Home » Child Trafficking: ভিন রাজ্যে যাওয়ার আগেই ট্রেন থেকে ১৩ জন নাবালক উদ্ধার খড়্গপুর স্টেশনে, ধৃত পাচারকারী

Child Trafficking: ভিন রাজ্যে যাওয়ার আগেই ট্রেন থেকে ১৩ জন নাবালক উদ্ধার খড়্গপুর স্টেশনে, ধৃত পাচারকারী

by Biplabi Sabyasachi
0 comments

ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন: ফের শিশুপাচার বিরোধী অভিযানে সাফল্য পেল খড়্গপুর পুলিশ ৷ পুলিশ সূত্রের খবর, মুজফফরপুর-যশবন্তপুর এক্সপ্রেস থেকে ১৩ জন নাবালককে উদ্ধার করল রেল পুলিশ । গোপন সূত্রে খবর পেয়ে ওই এক্সপ্রেস থেকে ১৩ জন নাবালককে উদ্ধার করা হয় ৷ মঙ্গলবার দুপুর প্রায় ১ নাগাদ যশবন্তপুর এক্সপ্রেস ট্রেনটি খড়্গপুর স্টেশনে পৌঁছনোর পরেই আরপিএফ , জিআরপি আধিকারিক এবং চাইল্ড লাইনের আধিকারিকদের সঙ্গে নিয়ে ট্রেনের ডি-১ ও ডি-২ কামরায় অভিযান চালায় । সেইসময় ওই কোচে বাথরুমের সামনে বসে থাকা এক যুবককে জিজ্ঞাসাবাদ করার পরেই অভিযান চলে।

আরও পড়ুন:- পূর্ব মেদিনীপুরে ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি ! জখম ১, গ্ৰেফতার ১

Child Trafficking
নিজস্ব চিত্র : ভিন রাজ্যে যাওয়ার আগেই ট্রেন থেকে ১৩ জন নাবালক উদ্ধার খড়্গপুর স্টেশনে

আরও পড়ুন:- খড়্গপুরে টর্নেডোর তান্ডব ! ২ মিনিটে তছনছ হয়ে গেল ঘর বাড়ি

সূত্রের খবর পাচারকারী বিহারের বাসিন্দা ৷ তাকে আটক করা হয়েছে ৷ সে বিক্রি করার উদ্দেশ্যে শিশুগুলিকে নিয়ে যাচ্ছিল বলে জেরায় জানতে পারে আর পি এফ পুলিশ। প্রভু কুমার (২১) নামে ওই যুবককে আটক করা হয়েছে ৷ পুলিশ সূত্রে জানা যায়, অভিযু্ক্ত বিহারের মাধেপুরার বাসিন্দা । পুলিশি অভিযানে ১৩ জন নাবালককে উদ্ধার করা হয় । উদ্ধার হওয়া নাবালকেরা বিহারের বিভিন্ন জেলার বাসিন্দা । প্রভু কুমার স্বীকার করে, বিহারের কাটিহার জাংশন থেকে নাবালকদের নিয়ে সে অন্ধ্রপ্রদেশের রাজামান্ড্রি’র উদ্দেশে যাচ্ছিল ।

Child Trafficking

আরও পড়ুন:- অ্যান্টিজেন টেস্ট ছাড়া ওড়িশা থেকে রাজ্যে প্রবেশে নিষেধাজ্ঞা, দিঘায় জোর নজরদারি

আরও পড়ুন:- পিকনিকে গিয়ে সুবর্ণরেখা নদীতে তলিয়ে যাওয়া যুবকের দেহ উদ্ধার পশ্চিম মেদিনীপুরে

এই নাবালকদের শিশুশ্রমিক হিসেবে বিক্রি করে দেওয়াই তার উদ্দেশ্য ছিল বলে জানিয়েছে প্রভু কুমার ।গত (১০জানুয়ারি) সোমবার খড়্গপুরের আরপিএফ বাহিনীর কাছে গোপন সূত্র মারফৎ খবর আসে । এর উপর ভিত্তি করে ১১ জানুয়ারি তারা সদলবলে প্রস্তুতি নিয়ে রেখেছিলেন খড়্গপুর রেল পুলিশ। জানিয়ে রেখেছিলেন খড়্গপুর জিআরপি থানার পুলিশ এবং খড়্গপুর চাইল্ড লাইনের আধিকারিকদের । এরপর ট্রেন খড়্গপুর স্টেশনে পৌঁছতেই যৌথ অভিযান শুরু হয় ।

আরও পড়ুন:- একাধিক দাবিতে পশ্চিম মেদিনীপুর জেলা শিক্ষা দফতরে বিক্ষোভ বিদ্যালয়ের কম্পিউটার শিক্ষকদের

নেতৃত্বে ছিলেন খড়্গপুর আরপিএফ-এর এসআই এস সি সোয়েন, এসআই বিকাশ কুমার প্রমুখ । উদ্ধার হওয়া নাবালকদের মধ্যে ৪ জনই বিহারের কাটিহার জেলার বাসিন্দা । বাকিদের মধ্যে ৩ জন বেগুসরাই, ১ জন সমস্তিপুর এবং ১ জন খাগাড়িয়ার বাসিন্দা । প্রত্যেকের বয়স ১২ থেকে ১৭ ‘র মধ্যে । জেরায় প্রভু স্বীকার করেছে, ওই কিশোরদের মাসিক ১৩ হাজার টাকা বেতনে শ্রমিক হিসেবে নিযুক্ত করার কথা হয়েছিল ।

আরও পড়ুন:- বালি বোঝাই লরির ডালায় লেগে ইঁট বোঝাই ইঞ্জিন ট্রলি উল্টে মেদিনীপুর গ্রামীণে জখম ২

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.cm/biplabisabyasachi

Child Trafficking

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.