National Level Race Winner : সম্প্রতি তামিলনাড়ুতে ৪১তম ন্যাশনাল মাস্টার্স অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়। সেখানে নন্দিনী ১৫০০ মিটার দৌড়ে সোনা, ৫০০০ মিটার দৌড়ে ব্রোঞ্জ ও ১০০০০ মিটার দৌড়ে রৌপ্য পদক জিতেছেন।
আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : গত ২০ মে থেকে ২২ মে এই তিনদিন ব্যাপী জাতীয় স্তরের ৫০ বৎসরের উর্ধ্বে ৪১ তম ন্যাশানাল মাস্টার্স অ্যাথলেটিক্স প্রতিযোগিতা তামিলনাড়ুর আন্না স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। ওই প্রতিযোগিতায় পশ্চিমবঙ্গ থেকে অংশগ্রহন করেন ঝাড়গ্রাম জেলার নেদাবহড়া অঞ্চলের আউলিগেড়িয়া গ্রামের বাসিন্দা নন্দিনী মাহাত।
আরও পড়ুন : বদলি হলেন পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামের জেলাশাসক
তিনটি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন তিনি। তিনটিতেই বিজয়ী হয়েছেন। সেই জন্য বৃহস্পতিবার তার বাড়িতে গিয়ে নন্দিনী মাহাতোকে সংবর্ধনা জানালেন ঝাড়গ্রাম পৌরসভা ১৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গৌতম মাহাতো। গৌতম মাহাতো বলেন উনি ১৫০০ মিটির দৌড়ে স্বর্ণ পদক পেয়েছেন। ৫০০০ মিটার দৌড়ে রৌপ্য পদক জিতেছেন। এবং ১০০০০ মিটার দৌড়ে ব্রোঞ্জ পদক পেয়েছেম।
আরও পড়ুন : মেদিনীপুর সদরের চাঁদড়ার জঙ্গলে গাছ কেটে পাচার, ধৃত ১
এমন প্রতিভাধর দৌড়বিদ আমাদের প্রত্যন্ত অঞ্চল থেকে নিজস্ব উদ্যোগে গিয়ে জেলা তথা রাজ্যের নাম উজ্জ্বল করেছেন। এছাড়াও উনি এই জঙ্গলঘেরা এলাকায় থেকে শুধুমাত্র রাস্তায় উপর দৌড়ে নিজের দৌড় চর্চা চালিয়ে যাচ্ছেন নিজের সকল সংসারের কাজকর্ম ঘুচিয়ে। যা সত্যিই অনুপ্ররেণা যোগায় অন্যান্যদের।
আরও পড়ুন : পশ্চিম মেদিনীপুরে চাঁদা তোলা নিয়ে জনতা-পুলিশ খন্ডযুদ্ধ, আহত দুপক্ষের একাধিক
আরও পড়ুন : ডাকাতির আগেই খড়্গপুরে গ্রেফতার দুস্কৃতিরা, হোটেল থেকে গ্রেফতার দুই ছদ্মবেশী
এরপর আন্তর্জাতিক স্তরের প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে সম্ভবত বাংলাদেশ যেতে হতে পারে। আশা রাখবো, উনি আন্তর্জাতিক স্তরেও সোনা জয় করে ঝাড়গ্রাম তথা দেশের নাম উজ্জ্বল করবেন।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
National Level Race
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore