বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : অবশেষে NAAC স্বীকৃতি পেল কেশপুর সুকুমার সেনগুপ্ত মহাবিদ্যালয়। ২০০৪ সালে পথচলা শুরু করেছিল পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর সদর মহকুমার অন্তর্গত কেশপুর সুকুমার সেনগুপ্ত মহাবিদ্যালয়। কেশপুর সুকুমার সেনগুপ্ত মহাবিদ্যালয় পড়াশোনার মান উন্নয়নের জন্য ২০২৫ সালে NAAC স্বীকৃতি পেল। NAAC এর আধিকারিকরা মহাবিদ্যালয়ে এসে সবকিছু খতিয়ে দেখে যান। মাপকাঠির নিয়ম অনুযায়ী NAAC এর দ্বিতীয় বিভাগে স্থান হয় কেশপুর সুকুমার সেনগুপ্ত মহাবিদ্যালয়ের। ফলে খুশির হাওয়া গোটা মহাবিদ্যালয় জুড়ে।
আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন :
For WhatsApp Group : Click Here

2/4. মহাবিদ্যালয় এর অধ্যক্ষ ড: দীপক কুমার ভূঁইয়া বলেন, আমি দায়িত্বভার গ্রহণ করার সময় দেখেছিলাম এখানে অনেকেই আসতে চাইত না পড়াশোনা করতে। তবে পরবর্তীকালে একটু একটু করে কেশপুর কলেজে অনেকটাই পরিকাঠামো এবং পড়াশোনার মান উন্নয়ন হয়েছে। বর্তমানে বেশ কিছু ছাত্র-ছাত্রী এখান থেকে ফাস্ট ক্লাসও পেয়েছে। আমরা ইউজিসির স্বীকৃতিও পেয়েছি বেশ কয়েক বছর আগে, সঙ্গে বর্তমানে NAAC এর দ্বিতীয় বিভাগে স্বীকৃতি পত্রও পেলাম। আগামী দিনে আমরা চাইবো প্রথম বিভাগে উন্নীত হতে। যে সমস্ত মাপকাঠি ছিল তার কিছুটা হয়তো আমাদের এখনো গড়ে তুলতে হবে।
3/4. এই সাফল্যে অধ্যাপক অধ্যাপিকা দের পাশাপাশি খুশি ছাত্র-ছাত্রীরা। ফিজিওলজি বিভাগের ষষ্ঠ সেমিস্টারের ছাত্রী সোমাশ্রী হাজরা জানিয়েছে, NAAC স্বীকৃতি তে আমরা অত্যন্ত খুশি। প্রথম যখন পড়তে এসেছিলাম তখন অনেকেই বলেছিল কেশপুর কলেজ খুব একটা ভালো না। যাতায়াতের সময় অনেক খারাপ কথাও শুনতে হয়েছে কলেজ সম্বন্ধে। আমরাও চেষ্টা করেছি ভালোভাবে ল্যাব ব্যবহার থেকে পড়াশোনা করতে।
আরও পড়ুন : হারিয়ে যাওয়া ২৫ টি মোবাইল ফিরিয়ে দিল সবং থানা
আরও পড়ুন : মহিলা থানায় পড়ুয়াদের অত্যাচারের অভিযোগে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় ও কোতয়ালী থানায় বিক্ষোভ
4/4. অবশেষে এই স্বীকৃতি পাওয়াতে আমরা খুবই গর্বিত এবং আনন্দিত। এই খুশির ভাগীদার আমরাও হতে পেরেছি। ফিজিওলজি বিভাগের ষষ্ঠ সেমিস্টারের ছাত্রী তামান্না খাতুন জানিয়েছে, NAAC ভিজিট এর সময়ও আমরা সঙ্গে থাকতে পেরেছিলাম, তারপর এই স্বীকৃতি আমাদের কাছে খুবই আনন্দের। এখানকার অধ্যাপক অধ্যাপিকারাও আমাদেরকে খুব যত্ন সহকারে পড়াশোনা করান। আগামী দিনে আমরা যাতে আরো ভালোভাবে পড়াশোনা করে মহাবিদ্যালয় এর মান উন্নয়ন করতে পারি সেদিকেই অগ্রসর হব।
আরও পড়ুন : বন্যপ্রাণ শিকার আটকাতে বন দপ্তরের জোড়া ফাঁদ, গাড়ি মালিকদের বাড়িতে পৌঁছাবে আইনি নোটিশ!
আরও পড়ুন : দু’মাস পর বাড়ি ফিরলেন চিকিৎসা বিভ্রাটে অসুস্থ প্রসূতি
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Keshpur College
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper