Home » Mini Marathon : ৩২৮ জন দৌড়বিদদের নিয়ে মেদিনীপুরে অনুষ্ঠিত হল নাইট ম্যারাথন

Mini Marathon : ৩২৮ জন দৌড়বিদদের নিয়ে মেদিনীপুরে অনুষ্ঠিত হল নাইট ম্যারাথন

by Biplabi Sabyasachi
0 comments

Midnapore Night Mini Marathon Race : বেঙ্গল রোড রেস অ্যাসোসিয়েশন (Bengal Road Race Association) ও তরুণ সংঘ ব্যায়ামাগারের যৌথ উদ্যোগে এবং পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের ব্যবস্থাপনায় নাইট মিনি ম্যারাথন দৌঁড় (Midnapore Night Mini Marathon Race) এ জঙ্গলমহল থেকে ৩২৮ জন দৌঁড়বিদ অংশগ্রহণ করেন।


আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ


ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : মেদিনীপুর শহরে অনুষ্ঠিত হল নাইট মিনি ম্যারাথন দৌঁড় (Midnapore Night Mini Marathon Race)। বেঙ্গল রোড রেস অ্যাসোসিয়েশন (Bengal Road Race Association) ও তরুণ সংঘ ব্যায়ামাগারের যৌথ উদ্যোগে এবং পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের ব্যবস্থাপনায় এই দৌঁড়ে জঙ্গলমহল থেকে ৩২৮ জন দৌঁড়বিদ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।

আরও পড়ুন : রাতের অন্ধকারে পশ্চিম মেদিনীপুরে ভাঙা হল লেনিনের মূর্তি, সোচ্চার বাম কর্মীরা

মহিলাদের মধ্যে প্রথম স্থানাধিকারীকে পুরস্কার তুলে দিলেন অজয় নন্দা (আইপিএস,এডিজি)।

মহিলাদের (৪কিমি ম্যারাথন দৌড়) মধ্যে প্রথম হয়েছেন সুমিত্রা মাহাতো (পশ্চিম মেদিনীপুর), দ্বিতীয় লিশা কুমারী সাউ(পশ্চিম মেদিনীপুর) ও রুম্পা রাউল (পশ্চিম মেদিনীপুর) তৃতীয় স্থান অধিকার করেন । ছেলেদের মধ্যে প্রথম হয়েছেন শ্যামাপদ মাহাতো ,দ্বিতীয় সুব্রত মাহাতো এবং তৃতীয় স্থান বিনয় হাঁসদা অধিকার করেন ।প্রসঙ্গত, করোনা পরিস্থিতিতে গত দু’বছর ম্যারাথন বন্ধ ছিল ৷

আরও পড়ুন : মহকুমাশাসকের তত্ত্বাবধানে অবশেষে জেনারেটার বসল পশ্চিম মেদিনীপুরের হাসপাতালে

মেদিনীপুরে নাইট ম্যারাথন

ক্লাবের কর্মকর্তারা জানান, এই রাজ্যস্তরের নাইট ম্যারাথন দৌড়ে অংশগ্রহণ করছে জঙ্গলমহলের ৬টি জেলার পুরুষ ও মহিলা ম্যারাথনাররা। প্রতিটি জেলা থেকে ২০ জন পুরুষ ও ২০ জন মহিলা প্রতিযোগী অংশ নেন এই ম্যারাথনে । বয়সসীমা পুরুষদের ক্ষেত্রে ১২ থেকে ৪৫ বছর এবং মহিলাদের ক্ষেত্রে ১২ থেকে ৩৫ বছর রাখা হয়েছিল ।

আরও পড়ুন : পশ্চিম মেদিনীপুরে অবৈধ গাছ কাটার অভিযোগে গ্রেফতার ১৬ জন, বাজেয়াপ্ত ২৬৮৫ টি গাছ

উপস্থিত ছিলেন আন্তর্জাতিক দৌড়বিদ্ পিঙ্কি প্রামানিক

পুরুষদের ক্ষেত্রে দূরত্ব ধার্য করা হয়েছিল ৬ কিমি ও মহিলাদের ক্ষেত্রে ৪ কিমি । রাত্রি ৮ টার সময় শহরের এলআইসি মোড় থেকে পঞ্চুর চক বটতলা, সেখান থেকে নান্নুর চক থেকে কেরানীতোলা রোড ধরে সার্কিট হাউস রোড হয়ে সোজা রাঙামাটি ওভার ব্রীজ হয়ে এসে আবার ফের কালেক্টরি এলআইসিতে শেষ হয় ম্যারাথন ।’’

মেদিনীপুর এল.আই.সি তে তোলা চিত্র।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উচ্চপদস্থ পুলিশ আধিকারিক অজয় নন্দা (আইপিএস,এডিজি), মেদিনীপুর পৌরসভার পৌরপিতা সৌমেন খান, দৌড়বিদ পিঙ্কি প্রামানিক, চিকিৎসক কাঞ্চন ধাড়া সহ বিশিষ্ট ব্যক্তিগণ।অজয় নন্দা জানান, ‘ করোনা আবহে বন্ধ ছিল ম্যারাথন দৌঁড়।

Advertisement

শহরের এই ক্লাবের পক্ষ থেকে মেদিনীপুরে এই প্রথম নাইট ম্যারাথন দৌঁড় অনুষ্ঠিত হল। আমি এই প্রতিযোগিতায় আসতে পেরে ধন্যবাদ জানাই শহরের খ্যাতনামা ক্লাব তরুন সংঘ ব্যায়ামাগারকে। এছাড়াও জঙ্গমহলের এই দৌড়বিদদের মধ্যে উচ্ছ্বাস দেখতে পেয়ে আমি গর্বিত।

আরও পড়ুন : পশ্চিম মেদিনীপুরে স্ত্রী’কে অ্যাসিড নিক্ষেপের অভিযোগে গ্রেফতার স্বামী

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

Midnapore Mini Marathon

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.