0
পত্রিকা প্রতিনিধি : সাত সকালে চাতালের জলে মৃতদেহ ভাঁসতে দেখে চাঞ্চল্য চন্দ্রকোনার কুঁয়াপুর সংলগ্ন কড়াইডাঙ্গার চাতালে।বুধবার সকালে চন্দ্রকোনার কুঁয়াপুর সংলগ্ন আনন্দপুর থানার কড়াইডাঙ্গা চাতালের জলে এক বছর ৪০ এর ব্যক্তির মৃতদেহ ভাঁসতে দেখে স্থানীয়রা।ঘটনায় খবর দেওয়া হয় আনন্দপুর থানার পুলিশকে।পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে।মৃতের পরিচয় জানা যায়নি,কি করে মৃতদেহ জলে আসলো সমস্ত দিক খতিয়ে দেখছে পুলিশ।স্থানীয়দের দাবি,মৃতদেহের গায়ে মাথায় আঘাতের চিহ্ন রয়েছে খুন করেও জলে ফেলে দেওয়া হতে পারে।তবে এবিষয়ে মৃত্যুর কারন নিয়ে ধোঁয়াশায় সকলেই।মৃত্যুর কারন সম্পর্কে নিশ্চিত হওয়ার জন্য মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।