ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : ঘড়ির কাঁটায় তখন রাত ১০ টা পার। দূর থেকে স্থানীয়রা দেখলেন বিদ্যালয়ের ভেতরে লাইট জ্বলছে। ভেতরে কারা যেন কী করছেন। তাহলে কী চোর ঢুকেছে বিদ্যালয়ে? নাকি বিদ্যালয়ের মধ্যে অসাধুচক্র চলছে ? এমন রহস্য দানা বাঁধতেই বিদ্যালয়ের গেটের সামনে জড়ো হলেন স্থানীয় মানুষজন। সামনে গিয়ে তাঁরা জানতে পারেন ভেতরে রয়েছেন কয়েকজন শিক্ষক ও শিক্ষাকর্মী। বৃহস্পতিবার রাতে এমনই রসহ্যময় ঘটনা ঘাটালের বনহরিসিংহপুর প্রমোদ দাসগুপ্ত বিদ্যালয়ের(মাধ্যমিক)।
আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন : Click Here
বিদ্যালয়ের মধ্যে তখন ছিলেন শিক্ষক অতনু দাস, অমিত মান্না, সমীর চক্রবর্তী অবিনাশ বল্লভরা। রহস্য দানা বাঁধে অনেকের। এত রাতে কী করছেন তাঁরা? স্থানীয়দের প্রশ্নের মুখে কার্যত ঘেরা টোপের মধ্যে পড়ে যান তাঁরা। ঘড়ির কাঁটা ১০ পার হয়ে ১১ টা হয়, ভেতরে থাকা শিক্ষক শিক্ষাকর্মীরা জানান মিড-ডে-মিলের খাতা সারা চলছে। কিন্তু এত রাতে যুদ্ধকালীন তৎপরতায় মিড-ডে-মিলের খাতা সারতে হচ্ছে কেন? শিক্ষকরা বলেন শুক্রবার বিদ্যালয় পরিদর্শন করবেন মিড – ডে – মিলের দায়িত্বে থাকা সংশ্লিষ্ট আধিকারিকরা। কিন্তু মিড – ডে -মিলের খাতা আপডেট নেই। তাই যুদ্ধকালীন তৎপরতায় সেই সব খাতা পূরণ চলছে। পরে স্থানীয়রা তাঁদের বাড়ি ফিরতে দেন।
Paschim Medinipur
আরও পড়ুন : জেলা জুড়ে ভোট কর্মীদের প্রথম ধাপের প্রশিক্ষণ শুরু
আরও পড়ুন : গরমের দাবদাহ উপেক্ষা করে দেব-কে দেখার ভিড়
প্রধান শিক্ষক রূপম রায় বলেন তাঁর নির্দেশেই অন্যান্য শিক্ষকরা রাতে মিড – ডে – মিলের খাতা সারছিলেন। স্থানীয়দের মধ্যে শুভঙ্কর মাজি নামে এক ব্যক্তি ও এক প্রাক্তনী বলেন, ওই বিদ্যালয়ে এর আগে কয়েকবার চুরির ঘটনা ঘটেছে, তাই এত রাতে সেই ধরনের কিছু ঘটছিল কিনা বা সমাজ বিরোধী কোনো কাজকর্ম চলছিল কিনা সেটা নিয়েই রহস্য দানা বেঁধেছিল। পরে জানা যায় শিক্ষকরা নাকি মিড- ডে – মিলের খাতা সারছিলেন। তবে এভাবে গভীর রাতে কেন খাতা সারার কাজ করতে হলো বা খাতা সারায় আগে কোনো গাফিলতি থেকে গেছিল কিনা এমন প্রশ্ন উঁকি দিয়েছে অনেকের মধ্যেই। এদিন রাতে ক্ষোভের মুখে বিদ্যালয়ের মিড- ডে -মিলের খাবার বারাদ্দ মত না দেওয়ার অভিযোগ তোলেন।
আরও পড়ুন : ঘাটাল লোকসভা কেন্দ্রে এবার অভিনেতা বনাম অভিনেতার লড়াই! জল্পনা তুঙ্গে
আরও পড়ুন : হুটার বাজিয়ে এসকর্ট করে মাধ্যমিক পরীক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছাবে বনদপ্তর, থাকবে কড়া নজরদারি
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Paschim Medinipur
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper