ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : পশ্চিম মেদিনীপুরে জঙ্গলমহল উৎসবে পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদ থেকে ছাপানো আমন্ত্রণ পত্রে বিধায়ক উত্তরা সিংহ হাজরা, জুন মালিয়ার নাম থাকলেও ছিল না জঙ্গলমহলের মন্ত্রী শ্রীকান্ত মাহাত’র। যা ঘিরে বিতর্ক দানা বেঁধেছিল। অবশেষে জেলার আমন্ত্রণে উৎসব মঞ্চে উপস্থিত হলেন মন্ত্রী শ্রীকান্ত মাহাত। তাও অনেকটা পরে।
আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন : Click Here
বুধবার মেদিনীপুর শহরের কলেজ-কলেজিয়েট মাঠে জঙ্গলমহল উৎসবের সূচনা হয় প্রদীপ জ্বালিয়ে ও ধামসা মাদল বাজিয়ে। উপস্থিত ছিলেন মন্ত্রী বিপ্লব রায় চৌধুরী, মন্ত্রী শ্রীকান্ত মাহাত, বিধায়ক জুন মালিয়া, পরেশ মুর্মু, জেলা শাসক আয়েশা রানী এ, পুলিশ সুপার দীনেশ কুমার, পৌপ্রধান সৌমেন খান সহ অন্যান্য জনপ্রতিনিধি ও আধিকারিকরা। মন্ত্রী বিপ্লব রায় চৌধুরী বলেন, “জঙ্গলমহলের সংস্কৃতি বারংবার বাংলাকে গর্বিত করেছে।
এই সংস্কৃতি লালন করতে ও বিশ্বের দরবারে তুলে ধরতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিরলস পরিশ্রম করছেন। জঙ্গলমহলের শিক্ষা-সংস্কৃতি-স্বাস্থ্য-খেলাধূলার উন্নয়ন হয়েছে। মুখ্যমন্ত্রীর উদ্যোগে একসময় পিছিয়ে পড়া জঙ্গলমহল অনেক শহরের সাথে টেক্কা দিচ্ছে। কৃষি, পশুপালনের ক্ষেত্রে রাজ্য সরকারের বহু প্রকল্পের সুবিধা পেয়ে সেখানকার সাধারণ মানুষ আগের থেকে অনেক স্বনির্ভর হয়েছেন।
কৃষিজাত ও বনজ সম্পদ থেকে তৈরি উপাদান ও উপকরণের চাহিদাও বেড়েছে। এসব ধারাবাহিক উন্নয়নের ফলশ্রুতিতে দীর্ঘদিন থেকে জঙ্গলমহল উৎসব হয়ে আসছে।” ১৮ থেকে ২০ জানুয়ারি তিনদিন ধরে জঙ্গলমহল উৎসবের অনুষ্ঠান চলবে। প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
আরও পড়ুন : ফোন-পে ওয়ালেট আপডেটের নামে প্রায় এক লক্ষ টাকা প্রতারণা, মেদিনীপুরে পুলিশের সাইবার দপ্তরে অভিযোগ দায়ের
আরও পড়ুন : মকর সংক্রান্তিতে তুলসী চারার মেলায় পুণ্য স্নান কয়েক হাজার পুন্যার্থীর
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Jangalmahal Utsav
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper