Home » Daspur Wooden Bridge : আস্থা নেই প্রশাসনে ! দাসপুরের গ্রামে বেহাল কাঠের সেতু মেরামতে নামলেন স্থানীয়রা

Daspur Wooden Bridge : আস্থা নেই প্রশাসনে ! দাসপুরের গ্রামে বেহাল কাঠের সেতু মেরামতে নামলেন স্থানীয়রা

by Biplabi Sabyasachi
0 comments

No confidence in the administration! Locals came to repair the dilapidated wooden bridge in the village of Daspur.

ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : প্রশাসনের উপর ভরসা হারিয়ে নদী পারাপারের বেহাল কাঠের সেতু মেরামতের কাজ শুরু করলো দাসপুর-১ ব্লকের নন্দনপুর-২ গ্রাম পঞ্চায়েতের ধর্ম্মা গ্রামের বাসিন্দারা। ধর্ম্মা গ্রামের একপ্রান্ত দিয়ে বয়ে গেছে ভসরা নদী। নদীর তীর বরাবর কয়েক হাজার মানুষের বসবাস। নদীর উপর কোনও স্থায়ী পাকা সেতু না থাকায় গ্রামবাসীরা কাঠের সেতু দিয়েই নদী পারাপার করে থাকেন বছরভর।


আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ

ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন : Click Here

Daspur Wooden Bridge
নিজস্ব চিত্র

কাঠের সেতুর উপর ভর করে নদী পারাপার করেন ধর্ম্মা সহ চকগোপাল, চকসুন্দর, গোপালহাজরা,বিহারিচক সহ কয়েকটি গ্রামের মানুষজন। কিন্তু ভসরা নদীর উপর থাকা এই কাঠের সেতুটি দীর্ঘদিন মেরামত না হওয়ায় জীবনের ঝুঁকি নিয়ে ভাঙা সেতুর উপর দিয়েই নদী পারাপার করতে হত বলে ধর্ম্মা গ্রামের বাসিন্দাদের অভিযোগ। স্কুল ছাত্র থেকে শুরু করে অনেকেই ভাঙা সেতুর উপর থেকে পড়ে বিপদের সম্মুখীন হয়েছে। সেতু মেরামতের দাবি তুলে বার বার প্রশাসনের কাছে দরবার করেও কোনও সুরাহা মেলেনি।

Daspur Wooden Bridge

তাই এবার চাঁদা তুলে নিজেরাই কাঠের সেতু মেরামতের কাজ শুরু করলো গ্রামবাসীরা। এই নিয়ে ওই গ্রামের বাসিন্দা রাধাশ্যাম দোলই, রঘুনাথ দোলই, বিবেকানন্দ জানা, স্বরূপ দোলই-রা জানান, প্রায় ১৪ বছর আগে বাম আমলে ভসরা নদীর উপর কাঠের সেতু তৈরি হয়েছিল। তৎকালীন বাম বিধায়কের উদ্যোগে তৈরি হয়েছিল কাঠের সেতুটি। পরে ধীরে ধীরে সেতুর স্বাস্থ্য দুর্বল হয়ে পড়ে। ভাঙা সেতুটি পারাপারের অযোগ্য হয়ে পড়লে সেতু মেরামতের দাবি তোলেন ধর্ম্মা গ্রামের বাসিন্দারা। গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে পঞ্চায়েত সমিতি ও ব্লক প্রশাসনের কাছে দাবিপত্র দেওয়া হয়।

আরও পড়ুন : উৎসাহী যুবকদের দেখার নেশায় অতিষ্ট হাতি! ঝাড়গ্রামে ভাঙল গাড়ি, মোটরবাইক ও সাইকেল

আরও পড়ুন : উচ্চ মাধ্যমিকের প্রস্তুতি তুঙ্গে! পশ্চিম মেদিনীপুরে পরীক্ষার্থীর সংখ্যা ৪০ হাজার ২০৪ জন, পরীক্ষাকেন্দ্র ৭৮টি

গত সাত মাস আগে গ্রামবাসীরা জোটবদ্ধ হয়ে দাসপুর-১ ব্লক অফিসে গিয়ে বিক্ষোভ দেখান ও ডেপুটেশন দেন। কিন্তু তাতেও কোনও কাজ না হওয়ায় এক প্রকার বাধ্য হয়ে চাঁদা তুলে সেই সেতু মেরামত শুরু হয়েছে বলে জানান গ্রামবাসীরা। তাঁরা আরও বলেন,কাঠের সেতু মেরামতের কাজ সম্পূর্ণ করতে প্রায় দু’লক্ষ টাকা খরচ হবে। এই টাকা গ্রামবাসীরা অনেকেই তাঁদের সামর্থ্যমত যে যেমন পেরেছেন দিয়েছেন। ভিন রাজ্যে কর্মরত ওই গ্রামের বাসিন্দারাও অর্থ পাঠিয়েছেন।ক্ষোভের সুরে গ্রামবাসীদের অভিযোগ, দীর্ঘদিনের বেহাল সেতু মেরামত করতে ব্যর্থ প্রশাসন। তাই নিজেদের প্রয়োজনে এই সেতু নিজেদেরকেই করতে হচ্ছে।

গ্রামবাসীরা আরও জানান,এর প্রভাব আগামী পঞ্চায়েত ভোটে পড়বে। এই নিয়ে দাসপুর-১ পঞ্চায়েত সমিতির সভাপতি সুনীল ভৌমিক বলেন, ওই কাঠের সেতুটি মেরামতের জন্য প্রয়োজনীয় অর্থ তহবিল ছিল না । একবছর আগে ৭০ হাজার টাকা বরাদ্দ করা হয়েছিল,কিন্তু সেই টাকায় ঠিকাদার কাজ করে নি। তাই সেতুটি মেরামত হয়নি। আগামী পঞ্চায়েত ভোটে এর প্রভাব পড়া নিয়ে সুনীলবাবু বলেন, মানুষ যেখানে ভোট দেওয়ার সেখানেই দেবেন। ওই এলাকায় সেচের কাজের জন্য অনেক অর্থ ব্যয় হয়েছে, মানুষের সব অভাব পূরণ করা সম্ভব নয়।

আরও পড়ুন : পড়ুয়া সংখ্যা শূন্য ! ঘাটালের প্রাথমিক বিদ্যালয়ে পড়ল তালা

আরও পড়ুন : মোবাইল চার্জার ফেটে চলন্ত ট্রেনে আগুন! ঝাড়গ্রামে ইস্পাত এক্সপ্রেসে আতঙ্ক

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

Daspur Wooden Bridge

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.