ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : অনাস্থা ভোটে হারলো প্রধান। তাও আবার নিজের দলের পঞ্চায়েত সদস্যদের কাছে। ঘটনায় অস্বস্তিতে শাসক শিবির। মেদিনীপুর সদর ব্লকের শিরোমণি গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের প্রধান ঝুমা মন্ডলের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছিল তৃণমূলের অন্যান্য পঞ্চায়েত সদস্যরা। মঙ্গলবার দুপুরে প্রশাসনিক আধিকারিকদের উপস্থিতিতে অনাস্থা ভোটে হেরে যান প্রধান।
শাসকদলের এই ঘটনায় খোঁচা দিতে ছাড়েনি বিজেপি। উল্লেখ্য, গত পঞ্চায়েত নির্বাচনে শিরোমণি গ্রাম পঞ্চায়েতের ১৯ টি আসনের মধ্যে বিজেপি পেয়েছিল 2 টি, ১৭ টি আসন পেয়েছিল তৃণমূল। প্রধান হয়েছিলেন তৃণমূলের ঝুমা মন্ডল। কিছুদিন পর থেকে প্রধানের বিরুদ্ধে স্বৈরাচারীর অভিযোগ তোলেন অন্যান্য পঞ্চায়েত সদস্যরা। এমনকি সাধারণ মানুষ পরিষেবা পেতে হয়রান হচ্ছিলেন বলেও অভিযোগ।
গত এক মাস আগে তৃণমূলের অন্যান্য পঞ্চায়েত সদস্যরা প্রধানের বিরুদ্ধে অনাস্থা আবেদন করেছিলেন বিডিও অফিসে। সেইমতো এদিন ভোটাভুটি হয়। তৃণমূলের ১৬ জন সদস্যই প্রধানের বিরুদ্ধে অনাস্থা ভোটে অংশ নিলেও বিজেপির বাকি দুই পঞ্চায়েত সদস্য অনুপস্থিত। তৃণমূলের জেলা সভাপতি সুজয় হাজরা বলেন, “এটা দলের কোনো সিদ্ধান্ত নয়।
স্থানীয় স্তরে ওনাদের কাজ করতে সমস্যা হচ্ছিল তাই অনাস্থা প্রস্তাব এনেছে। এটা দলের নির্দেশ নয়।” তবে তৃণমূলের এক পঞ্চায়েত সদস্যদের দাবি, “তারা দলের নির্দেশে এই কাজ করেছেন।” কটাক্ষ করতে ছাড়ে নি বিজেপি। বিজেপির জেলা সহ-সভাপতি অরূপ দাস বলেন, “আসলে বখরার ভাগ বাটোয়ারা নিয়ে একজন প্রধানকে সরালেন। আবার অন্য কোন ব্যক্তির সঙ্গে বখরা চুক্তি হলে প্রধান পদে বসাবেন এটাই তৃণমূলের নিয়ম।”
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Trinamool Panchayat
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore