Home » Contai Co-Operative Bank -এর চেয়ারম্যান পদ থেকে অপসারিত শুভেন্দু অধিকারী

Contai Co-Operative Bank -এর চেয়ারম্যান পদ থেকে অপসারিত শুভেন্দু অধিকারী

by Biplabi Sabyasachi
0 comments

Contai Co-Operative Bank

পত্রিকা প্রতিনিধিঃ বিধানসভা নির্বাচনে এরাজ‍্যে তৃণমূলের ফের জয়লাভের পর থেকেই পূর্ব মেদিনীপুর (Purba Medinipur) জেলার কাঁথির (Contai) অধিকারী (Adhikari) পরিবার সর্বত্রই বিঁধেছে রাজ্যের শাসক দল তৃণমূল (TMC) ।ফলে খোয়া গিয়েছে অধিকারী পরিবারের রাজনৈতিক নেতাদের একাধিক পদ। তবে তৃণমূলের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করে ইতিমধ্যেই বিজেপি (BJP) বিধায়ক ও রাজ্যের বিরোধী দলনেতা হিসেবে আত্মপ্রকাশ করেছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তবে দীর্ঘ জল্পনার পর অবশেষে নিজের গড়ে ধাক্কা খেলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। মঙ্গলবার কাঁথি কো – অপারেটিভ ব্যাঙ্কের ( Contai Cooperative Bank) চেয়ারম্যান পদ থেকে ব্যাঙ্ক পরিচালন কমিটির সিদ্ধান্ত অনুযায়ী অপসারিত করা হল শুভেন্দু অধিকারী’কে। কয়েক মাসের টানাপোড়েন পর অবশেষে শুভেন্দুর বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব পাস হল। আপাতত কাঁথি সমবায় ব্যাঙ্কের দায়িত্ব সামলাবেন সেখানকার ভাইস চেয়ারম্যান। গত কয়েক বছর ধরেই কাঁথি সমবায় ব্যাঙ্কের ( Contai Cooperative Bank)চেয়ারম্যান পদে ছিলেন শুভেন্দু। তবে শেষ পযর্ন্ত তাঁকে চেয়ারম্যান থেকে অপসারিত করা হল।

আরও পড়ুন:- মেদিনীপুর শহরে যানজট এড়াতে সক্রিয় পুলিশ, সরিয়ে দিল রাস্তার দুপাশের গাড়ি

আরও পড়ুন:- হাতি দেখতে গিয়ে পশ্চিম মেদিনীপুরের পিড়াকাটায় হাতির হানায় জখম এক যুবক

ফাইল চিত্র

আরও পড়ুন:- দিদি চাইলেও পর্ষদ বঞ্চনা করছে, অভিযোগ পশ্চিম মেদিনীপুর জেলা শাসক দপ্তরে বিক্ষোভরত টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীদের

জানা গিয়েছে, ব্যাঙ্কের দীর্ঘদিন চেয়ারম্যান অনুপস্থিত হওয়াতে ব্যাঙ্কের স্বাভাবিক পরিষেবা বাধা প্রাপ্ত হচ্ছিল। অপরদিকে শুভেন্দু বাবু কলকাতা হাই কোর্টে যে মামলা করেছেন তাতে ব্যাঙ্ক কর্তৃপক্ষের পক্ষেই রায় দিয়েছে কোর্ট এবং ওই মামলা খারিচ করেছে। তাই ব্যাঙ্ক সিদ্ধান্ত নিয়েছে চেয়ারম্যান পদ থেকে সরানো হবে শুভেন্দু বাবুকে। সেই মতো এদিন সাংবাদিক বৈঠক ডেকে কাঁথি কো অপারেটিভ ব্যাঙ্কের তরফ থেকে এই তথ্য তুলে ধরা হয়।এই ব্যাঙ্কের ১৮ জন ডিরেক্টার। ভোট দেওয়ার অধিকারী আছে ১৪জনের। এদিন শুভেন্দু অধিকারীকে সরানোর পক্ষে ভোট দেন, চিন্তামণি মণ্ডল (Chintamani Mandal), সেমাশিস মিশ্র (Somasish Mishra), মীর মোমরেজ আলি (Mir Momrej Ali), অনুপ বাগ (Anup Bag), মোজাফ্ফর আলি (Mojaffar Ali), স্নিগ্ধা দাস (Snigdha Das), নন্দিতা বেরা (Nandita Bera), নির্মল খাঁড়া (Nirmal Khanra), আলেম আলি খান (Alem Ali Khan) সহ মোট ১০ জন। ভোটাধিকার রয়েছে এমন বাকি ৪ ডিরেক্টর এদিন অনুপস্থিত ছিলেন।

আরও পড়ুন:- ‘রঙ’ বদলালেও পশ্চিম মেদিনীপুরের লালগেড়িয়া গ্রাম পঞ্চায়েতে বদলাচ্ছে না প্রধান ও উপপ্রধান

আরও পড়ুন:- মেদিনীপুর শহরে সাতসকালে উদ্ধার অপরিচিত যুবকের মৃতদেহ

Contai Co-Operative Bank

যাঁরা এদিন অনুপস্থিত ছিলেন তাঁরা হলেন, খোদ শুভেন্দু অধিকারী। তাছাড়া সুকুমার বেরা (Sukumar Bera), দিলীপ মাইতি (Dilip Maity) ও তারাপদ খাটুয়া (Tarapada Khatua)। তবে ব্যাঙ্কের বর্তমান ভাইস চেয়ারম্যান চিন্তামনি মন্ডল (Chintamani Mandal) পরবর্তী চেয়ারম্যান পদ সামলাবেন বলেই সিদ্ধান্ত পরিচালন কমিটির বলে জানা যাচ্ছে।তবে এবার দেখার এর প্রেক্ষিতে আগামিদিনে কী পদক্ষেপ করেন শুভেন্দু অধিকারী। এপ্রসঙ্গে, ব্যাঙ্কের এক ডিরেক্টর আলেম আলি খান জানান, ৪ মাস ধরে ব্যাঙ্কটিকে অকেজো করে ফেলে রেখেছেন শুভেন্দু অধিকারী। ঘনঘন মামলা করছেন। মিটিং ডেকে তা বাতিল করে দিচ্ছেন। ফলে লোনের ফাইল প্রসেস করা যাচ্ছে না। এবার তাই ব্যাঙ্কের স্বার্থে ও কাঁথিবাসীর স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।  

আরও পড়ুন:- ‘বজ্ররোধী ছাতা’-র মডেল তৈরী করে রাজ্য শিশু বিজ্ঞান কংগ্রেসে সাফল্য পূর্ব মেদিনীপুরের শ্রেয়কের

আরও পড়ুন:- হাতি দেখতে গিয়ে পশ্চিম মেদিনীপুরের পিড়াকাটায় হাতির হানায় জখম এক যুবক

প্রসঙ্গত, কয়েক মাস আগে কাঁথি কো-অপারেটিভ ইউনিয়নের সভাপতি পদ থেকে সরানো হয়েছে শুভেন্দুকে। ২০১২ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত এই পদে ছিলেন শুভেন্দু। জানা যাচ্ছে, ইউনিয়নের মোট ১৫ সদস্যের মধ্যে ১৪ জন শুভেন্দুকে অপসারণের পক্ষে সায় দেন। গত ১৯ জুলাই শুভেন্দুর অপসারণ চেয়ে আবেদন করেছিলেন কয়েকজন ডিরেক্টর। এদিনের বৈঠকে শুভেন্দু অধিকারী ছাড়া বাকি ১৩ জন উপস্থিত ছিল। এর মধ্যে একজন ডিরেক্টার ফোনে অপসারণের সম্মতি দেন।
এবিষয়ে শুভেন্দু অধিকারী সংবাদমাধ্যম দেওয়া বার্তায় (Suvendu Adhikari) বলেন, “এই অপসারণ সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। বৈধভাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়নি। কারণ, অপসারণের এই বৈঠক যিনি ডেকেছিলেন, সেই ব্যাঙ্কের পরিচালন কমিটির সম্পাদক পার্থপ্রতিম নিজেই অনুপস্থিত ছিলেন। আমার কাছে এই অপসারণ সম্পূর্ণ গুরুত্বহীন। আইনি পথেই এর সমাধান হবে।”

আরও পড়ুন:- গড়বেতায় পথ দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩, আশঙ্কাজনক অবস্থায় এক যুবককে স্থানান্তরিত করা হলো কলকাতায়

আরও পড়ুন:- মেদিনীপুর শহরে সাতসকালে উদ্ধার অপরিচিত যুবকের মৃতদেহ

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

Contai Co-Operative Bank

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.