ওয়েব ডেস্ক , বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন: করোনা সংক্রমণ ঠেকাতে কড়া প্রশাসন। বিনা মাস্কে (Mask) খড়গপুর স্টেশন (Kharagpur Station) চত্বরে ঘোরাফেরা করতে দেখা গেলে, দিতে হবে ১০০ থেকে ৫০০ টাকা পর্যন্ত জরিমানা (Fine)। রবিবার সকাল থেকেই শুরু হয় সেই প্রক্রিয়া। এদিন খড়গপুর স্টেশন চত্বরে বিভিন্ন প্ল্যাটফর্মে সচেতনতা ছড়ানোর পাশাপাশি যাত্রীদের জরিমানাও করল রেল।
আরও পড়ুন:- পূর্ব মেদিনীপুরে টাকার বিনিময়ে কলেজে ভর্তির অভিযোগ,তৃণমূল বিধায়কের কণ্ঠে কথোপকথন ঘিরে চাঞ্চল্য
আরও পড়ুন:- কলেজ যাওয়ার নাম করে বেপাত্তা খড়্গপুরের গৃহবধূ ! “যেখানে আছি, ভালো আছি” জানালেন মেসেজে
রাজ্যজুড়ে লাফিয়ে লাফিয়ে করোনা সংক্রমণ। সংক্রমিতের সংখ্যা প্রত্যেক দিন ধরাছোঁয়ার বাইরে যাওয়ার জোগাড়। কিন্তু তার মধ্যে নজরে পড়ছে অসচেতনতার ছবি। সাধারণ মানুষকে সতর্ক করতে আজ সকালে খড়গপুর স্টেশনে বিভিন্ন প্ল্যাটফর্মে জিআরপি প্ল্যাকার্ড হাতে নিয়ে ঘোরেন। মাইকেও সচেতন করতে শোনা যায় তাঁদের।
Corona Infection
যাত্রীদের করোনার বাড়বাড়ন্ত রুখতে মাস্ক পরার দিকে জোর দেন। এদিন সচেতনতামূলক প্রচারে খড়গপুর জিআরপির সঙ্গে ছিলেন রেলের টিকিট পরীক্ষক। যে সমস্ত রেল যাত্রীদের বিনা মাস্কে স্টেশন চত্বরে ঘোরাফেরা করতে দেখা যায়, তাঁদের হাতে মাস্ক তুলে দিয়ে সচেতন করার পাশাপাশি জরিমানাও করা হয়।
আরও পড়ুন:- প্রজাতন্ত্র দিবসে কুচকাওয়াজে অংশ নিতে দিল্লির উদ্দেশ্যে রওনা দিল মহিষাদলের পাপ্পু
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.cm/biplabisabyasachi
Corona Infection
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore
Web Desk, Biplabi Sabyasachi online paper: Strict administration to prevent corona infection. If you are seen walking around the premises of Kharagpur Station without a mask, you will have to pay a fine of 100 to 500 rupees. The process started on Sunday morning. Apart from spreading awareness on various platforms at Kharagpur station premises, the railways also fined the passengers.
The Corona cases in the state increase rapidly. The number of infected people goes out of reach every day. But the picture of unconsciousness is visible in him. To warn the general public, he walked around Kharagpur station this morning carrying GRP placards on different platforms. They can be heard to make Mike aware.
Passengers urged to wear masks to prevent coronary heart disease. The train ticket examiner was with Kharagpur GRP in the awareness campaign on that day. Train passengers who seen roaming around the station premises without masks warnes and fined.