Quiz competition in Salboni to make the new voters aware
ওয়েব ডেস্ক , বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : ভাবি ভোটারদের সচেতন করে তুলতে ক্যুইজ প্রতিযোগিতা হল পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী ব্লকের বিভিন্ন স্কুলে। শনিবার শালবনীর জয়পুর হাইস্কুল ও ভাদুতলা প্রাথমিক বিদ্যালয়ে এই আয়োজন হয়। ভোটারদের সচেতন করে তুলতে বছরভর নানা প্রচার চালায় নির্বাচন কমিশন।
আরও পড়ুন:- পশ্চিম মেদিনীপুরে পুলিশের নাকা চেকিং, টাকা সহ গ্রেফতার বিজেপি প্রার্থী
আরও পড়ুন:- ভোটের আগের দিন মেদিনীপুর শহরে পুড়ল তৃণমূলের গাড়ি, উত্তেজনা
সেই সঙ্গে সচেতন করে তোলার লক্ষ্য দেশের ভাবী ভোটাদের। ১৫ থেকে ১৭ বছরের বা নবম থেকে দ্বাদশ শ্রেণির ছেলেমেয়েদের মধ্যে ক্যুইজ প্রতিযোগিতা হয়। 25 জানুয়ারি ‘ভোটার দিবস’। সেই লক্ষ্যে 25 জানুয়ারি থেকে 15 মার্চ পর্যন্ত চলবে ক্যুইজ প্রতিযোগিতা।
আরও পড়ুন:- নাকা চেকিংয়ে পূর্ব মেদিনীপুরে উদ্ধার সাড়ে ৩ লক্ষ টাকা, ৫ টি মোবাইল, ২১ টি ATM কার্ড, ধৃত ৩
আরও পড়ুন:- প্রচারের শেষ বেলায় মেদিনীপুরে ময়দান কাঁপালো রাজনৈতিক দলগুলি
বিজয়ী প্রতিযোগীদের হাতে পুরস্কারও তুলে দেওয়া হয়। লক্ষ্য ছিল নির্বাচন প্রক্রিয়া সম্পর্কে সাধারণ জ্ঞান বাড়ানো। প্রশ্নও ছিল নির্বাচনকে কেন্দ্র করেই। জয়পুর হাইস্কুলে ক্যুইজে উপস্থিত ছিলেন, লালগেড়িয়া গ্রাম পঞ্চায়েত সহায়ক সলিল সরকার, রাজকুমার দাস, সুবিনয় ঘোষ, প্রধান শিক্ষক প্রশান্ত মন্ডল।
আরও পড়ুন:- ডাক্তারি পড়তে গিয়ে ইউক্রেনে আটকে পশ্চিম মেদিনীপুরের তিনজন
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.cm/biplabisabyasachi
Salboni
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore
Web Desk, Biplabi Sabyasachi online paper:. The quiz competition is being held in different schools of Salboni block of West Midnapore district to make the voters aware. The event was held at Jaipur High School and Vadutala Primary School in Salboni on Saturday. The Election Commission conducts various campaigns throughout the year to make the voters aware.
The goal is to make the future voters of the country aware. Quiz competitions held between 15 to 17 year olds or ninth to twelfth grade children. January 25 is Voter’s Day. To that end, the quiz competition will run from January 25 to March 15.
Prize also handed over to the winning contestants. The aim was to increase general knowledge about the selection process. The question also centered on the election. Laligeria Gram Panchayat Assistant Salil Sarkar, Rajkumar Das, Subinoy Ghosh, Headmaster Prashant Mandal were present in the quiz at Jaipur High School.