বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : এলাকায় আয়োজিত রাতের সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতে গিয়ে দুই ব্যক্তির অস্বাভাবিক মৃত্যু হয়েছে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের খেজুরি থানার জনকা এলাকায়। মৃত দুই যুবকের নাম সুজিত দাস (২৩) ও সুধীর চন্দ্র পাইক (৬৫)। মৃত দুই ব্যক্তির শরীরে আঘাতের চিহ্ন রয়েছে বলে দাবী করে এই ঘটনার বিরুদ্ধে তদন্তের দাবী জানিয়ে সোচ্চার হয়েছে বিজেপি নেতৃত্বরা। খবর পেয়ে মৃতদেহগুলি উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছে খেজুরি থানার পুলিশ। সেই সঙ্গে ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতের দিকে জনকার ভাঙনমারি গ্রামে একটি জলসার আয়জন করেছিল স্থানীয় কিছু যুবক। সেই অনুষ্ঠান দেখতে গিয়েছিলেন পূর্ব ভাঙনমারি গ্রামের বাসিন্দা সুজিত দাস ও ঝাঁটিহারি গ্রামের সুধীর চন্দ্র পাইক। সেই অনুষ্ঠানস্থলেই দুই ব্যক্তির অস্বাভাবিক মৃত্যু হয়েছে বলে খবর। স্থানীয়দের দাবী অনুষ্ঠানস্থলের কাছে একটি হ্যালোজেন লাইট খুলে পড়ে দুই ব্যক্তির ওপর। সেখানেই বিদ্যুৎপৃষ্ট হয়ে তাঁদের মৃত্যু হয়েছে।
আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন :
For WhatsApp Group : Click Here

আরও পড়ুন : বিপ্লবীদের ‘সন্ত্রাসবাদী’ আখ্যা, প্রশ্ন বিতর্কে ক্ষমা চাইলো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ
এই ঘটনা নিয়ে শনিবার নিজের সামাজিক মাধ্যমে সোচ্চার হয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। প্রসঙ্গতঃ নিজের বিধানসভা কেন্দ্র নন্দীগ্রামের পার্শ্ববর্তী খেজুরির এই ঘটনা নিয়ে চাঞ্চল্যকর দাবী তুলেছেন শুভেন্দু। তাঁর দাবী, ওই ব্যক্তিদের প্রাণে মেরে ফেলা হয়েছে। তাই এই ঘটনার উপযুক্ত তদন্ত করে দোষী ব্যক্তিদের যথাযথ শাস্তি দিতে হবে। গোটা ঘটনায় অনুষ্ঠান আয়োজনকারী কয়েকজন ব্যক্তিকেই কাঠগড়ায় তুলেছেন শুভেন্দু।

আরও পড়ুন : মেদিনীপুরের তিন জন জেলা ম্যাজিস্ট্রেটের নাম কর যারা সন্ত্রাসবাদীদের দ্বারা নিহত হন?’ বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের প্রশ্ন ঘিরে বিতর্ক
যদিও তৃণমূলের জেলা কমিটির সভাপতি পিজুস কান্তি পণ্ডা ও চেয়ারম্যান তরুণ কুমার মাইতি জানান, “রাতের সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতে এসে অবাবধানতাবশতঃ দুই ব্যক্তি বিদ্যুৎপৃষ্ট হয়েছিলেন। এর জেরে তাঁদের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আমরা গভীর ভাবে শোকাহত”। এরই পাশাপাশি তাঁদের অভিযোগ, “এমন একটি মর্মান্তিক দুর্ঘটনাকে হাতিয়ার করে কিছু ব্যক্তি ঘৃণ্য রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করতে মাঠে নেমেছেন। এর বিরুদ্ধে আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি”। পরিবারের পাশে থেকে আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়ে এ দিন শুভেন্দু অধিকারী বলেন, ‘হিন্দু বলে মেরে দিয়েছে। এটা হিন্দু-হত্যা।’ একইসঙ্গে তিনি জানান, এটা স্বাভাবিক মৃত্যু নয়। আসল কারণ খতিয়ে দেখা হোক। পাল্টা তৃণমূলের জেলা কমিটির সদস্য শ্যামল মিশ্রের দাবি, ‘অসাবধানতাবশত ওই দু’জন বিদ্যুৎস্পৃষ্ট হয়েছেন। তবে এমন মর্মান্তিক দুর্ঘটনাকে হাতিয়ার করে কিছু মানুষ ঘৃণ্য রাজনীতির চেষ্টা করছে। এর তীব্র প্রতিবাদ জানাই।’এই ঘটনার প্রতিবাদে আগামী সোমবার খেজুরি বন্ধের ডাক দেওয়া হয়েছে।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Mystery deaths
Biplabi Sabyasachi Largest Bengali Newspape