Panchayat Elections
ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন: আগামী পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতি শুরু করল পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূল কংগ্রেস। বুধবার শালবনি ব্লকের পিড়াকাটা কমিউনিটি হলে একটি সাংগঠনিক বৈঠকও হয়। তাতে আলোচনা হয়েছে পঞ্চায়েত নির্বাচনের আগে সংগঠনকে কিভাবে মজবুত করা যায়। পশ্চিম মেদিনীপুর জেলার সাংগঠনিক সভাপতি হিসেবে নির্বাচিত হওয়ার পর সুজয় হাজরা জানিয়েছিলেন, এবার ব্লকের মিটিং জেলাতে হবে না। জেলা নেতৃত্বরা যাবেন ব্লকে। সেইমতো এদিন জেলা সভাপতি সুজয় হাজরা, চেয়ারম্যান দীনেন রায়, প্রদ্যোত ঘোষ, ব্লক সভাপতি নেপাল সিংহ, জেলা যুব সভাপতি সন্দীপ সিংহ সহ একাধিক জেলা নেতৃত্ব উপস্থিত হয়েছিলেন।গত পঞ্চায়েত নির্বাচনে শালবনী ব্লকের বহু বুথ তৃণমূলের হাতছাড়া হয়। অনেক গ্রাম পঞ্চায়েতের দখল নেই বিজেপি।
আরও পড়ুন:- পুলিশের নাকা চেকিং ফাঁকি দিয়ে চড়া দামে বালি বিক্রি মেদিনীপুর শহরে
আরও পড়ুন:- বিজেপি করায় পিটিয়ে খুনের অভিযোগ খোদ মেদিনীপুর শহরে, রাজনীতির যোগ উড়ালেন তৃণমূল সভাপতি সুজয়
এদিন ব্লকের সমস্ত বুথের সভাপতিদেরও ডাক পড়ে এই বৈঠকে। সংগঠনের বর্তমান অবস্থা এবং গত পঞ্চায়েত নির্বাচনে হারের কারণ জানতে চাওয়া হয়। পাশাপাশি অঞ্চল সভাপতি বা কোনো ব্লকের কোনো নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ রয়েছে কিনা তাও জানতে চাওয়া হয় বৈঠকে। জেলা সভাপতি সুজয় হাজরা মানছেন, বুথ স্তরের কর্মীদের নিয়ে একটি সাংগঠনিক বৈঠক হয়েছে পিড়াকাটায়। বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার পাশাপাশি গত পঞ্চায়েত নির্বাচনে হারের কারণ এবং আগামী দিনে কিভাবে সংগঠনকে মজবুত করা যায় তা নিয়ে আলোচনা হয়েছে। এই ধরণের বৈঠক পুজোর পর আবার হবে বলে জানান তিনি। সূত্রের খবর শালবনী ব্লকের বিভিন্ন অঞ্চল নেতৃত্বের বিরুদ্ধে কর্মীদের ক্ষোভ রয়েছে। যাদের ক্ষোভ রয়েছে তার কারণ লিখিত ভাবে জানাতে বলা হয়েছে এদিন।
Panchayat Elections
আগামী পঞ্চায়েত নির্বাচনের আগে দলকে মজবুত করতে একাধিক কর্মসূচী নিয়েছে। পঞ্চায়েত নির্বাচন যাতে পরিস্কার ভাবে হয় তার বার্তাও এদিন দেওয়া হয়েছে। গত পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ তুলেছিল বিরোধীরা। তৃণমূলের একাংশ নেতার আচরণও জনমানসে ক্ষোভের সৃষ্টি হয়। যার প্রভাব পড়েছিল ভোট বাক্সে। ওই বিষয়টি নিয়েও এদিন আলোচনা হয়েছে। সুজয় হাজরা বলেন, প্রতিটি বুথ সভাপতিকে নির্দেশ দেওয়া হয়েছে, এখন থেকে সংগঠনকে মজবুত করতে। কোনোরকম সন্ত্রাসের অভিযোগ যেন না ওঠে। দল বরদাস্ত করবে না। জেলায় পরিস্কার ভাবে আগামী পঞ্চায়েত নির্বাচন হবে বলেও জানান তিনি। বিরোধীদের সন্ত্রাসের অভিযোগ ছাড়াও পঞ্চায়েত নির্বাচনে কে প্রার্থী হবেন তা নিয়েও তৃণমূলে গোষ্ঠী দ্বন্দ্ব ছিল।
আরও পড়ুন:- পশ্চিম মেদিনীপুরে চোলাই মদের বিরুদ্ধে পুলিশি অভিযানে আটক ৩৯ জন
আরও পড়ুন:- দিঘায় উল্টে গেল নামখানার ট্রলার, সাঁতরে বাঁচলেন ৬ মৎস্যজীবি
সুজয় হাজরা বলেন, আগামী পঞ্চায়েত নির্বাচনে এবারে জেলায় প্রার্থী তালিকা ঠিক হবে না। কলকাতায় তালিকা পাঠানো হবে, সেখান থেকে ঠিক হবে।পাশাপাশি পিড়াকাটাতে এদিন বিকেলে কেন্দ্র সরকারের একাধিক নীতির বিরুদ্ধে বিক্ষোভ অবস্থান কর্মসূচী নেয় তৃণমূল। দেশের সম্পদ বেসরকারিকরণ, রাষ্ট্রায়ত্ত সংস্থা বিক্রি, অর্থনৈতিক দেউলিয়াপনার বিরুদ্ধে এবং বিজেপি শাসিত রাজ্যগুলিতে আইনের শাসন প্রতিষ্ঠা করার দাবিতে এই অবস্থান বিক্ষোভে উপস্থিত ছিলেন, প্রতিমন্ত্রী শ্রীকান্ত মাহাত, জেলা সভাপতি সুজয় হাজরা, প্রদ্যোৎ ঘোষ সহ অন্যান্য নেতৃত্বরা।
আরও পড়ুন:- লক্ষ্মীদের হয়রানি কমাতে মেদিনীপুর গ্রামীণে “দুয়ারে সরকার” শিবিরে হাজির কন্যাশ্রীরা
আরও পড়ুন:- দিঘায় উল্টে গেল নামখানার ট্রলার, সাঁতরে বাঁচলেন ৬ মৎস্যজীবি
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Panchayat Elections
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore
Web Desk, Biplabi Sabyasachi online paper: West Midnapore District Trinamool Congress has started preparations for the next panchayat elections. An organizational meeting was also held at Pirakata Community Hall in Shalbani block on Wednesday. It discussed how to strengthen the organization before the panchayat election. After being elected as the organizing president of West Midnapore district, Sujoy Hazra said that this time the meeting of the block will not be held in the district. District leaders will go to the block. Similarly, district president Sujoy Hajra, chairman Dinen Roy, Pradyot Ghosh, block president Nepal Singh, district youth president Sandeep Singh and several other district leaders were present on the day. The BJP does not own many gram panchayats.
The presidents of all the booths in the block were also invited to the meeting. The current status of the organization and the reasons for the rate in the last panchayat elections were sought. Besides, the meeting also asked whether there is any resentment against the regional president or any leadership of any block. District president Sujoy Hazra agrees that an organizational meeting was held with booth level staff in Pirakata. In addition to discussing various issues, the reasons for the defeat in the last panchayat elections and how to strengthen the organization in the coming days have been discussed. He said such meetings would be held again after Pujo. Sources said that the workers are angry against the leadership of different regions of Shalbani block. Those who are angry have been asked to inform the reason in writing today.
The party has taken several steps to strengthen the party before the next panchayat elections. The message was also given that the panchayat election should be held in a clean manner. In the last panchayat election, the opposition had accused the TMC of terrorism. The behavior of a section of the TMC leaders also caused anger in the public mind. Which had an impact on the ballot box. That issue has also been discussed on this day. Sujoy Hajra said the president of each booth has been instructed to strengthen the organization from now on. There should be no allegations of terrorism. The team will not tolerate. He also said that the next panchayat election will be held in a clear manner in the district. Apart from the opposition’s allegations of terrorism, there was also a grassroots conflict over who would be the candidate in the panchayat elections.
Sujoy Hajra said that the list of candidates in the next panchayat election will not be correct this time. The list will be sent to Kolkata, it will be fixed from there. State Minister Shrikant Mahat, district president Sujoy Hazra, Pradyot Ghosh and other leaders were present at the protest, demanding privatization of the country’s assets, sale of state-owned enterprises, economic bankruptcy and the establishment of rule of law in BJP-ruled states.