ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : ২০২২ এ মেদিনীপুর পৌরসভার নির্বাচন হয়েছিল। একছত্রভাবে তৃণমূল বোর্ড দখল করেছিল। সেই পৌরবোর্ডের এক বছর পূর্তি হল ২০২৩ এর ১৬ই মার্চ। দিনটিকে অন্যভাবে পালন করল মেদিনীপুর পৌরসভা। রাজ্যের বিভিন্ন প্রান্তের ভবঘুরে, বৃদ্ধ বৃদ্ধাদের নিয়ে দিনটিকে বিশেষভাবে উদযাপন করে। নতুন বস্ত্র দিয়ে ভুরিভোজের আয়োজন হল বৃদ্ধাশ্রমে। বোর্ডের দীর্ঘায়ু কামনা করলেন আবাসিকদের কাছে।
আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন : Click Here
মেদিনীপুর শহরের মেদিনীপুর সেন্ট্রাল বাসস্ট্যান্ডে একটি “শেল্টার পর আর্বান হোমলেস” নামক আবাসন রয়েছে। যেখানে রাজ্যের বিভিন্ন প্রান্তের ভবঘুরে, বাড়ি থেকে বিতাড়িত বা বৃদ্ধ-বৃদ্ধা, মহিলারা আশ্রয় নিয়ে থাকেন। প্রায় ৪০ জন এমন আশ্রয়হীনদের মেদিনীপুর পৌরসভা আশ্রয় দিয়ে রেখেছে। সারাদিনভর খাওয়া-দাওয়ার সাথে সাথে, তাদের শরীর স্বাস্থ্যের জন্য চিকিৎসা, বিনোদন সবটাই করে থাকে। পৌরসভার ভাষাতে একপ্রকার বৃদ্ধাশ্রম এটা। সেই বৃদ্ধাশ্রমেই মেদিনীপুর পৌরসভার বর্ষপূর্তি হল বৃহস্পতিবার রাতে।
Midnapore Municipality
কাউন্সিলদের সঙ্গে নিয়ে বৃদ্ধ-বৃদ্ধাদের মাঝে বর্ষপূর্তির কেক কাটলেন পৌরপ্রধান সৌমেন খান। এরপর ছোট্ট একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের পর উপস্থিত বৃদ্ধ-বৃদ্ধা সকলকে নতুন বস্ত্র তুলে দেওয়া হয়। তাদের জন্য আয়োজন হয় ভুরিভোজের। ঠান্ডা পানীয় থেকে গরম কফি, চিকেন পকোড়া, রাতের খাবারে মাংসের নানা পদ সহ এলাহী আয়োজন ছিল। পৌর প্রধান কাউন্সিলর সহ আবাসনের সকলেই এই ভুরিভোজে সামিল হয়েছিলেন। নতুন বস্ত্র ও এই উৎসব পেয়ে পৌরকর্তাদের আশীর্বাদ করলেন বৃদ্ধ-বৃদ্ধারা।
আরও পড়ুন : জ্বালানি সংগ্রহের নামে গাছ কাটার অভিযোগ মেদিনীপুর সদরে, বাজেয়াপ্ত করল বন দফতর
পৌরসভার পৌরপ্রধান সৌমেন খান জানান, “দিনটিকে বিভিন্নভাবেই পালন করা যেতে পারত৷ কিন্তু আমরা এই অসহায় মানুষগুলোর মুখে হাসি ফোটানোর চেষ্টা করেছি। তাদের আশীর্বাদ নিয়েই সামনের দিকে এগিয়ে চলার চেষ্টা।” বিরোধীদের কটাক্ষ অবশ্য পেছন ছাড়েনি। পশ্চিম মেদিনীপুর জেলা বিজেপির সহ-সভাপতি অরূপ দাস বলেন, “বর্ষপূর্তি হয়েছে ভালো, কিন্তু পৌরসভা তার নিজের কাজটাই মেদিনীপুর শহরে ভালো করে করেনি। গরম সেভাবে পড়ার আগেই পানীয় জলের সংকট দেখা দিয়েছে। রাস্তার উন্নয়নও সেরকম হয়নি। সেই কাজগুলো আগে করা দরকার।”
আরও পড়ুন : ঘাটালে ১৩ বছরের নাবালিকা ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতার গৃহশিক্ষক
আরও পড়ুন : ঘাটালে হাসপাতালের বেডে বসেই ইংরেজি পরীক্ষা দিল চার অসুস্থ উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Midnapore Municipality
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper