Home » খড়্গপুরে পুলিশের নাকা চেকিং, মাস্ক না পরায় আটক ১০ জন

খড়্গপুরে পুলিশের নাকা চেকিং, মাস্ক না পরায় আটক ১০ জন

by Biplabi Sabyasachi
0 comments

Police naka checking

পত্রিকা প্রতিনিধি: মাস্ক (Mask) পরা নিয়ে কড়া অবস্থান পশ্চিম মেদিনীপুর (Paschim Medinipur) জেলা পুলিশের। খড়্গপুর (Kharagpur) শহরে ঢুকতে গেলে পরতে হবে মাস্ক। ইতিমধ্যেই শহরের বিদ্যাসাগর ইন্ডাস্ট্রিয়াল পার্কের (Vidyasagar Industrial Park) সামনেই করা হয়েছে নাকা চেকিং। রাজ্যের পাশাপাশি জেলার করোনাগ্রাফ নিম্নমুখী হলেও করোনার তৃতীয় ঢেউ নিয়ে সতর্ক পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসন ।মাস্ক না পরলে সচেতন করা হচ্ছে সাধারণ মানুষকে ।একইসঙ্গে পুলিসের পক্ষ থেকে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়গুলিতেও চলছে পুলিশের নজরদারি ও মাইকিং। দেখা হচ্ছে মাস্ক পরে আছে কিনা। সেই সঙ্গে মাস্ক না থাকলে একদিকে যেমন সতর্ক করা হচ্ছে তেমনি মাস্ক ব্যবহার না করলে সংশ্লিষ্ট ব্যক্তিকে সতর্ক করা হচ্ছে। পাশাপাশি শহর জুড়ে কোভিডবিধি মেনে চলার আহ্বান জানিয়ে করা হচ্ছে মাইকিং।জেলায় করোনা রোগীর সংখ্যা তুলনামূলকভাবে কমছে।

আরও পড়ুন:- পূর্ব মেদিনীপুরের তিনটি হাসপাতালে সেপ্টেম্বরেই চালু হবে পাইপ লাইনে অক্সিজেন সরবরাহ

নিজস্ব চিত্র

আরও পড়ুন:- অবৈধ বালি পাচার রুখতে চলবে অভিযান, কাজের গাফিলতিতে দুই ভিলেজ পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ

তবে করোনার তৃতীয় ঢেউ রোখা এখন জেলা প্রশাসনের কাছে চ্যালেঞ্জ।এই অবস্থাতেও দেখা গেল বেশ কয়েকজনের মুখে মাস্ক নেই।অথচ তাদের আজব যুক্তি, কারো মাস্ক আছে কিন্তু পরতে ভুলে গেছেন । কারোও আবার যুক্তি গতকাল বৃষ্টিতে মাস্কভিজে গিয়েছে। গতকাল পুলিশ সুপার দিনেশ কুমার (Dinesh Kumar) সাংবাদিক বৈঠকে জানিয়েছিলেন, ” বাড়ির বাইরে বেরোলে মাস্ক পরা আবশ্যক।”সেইমতো শুক্তবার সকাল থেকেই খড়্গপুর ঢোকার মুখেই নাকা চেকিং করে পুলিশি তৎপরতা লক্ষ করা যায়। এদিন সকাল থেকেই অটো, টোটো, সহ বিভিন্ন যানবাহনের আরোহীদের মাস্ক পরার জন্য বলা হয়। মাস্ক না পরায় ১০ জনকে আটক করে খড়্গপুর থানার পুলিশ।

আরও পড়ুন:- খড়্গপুর শহরে পুলিশি অভিযানে উদ্ধার মোবাইল ও সোনার গহনা, গ্রেপ্তার ৯

আরও পড়ুন:- টিকাপ্রাপ্তদের শরীরে অ্যন্টিবডি কতখানি, মেদিনীপুর মেডিক্যাল কলেজের উদ্যোগে শুরু সমীক্ষা

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

Police Naka Checking

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.