বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : বিপ্লবের পীঠস্থান মেদিনীপুর শহরে বিভিন্ন মনীষী ও স্বাধীনতা সংগ্রামীদের স্মৃতি বিজড়িত মূর্তিগুলি থাকলেও নেই মাস্টারদা সূর্য সেনের আবক্ষ মূর্তি। এবার মাস্টারদা সূর্য সেনের আবক্ষ মূর্তির উন্মোচন হচ্ছে রবিবার (১২ জানুয়ারি)।
আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন :
For WhatsApp Group 1: Click Here
For WhatsApp Group 2: Click Here
2. বিপ্লবী সূর্য সেন নাম শুনলেই মনে পড়ে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের ঘটনা, জালালাবাদের যুদ্ধ প্রভৃতি দুঃসাহসী ঘটনার কথা। আজও অগণিত মানুষ তাঁকে মনে রেখেছেন ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এক বীর যোদ্ধা ও উজ্জ্বল নক্ষত্র হিসাবে।
আরও পড়ুন : Paschim Medinipur : শীতবস্ত্রহীন শিশুদের কাঁপতে দেখে সাত সকালে দোকানে ছুটলেন মহকুমা শাসক
আরও পড়ুন : বনদপ্তরের অনুমতি ছাড়াই মহিলা কলেজে গাছ কেটে পরিবহনের অভিযোগ
3. ১৯২৬ সালে পুলিশের হাতে গ্রেফতারের পর ১৯২৭ সালে মেদিনীপুর সেন্ট্রাল জেলে বিপ্লবী সূর্য সেনকে নিয়ে আসা হয়। এছাড়া মেদিনীপুরে তাঁর পদধুলি পড়েনি। ভারতবর্ষের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের নেতা মাস্টারদার আবক্ষ মূর্তি উন্মোচন হবে মেদিনীপুর কলেজ সংলগ্ন শহীদ সরণিতে।
4. স্বাধীনতা লাভের পর ১৯৪৮ সালে মেদিনীপুরে প্রতিষ্ঠিত হয়েছিল শহীদ প্রশস্তি সমিতি। সেদিন থেকেই বিপ্লবীদের স্মৃতিকে জাগরিত করতে শহরের গুরুত্বপূর্ণ রাস্তার মোড়ে বিপ্লবীদের আবক্ষ মূর্তিগুলি প্রতিষ্ঠা করা হয়েছিল। লক্ষ্য ছিল দেশ স্বাধীন হওয়ার পরেও নবজাগরণের মনীষী ও স্বাধীনতা সংগ্রামীদের আদর্শ এবং চিন্তাকে পরবর্তী প্রজন্মের কাছে তুলে ধরা।
আরও পড়ুন : ফুটপাত দখলমুক্ত করতে নামলো পুলিশ ও পৌরসভা
আরও পড়ুন : বনদপ্তরের অনুমতি ছাড়াই মহিলা কলেজে গাছ কেটে পরিবহনের অভিযোগ
5. তাদের উদ্যোগেই মেদিনীপুরে প্রথম মাস্টারদা সূর্য সেনের আবক্ষ মূর্তির উন্মোচন হবে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী রবিবার উদ্বোধন করবেন স্বাধীনতা সংগ্রামী চিত্তরঞ্জন সামন্ত। ওই অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা মহকুমা শাসক মধুমিতা মুখার্জি, পৌরপ্রধান সৌমেন খান, বিপ্লবী বিমল দাশগুপ্ত স্মৃতিরক্ষা কমিটির সভাপতি জগবন্ধু অধিকারী, রতিকান্ত মালাকার সহ অনেকেরই। শহীদ প্রশস্তি সমিতির মেদিনীপুর শহর শাখার সম্পাদক প্রাণতোষ মাইতি বলেন, “বহু বিপ্লবীদের মূর্তি থাকলেও বিপ্লবের পীঠস্থান মেদিনীপুরে মাস্টারদা সূর্য সেনের কোন মূর্তি ছিল না। তাই শহীদ প্রশস্তি সমিতির উদ্যোগে আবক্ষ মূর্তি স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।”
আরও পড়ুন : Sexual Assault : ষষ্ঠ শ্রেণির ছাত্রীর শ্লীলতাহানি! অভিযুক্তের ৪ বছরের সশ্রম কারাদণ্ড
আরও পড়ুন : মেদিনীপুরে ব্যবসায়ীর বাড়িতে আয়কর দপ্তরের হানা
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
A prominent Indian revolutionary and freedom fighter.
#A prominent Indian revolutionary and freedom fighter.
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper