বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : হারিয়ে যাওয়া মোবাইল ফোন খুঁজতে জেলা পুলিশের বিশেষ উদ্যোগ। জেলায় চালু খোঁজ(KHOJ) নামক অ্যাপস। এই অ্যাপসের সাহায্যে ১১ টি হারিয়ে যাওয়া ফোন খুঁজে মালিকদের হাতে তুলে দিল দাসপুর থানা।
আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন :
For WhatsApp Group : Click Here

2/4. নিজের টাকায় কেনা প্রিয় ফোন হারিয়ে গেছে? চিন্তা কিসের? এবার মুশকিল আসান করছে জেলা পুলিশ। হারিয়ে যাওয়া মোবাইল ফোন খুঁজে দেওয়ার জন্য বিশেষ উদ্যোগ পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের।‘খোঁজ’ এর মাধ্যমে মোবাইল ফোন খুঁজে দিচ্ছে জেলা পুলিশ।হারিয়ে যাওয়া মোবাইল পুনরুদ্ধারের জন্য খোলা হয়েছে বিশেষ সেলও।
3/4. পুলিশ সূত্রে জানা গিয়েছে, ‘খোঁজ’ নামক বিশেষ এপ্লিকেশনের মধ্য দিয়ে হারিয়ে যাওয়া ফোন খুঁজে পাওয়ার ব্যবস্থা করা হয়েছে।ইতিমধ্যেই জেলার বেশ কিছু থানা থেকে আসা নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তদন্ত নেমে পুলিশ উদ্ধার করেছে হারিয়ে যাওয়া কিছু মোবাইল ফোন। দাসপুর থানার পুলিশের পক্ষ থেকে ১১ টি হারিয়ে যাওয়া ফোন ফিরিয়ে দেওয়া হল মালিকদের।


4/4. এবিষয়ে দাসপুর থানার ওসি অঞ্জনি তিওয়ারি জানিয়েছেন,”কারও ফোন হারিয়ে গেলে প্রথমে থানায় ডাইরি করতে হবে প্রয়োজনীয় তথ্য সহ। আমরা সেই তথ্য খোঁজ(Khoj) অ্যাপে আপলোড করে দেবো। ওই অ্যাপসের মাধ্যমে হারিয়ে যাওয়া ফোন লোকেশন ট্যাপ করে সংশ্লিষ্ট থানায় চলে যাবে।আগে জেনারেল ডাইরি করে হারিয়ে যাওয়া ফোনের হদিশ পেতে সময় লাগতো, এই অ্যাপসের মাধ্যমে কম সময়ে ফোন খুঁজে পেতে সহায়তা করবে।” পুলিশের এমন উদ্যোগে সাধুবাদ জানিয়েছেন হারিয়ে যাওয়া ফোন ফিরে পাওয়া ব্যক্তিরা।
আরও পড়ুন : মেলা দেখতে গিয়ে বচসা! নারায়ণগড়ে যুবককে পিটিয়ে খুনের অভিযোগ
আরও পড়ুন : পিংলায় বাস ও লরির মুখোমুখি সংঘর্ষ, আহত ড্রাইভার সহ ২
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
KHOJ app
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper