Home » Maoist Poster : তৃণমূল নেতাদের হুমকি! ৭ দিন পিড়াকাটা বনধের ডাক দিয়ে মাও নামাঙ্কিত পোস্টার পশ্চিম মেদিনীপুরে

Maoist Poster : তৃণমূল নেতাদের হুমকি! ৭ দিন পিড়াকাটা বনধের ডাক দিয়ে মাও নামাঙ্কিত পোস্টার পশ্চিম মেদিনীপুরে

by Biplabi Sabyasachi
0 comments

Maoist Poster in West Midnapore calling for a 7-day Pirakata Bandh. Trinamool leaders threaten!

ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : বাঁকুড়া-ঝাড়গ্রামের পর এবার মাওবাদী নামাঙ্কিত পোস্টার উদ্ধার পশ্চিম মেদিনীপুরের পিড়াকাটায়। সাত দিন বন্ধের ডাক দেওয়া হয় ওই মাওবাদী নামাঙ্কিত পোস্টারে। তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। পুরনো কায়দায় ৭ দিন পিড়াকাটা বাজার বনধের ডাক দিল মাওবাদীরা। সাতসকালে রীতিমতো হুমকি পোস্টার উদ্ধার পিড়াকাটা বাজারের ওপর। শালবনীর পিড়াকাটা বাজার এলাকাতে একটি লটারির দোকানে টেবিলে এই পোস্টার লাগানো হয়েছিল। যেখানে স্থানীয় পঞ্চায়েত প্রধান পরিমল ধলকে হুঁশিয়ারি দিয়েছে। একইসঙ্গে ওই পিড়াকাটা বাজার আগামী সাত দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

নিজস্ব চিত্র

ঘটনাস্থল থেকে দুশো মিটার দূরে পিড়াকাটা পুলিশ ফাঁড়ি। বুধবার সকালে এই ঘটনা জানতে পেরে দ্রুত পুলিশ সেটি সরিয়ে দেয়। স্থানীয়রা জানিয়েছেন, লাল কালিতে লেখা পাশাপাশি দুটি পোস্টার ছিল একই রকম। পুলিশ অবশ্য এ বিষয়ে কোনো কিছুই মন্তব্য করতে চায়নি। পোস্টারের নাম থাকা সাতপাটি গ্রাম পঞ্চায়েত প্রধান তথা তৃণমূল নেতা পরিমল ধল বলেন, “এই সমস্ত কান্ড মাওবাদীদের নয়। বিজেপির লোকজন শত্রুতার বসে পরিকল্পিত সন্ত্রাস তৈরির চেষ্টা করছে। পুলিশ বিষয়টা দেখলেই পরিষ্কার হয়ে যাবে। এই পোস্টারে বাজার বন্ধের কোনো প্রভাব পড়বে না।” ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়াল এলাকায়। একদিকে পোস্টারে কিষানজির মৃত্যুর বদলার দাবি জানানো হয়েছে।

ফাইল চিত্র

একই ভাবে হুমকি দেওয়া হয়েছে স্থানীয় তৃণমূল নেতাদের। লাল কালিতে লেখা এই পোস্টারকে ঘিরে রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। কারা এই পোস্টার ছড়িয়েছে তা খতিয়ে দেখছে শালবনি থানার পুলিশ। উল্লেখ্য ,গত মঙ্গলবার পঞ্চায়েত সমিতির সভাপতি, তৃণমূলের ব্লক সভাপতি এবং এলাকার কয়েকজন তৃণমূল কর্মীর নাম উল্লেখ করে ‘মাওবাদী নামাঙ্কিত পোস্টার’ হয় পশ্চিম মেদিনীপুরে । এই পোস্টার দেখতে পাওয়া যায় পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণা ২ ব্লকের ঝাঁকরা এলাকায়।

Advertisement

বাজার চত্বরে স্থানীয় লোকজন এবং তৃণমূল কর্মী-সমর্থকরা দেখেন, কালো কালিতে লেখা মাওবাদী নামাঙ্কিত পোস্টার। যার একটিতে লেখা ছিল, চন্দ্রকোণার তৃণমূল নেতাদের কাটমানি ফেরত দিতে হবে। সঙ্গে লেখা রয়েছে ‘মাওবাদী ঐক্য জিন্দাবাদ, কিষাণজি অমর রহে’।চন্দ্রকোণা ২ নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি হীরালাল ঘোষের নাম করে আরও একটি পোস্টার লেখা হয়। তাতে লেখা ছিল, হীরালাল ঘোষকে লুটের টাকা সাত দিনের মধ্যে ফেরত দিতে হবে। না হলে সপরিবারে প্রাণে মেরে দেওয়ারও হুঁশিয়ারি দেওয়া হয়।

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.cm/biplabisabyasachi

Maoist Poster

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.