রচার করতে হাজির তৃণমূল প্রার্থী

by Biplabi Sabyasachi
0 comments

Trinamool candidates came to the kitchen in a very fancy way and came to campaign in Egra Municipality Election

ওয়েব ডেস্ক , বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : বাংলার রাজনীতি মানেই, ‘এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ।’সব সময় নিত্যনতুন চমক নিয়ে জমে ওঠে রাজনীতি মহল। দোরগোড়ায় কড়া নাড়ছে এরাজ‍্যের ১০৮ পুরসভার ভোট। আর সেই মতো এবার এক অভিনব ধারায় প্রচার সারলেন পূর্ব মেদিনীপুর জেলার এগরা পুরসভার ১২ নং ওয়ার্ডের তৃণমূল প্রার্থী জয়ন্ত সাহু। একদম সরাসরি ওই ওয়ার্ডের প্রত‍্যেকটি মানুষের বাড়ির রন্ধনশালায় গিয়ে অভিনব কায়দায় হাজির হন প্রার্থী।

আরও পড়ুন:- দলের নির্দেশ না মানায় পশ্চিম মেদিনীপুরে কুড়িজনকে বহিষ্কার করল তৃণমূল, বিজেপি চাইল জবাব

Egra Municipality Election
নিজস্ব চিত্র : রন্ধনশালায় এসে প্রচার এগরার তৃণমূল প্রার্থী জয়ন্ত সাহুর

আরও পড়ুন:- মেদিনীপুরে কংগ্রেস প্রার্থীর বাড়িতে ভোট প্রার্থনায় হাজির বিজেপি প্রার্থী

Advertisement

আরও পড়ুন:- ভালোবাসার দিনে গাছে ফুলের মালা পরিয়ে বাঁচানোর শপথ শালবনীতে

পাশাপাশি এদিন ১২ নং ওয়ার্ডের কয়েকশো সংখ্যালঘু মহিলা’কে সঙ্গে নিয়ে এলাকায় পদযাত্রার পাশাপাশি বাড়িতে বাড়িতে নির্বাচনী প্রচার করেন‌। তৃণমূল সূত্রে জানা যাচ্ছে, সামনেই এগরা পুরসভার ভোট সেই কারণে রন্ধনশালায় গিয়ে সুখ দুঃখের খবরাখবর নিয়ে মানুষের কাছে ভোট চাওয়া হয়েছে। তৃণমূল নেতা জয়ন্ত সাহু ভোট চাওয়ার পাশাপাশি মুখ্যমন্ত্রীর বিভিন্ন জনকল্যাণ মূলক প্রকল্পের কথা মানুষের কাছে তুলে ধরেন। যার মধ্যে রয়েছে দুয়ারে রেশন থেকে শুরু করে লক্ষীর ভান্ডার, স্বাস্থ্য সাথী কার্ড প্রভৃতি প্রকল্প।

Egra Municipality Election

আরও পড়ুন:- সাত ঘণ্টা পর শালবনীতে কুঁয়ো থেকে হাতিটিকে উদ্ধার করল বন দফতর

Advertisement

আরও পড়ুন:- শালবনীতে কুঁয়োতে পড়ল হাতি, উদ্ধারকার্যে দেরী হওয়ায় বন দফতরের বিরুদ্ধে ক্ষোভ

এদিন তৃণমূল প্রার্থী জয়ন্ত সাহু বলেন, জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেত্রী আমরা তার সৈনিক হিসেবে কাজ করছি। তাই নির্দেশ মেনে বাড়ির রন্ধনশালায় গিয়ে মায়েদের পাশে বসে তাদের সুখ দুঃখের খবরাখবর নিয়ে ভোট প্রচার করছি।আগামীদিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথেই আমরা চলব। তাছাড়া ওয়ার্ডে রাস্তা ঘাট সহ বিভিন্ন সমস্যা রয়েছে। ইতিমধ্যেই এবিষয়ে শীর্ষ নেতৃত্বকে জানানো হয়েছে। তাছাড়া জয় লাভের পর এই এলাকায় একটি মাদ্রাসা বিদ্যালয় তৈরি ও মসজিদের উন্নয়ন করার বার্তা দেন তিনি।

আরও পড়ুন:- পশ্চিম মেদিনীপুরে হাতির তান্ডবে ভাঙচুর বাড়ি, ক্ষতি আলুর

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.cm/biplabisabyasachi

Egra Municipality Election

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.