Dilip Ghosh
পত্রিকা প্রতিনিধি: মেদিনীপুর শহরের রাস্তায় দলীয় কর্মীদের নিয়ে ঘুরলেন বিজেপির রাজ্য সভাপতি তথা মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ। দু’দিনের বিভিন্ন কর্মসূচি নিয়ে মেদিনীপুর শহরে এসেছেন তিনি। সোমবার ভোর সাড়ে পাঁচটা থেকে শহরে প্রাতঃভ্রমণ করেন। পরে মেদিনীপুর কলেজ ও কলেজিয়েট মাঠে খেললেন ফুটবল। বিভিন্ন বিষয়ে কথা বলে মাঠে আসা সাধারণ মানুষের সঙ্গে। শহরের একটি স্বাস্থ্যকেন্দ্রে ভ্যাকসিন সেন্টার পরিদর্শনও করেন।
আরও পড়ুন:- হিমাচলপ্রদেশে ক্যারাটে প্রতিযোগিতায় জঙ্গলমহলের ৬ জন
আরও পড়ুন:- ঝাড়গ্রামের মানিকপাড়া জঙ্গলে জন্ম নিল হস্তি শাবক, তাকে ঘিরে উল্লাস দাঁতালদের
পরে শহরের কলেজ মোড়ে চায় পে চর্চা নিয়ে আসরে মাতালেন বেশ কিছুক্ষণ। দিলীপ বাবু বলেন, হাঁটা এবং খেলা শরীরের পক্ষে উপকার। নিয়মিত তিনি শরীর চর্চা করেন বলে জানিয়েছেন। এদিন সাংবাদিকদের সামনে রাজ্যের একাধিক পরিস্থিতি নিয়ে সরকারের সমালোচনা করেন। দিলীপ বাবু খেলা দিবসকে কটাক্ষ করে বলেন, ” পায়ে ফুটবল খেলে জানতাম, এখন দেখছি মঞ্চের উপরে হাতে করে ফুটবল খেলছে। এই ফুটবল দিয়ে বাংলার উন্নতি হবে না।”
আরও পড়ুন:- দিঘায় ধরা পড়ল ৮০০ কেজি ওজনের বিরল প্রজাতির শঙ্কর মাছ
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Dilip Ghosh
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore
Dilip Ghosh
News Reporter: BJP state president and Medinipur MP Dilip Ghosh walked the streets of Midnapore with party workers. He has come to Midnapore city with various programs of two days. On Monday morning from five-thirty in the morning tour of the city. Later he played football at Midnapore College and Collegiate ground. Talking about different things with ordinary people who come to the field. He also visited the Vaccine Center at a health center in the city.
Later, at the corner of the college in the city, he got drunk in the hall for a while. Dilip Babu said that walking and playing are good for the body. He said that he exercises regularly. He criticized the government for multiple situations in the state in front of journalists. Dilip Babu scoffed at Sports Day and said, “I knew when I was playing football on my feet, now I see him playing football with his hands on the stage. Bengal will not improve with this football.”