Paschim Medinipur
বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : বিদ্যালয় চত্বরে রয়েছে খেলার মাঠ। সেই মাঠ স্থানীয় একটি ক্লাবের বিরুদ্ধে দখল করার অভিযোগ উঠল। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে জেলা শাসকের দফতরে স্মারকলিপি জমা দিল স্কুল কর্তৃপক্ষ। ঘটনাটি সোমবার পশ্চিম মেদিনীপুরের কেশপুর ব্লকের গোটগেড়্যা এলাকায়। ওই এলাকায় গোটগেড়্যা শিবশক্তি হাই স্কুল রয়েছে। সেই স্কুলের নিজস্ব মাঠও রয়েছে। সেখানেই খেলাধুলা করে ছাত্রছাত্রীরা।
আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন : Click Here
তবে বিকেল বেলায় স্থানীয় একটি ক্লাবের ছেলেরাও ওই মাঠে খেলাধুলা করে বলে জানা গিয়েছে। ওই মাঠ প্রাচীর দিয়ে ঘিরে ফেলা হয়। মাঠের চারপাশে বৃক্ষরোপন করে স্কুল কর্তৃপক্ষ। ফলে খেলার মাঠের আয়তন নাকি ছোট হয়ে যাচ্ছে বলে দাবি স্থানীয় ক্লাবের সদস্যদের। এই নিয়ে বচসা তৈরি হয় তাদের মধ্যে। সোমবার সকালে স্কুলের ভেতরে ঢুকে নতুন করে গোলপোস্ট বসানোর অভিযোগ ওঠে ক্লাবের বিরুদ্ধে। স্কুল কর্তৃপক্ষের অভিযোগ, বিদ্যালয়ের খেলার মাঠ প্রাচীর দিয়ে ঘেরা।
Paschim Medinipur
আরও পড়ুন : মেদিনীপুরে থেকে স্পেনের উদ্দেশ্যে রওনা দিল সরকারি হোমের এক নাবালক
আরও পড়ুন : বনদপ্তরের অনুমতি ছাড়াই মহিলা কলেজে গাছ কেটে পরিবহনের অভিযোগ
বাইরের একটি ক্লাবের সদস্যরা প্রাচীর ডিঙে মাঠে গোলপোস্ট বসায়। বিদ্যালয় চলাকালীন শিক্ষক ও ছাত্ররা বাধা দিলে তাদের মারধর ও প্রাণনাশের হুমকি দেয়। ফুল কর্তৃপক্ষের আরো অভিযোগ, সন্ধ্যা হলেই ওই মাঠে তাসের আড্ডা এবং মদ্যপানের আসর বসে। মাঠের মধ্যেই ফেলা হয় মদের বোতল। ওই মাঠ বিদ্যালয় যাতে নিজের মতো করে ব্যবহার করতে পারে তার ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়ে পশ্চিম মেদিনীপুর জেলাশাসক দপ্তরে একটি স্মারকলিপি জমা দিল বিদ্যালয় পরিচালন সমিতি।
আরও পড়ুন : ইসরোর দরবারে পিংলার সৌম্যদীপ! ভবিষ্যতে স্বপ্ন গবেষণার
আরও পড়ুন : পুরোনো মামলায় বিজেপির একাধিক নেতা কর্মীর বাড়িতে অভিযান পুলিশের
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Paschim Medinipur
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper