পত্রিকা প্রতিনিধি: মেদিনীপুর শহর ও শহরতলিতে ফের করোনার থাবা।লাগাতার করোনা আক্রান্তের খবরে নাজেহাল মেদিনীপুর শহর সহ সদর ব্লক ।এবার করোনায় আক্রান্ত হলেন মোট ৪ জন। প্রথম আক্রান্তকারী মেদিনীপুর পুরসভার এক কর্মীর স্ত্রী।জানা গিয়েছে বছর ২২ এর ওই গৃহবধুর গত শনিবার লালারসের নমুনা সংগ্রহ করে কোভিড পরীক্ষার জন্য পাঠানো হলে রবিবার রাতে পজিটিভ আসে।সুত্রের খবর,৫ ই আগস্ট মেদিনীপুর পুরসভার জনমিত্র সার্টিফিকেট বিভাগের এক কর্মীর করোনা আক্রমণের খবর মেলে। তাই মেদিনীপুর শহরের ভীমচক এলাকার পুরসভার আক্রান্ত কর্মী সহ তার স্ত্রীর নমুনা সংগ্রহ হয়।রবিবার (৯ আগস্ট) স্ত্রীর রিপোর্ট পজিটিভ আসে।যদিও ওই আক্রান্তের কর্মীর রিপোর্ট নেগেটিভ।সুত্রের খবর,করোনা আক্রান্ত ওই মহিলার কোন উপসর্গ নেই।যদিও হোম আইসোলেশনে রয়েছেন ওই করোনা আক্রান্ত গৃহবধু।
দ্বিতীয় আক্রান্তকারী হলেন মেদিনীপুর শহরের চিড়িমারসইয়ের বাসিন্দ (৫১)। জানা যায় ওই ব্যক্তি মহারাষ্ট্র থাকে সম্প্রতি ফিরেছিলেন। যেহেতু তিনি ট্রেন সহযোগে মহারাষ্ট্র থেকে ফিরেছিলেন সেহেতু তার লালারসের নমুনা সংগ্রহ করে করোনা পরীক্ষার জন্য পাঠানো হলে রবিবার রাতেই তার করোনা রিপোর্ট পজিটিভ আসে।
তৃতীয় আক্রান্তকারী হলেন শহরের বাসিন্দা (২৮)।ওই যুবক শহরের ঠিক কোন জায়গার বাসিন্দা তা জানা যায়নি ।চতুর্থ আক্রান্তকারী হলেন কোতোয়ালীর অন্তর্গত মেদিনীপুর সদর ব্লকের হাতিহলকার বাসিন্দা (৩৩)। রাত পর্যন্ত এঁদের সন্ধান মেলেনি।মোবাইল নম্বর ভুল থাকায় রাতে হাতিহলকার যুবকের সাথে যোগাযোগ করতে পারেনি পুুুলিশ।