Midnapore Hospital : নির্দিষ্ট সময়ে ডিউটি থাকলেও দেখা মেলে না বলেও অভিযোগ। এবার চিকিৎসকরা ডিউটির সময় ডিউটি না করে প্রাইভেটে চেম্বার বা নার্সিংহোমে কাজ করলে স্বাস্থ্য দফতর থেকে শাস্তিনামা জারি হবে। বুধবার মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল পরিদর্শনে এসে এমনই মন্তব্য করলেন রাজ্যের স্বাস্থ্য দফতরের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান নির্মল মাঝি ৷
আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : রোগীর পরিবারের প্রায়ই অভিযোগ, হাসপাতালের ওয়ার্ডে সিনিয়র চিকিৎসক থাকেন না। নির্দিষ্ট সময়ে ডিউটি থাকলেও দেখা মেলে না বলেও অভিযোগ। এবার চিকিৎসকরা ডিউটির সময় ডিউটি না করে প্রাইভেটে চেম্বার বা নার্সিংহোমে কাজ করলে স্বাস্থ্য দফতর থেকে শাস্তিনামা জারি হবে।
আরও পড়ুন : উত্তাল দিঘার সমুদ্র, আছড়ে পড়ছে বিশাল ঢেউ! পর্যটকদের নামায় নিষেধাজ্ঞা
বুধবার মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল পরিদর্শনে এসে এমনই মন্তব্য করলেন রাজ্যের স্বাস্থ্য দফতরের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান নির্মল মাঝি৷ ঘুরে দেখেন হাসপাতালের বিভিন্ন বিভাগ। কথা বলেন রোগীদের সঙ্গেও। ওয়ার্ডে ওয়ার্ডে ঘুরে বেশ কিছু পরামর্শও দিয়েছেন তিনি। সঙ্গে ছিলেন বিধায়ক দীনেন রায়, মেডিক্যাল কলেজের অধ্যক্ষ পঞ্চানন কুণ্ডু। চিকিৎসকদের সঙ্গে কথা বলার পাশাপাশি সতর্ক করা হয়েছে আয়াদেরও।
আরও পড়ুন : শ্রীলঙ্কার মতই হতে চলেছে পশ্চিমবঙ্গ! মেদিনীপুরে মন্তব্য দিলীপ ঘোষের
Midnapore Hospital
নির্মলবাবু বলেন, “কাজে ফাঁকিকে বরদাস্ত করা হবে না। ডাক্তারবাবুদের সাফ জানিয়ে দেওয়া হয়েছে কাজের সময় কেউ যেন নার্সিংহোম না যান এবং প্রাইভেট চেম্বার খুলে প্র্যাকটিস না করেন। তা না হলে স্বাস্থ্য দফতর থেকে শাস্তিনামা জারি হয়ে যাবে৷” আয়াদের দৌরাত্ম্য সম্পর্কেও তিনি বলেন, “আয়ারা সরকারি কর্মী না, সরকার এদের অনুমোদন করে না৷ অনেকেই রোগীর বাড়ির আত্মীয় হিসেবে পরিচয় দিয়ে আয়ার কাজ করছে।
আরও পড়ুন : মেদিনীপুর গ্রামীণে বিজেপি নেতা কর্মীদের মারধরের অভিযোগ শাসকদলের বিরুদ্ধে, পথ অবরোধে হাজির দিলীপ ঘোষ
এক একজন আয়া তিন চারজন রোগীর খেপ খাটেন। কোনওভাবেই খেপ খাটা চলবে না। ওয়ার্ডে নার্সদের কথা অনুযায়ী তাদের চলতে হবে৷” হাসপাতালে শীঘ্রই ক্যাথল্যাব চালু হবে বলে জানান। উল্লেখ্য এর আগেও জুনিয়র চিকিৎসকরা মুখ্যমন্ত্রীকে জানিয়েছিলেন হাসপাতালে ক্যাথল্যাবের জন্য। কিন্তু এখনও তা চালু হয় নি। এদিন নির্মল বাবু বলেন, “করোনার কারণে কাজ কিছুটা পিছিয়ে গেলেও আগামী আট-নয় মাসের মধ্যেই অত্যাধুনিক ক্যাথল্যাব চালু হয়ে যাবে মেদিনীপুরে।
কলকাতার বাইরে মেদিনীপুরের মতো জায়গাতেও বাইপাশ সার্জারির মতো সুবিধা পাবেন মানুষজন।” পাশাপাশি তিনি বলেন, “শীঘ্রই চালু হয়ে যাবে একশো বেডের কার্ডিওলজি বিভাগ। যেখানে ৫০ টি করে আসন পুরুষ ও মহিলাদের জন্য বরাদ্দ থাকবে। হাসপাতালের নিজস্ব এমআরআই মেশিন বসানোরও চিন্তা ভাবনা করছে সরকার। আবার সেরিব্রাল অ্যাটাক রোগীদের জন্য টেলি নিউরো মেডিসিন বিভাগও খোলা হচ্ছে।”
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Midnapore Hospital
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore