Landmines are planted in the forest roads of Salboni to get jobs in the Maoist quota
ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : রাজ্যে সিপিএম-কে হটিয়ে ক্ষমতায় আসার পর মাওবাদী সঙ্গে যুক্তদের মূল স্রোতে ফিরে আসার জন্য চাকরি দেওয়া শুরু করে তৃণমূল সরকার। অনেকে মাওবাদী কোটায় চাকরি পেয়েছেন। ওই কোটায় চাকরি পেতে জঙ্গলমহলে পুণরায় মাওবাদী নাশকতা উস্কে দেওয়ার চেষ্টা। সেই লক্ষ্যে শালবনীর রঞ্জার জঙ্গল রাস্তায় ল্যান্ডমাইন রেখেছিল দুষ্কৃতিরা। ১৭ মার্চ সেই মাইন নিষ্ক্রিয় করতে দিনভর চেষ্টা করতে হয়েছিল বোম্ব স্কোয়ার্ডকে।
আরও পড়ুন:- বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বজরংবলীর ৩১ ফুট উঁচু মূর্তি বসল ঝাড়গ্রাম শহরে
আরও পড়ুন:- কেশপুরে বিজেপি কর্মী খুনে ১২১ জন তৃণমূল নেতা কর্মীকে নোটিশ পাঠাল সিবিআই
এরপর তদন্তে নেমে শালবনীর তিন যুবককে গ্রেফতার করল পুলিশ। ধৃতেরা পুলিশকে জানিয়েছে, “মাওবাদী কোটাতে চাকরি পেতেই এই কাজ করেছিল তারা।” গত ১৭ মার্চ পশ্চিম মেদিনীপুরের শালবনী থানার অন্তর্গত রঞ্জা এলাকার জঙ্গলের রাস্তায় পিচ রাস্তার নিচে একটি কালভার্টের তলাতে নতুন ল্যান্ডমাইনের অস্তিত্ব জানতে পেরেছিল পুলিশ। পিড়াকাটা থেকে গোয়ালতোড় গামী ওই রাস্তা বন্ধ রেখে মাইন নিষ্ক্রিয়করণ করেছিল বোম্ব স্কোয়ার্ড।
Landmines in Salboni
আরও পড়ুন:- অনুব্রতর মত লোকদের দেখলে বোঝা যায় আইন কত দুর্বল অর্থ ও ক্ষমতার কাছে, মেদিনীপুরে বললেন দিলীপ ঘোষ
পুলিশ সুপার দিনেশ কুমার জানিয়েছিলেন, “ওতে বিপদজনক বিস্ফোরক তেমন কিছু ছিল না।” ঘটনার তদন্ত শুরু করেছিল পুলিশ। গত ৬ এপ্রিল শালবনীর বিভিন্ন স্থান থেকে নুরুল্লাহ খান, দিনু সরেন, প্রতীক মাহাত নামে তিন যুবককে এই কাণ্ডে গ্রেফতার করে পুলিশ। পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করে জানতে পারে, “জঙ্গলমহলে পুনরায় মাওবাদী নাশকতার পরিবেশ তৈরি করে মাওবাদী কোটাতে চাকরি পাওয়াটাই লক্ষ্য ছিল।”
আরও পড়ুন:- কেশপুরে বিজেপি কর্মী খুনে ১২১ জন তৃণমূল নেতা কর্মীকে নোটিশ পাঠাল সিবিআই
উল্লেখ্য, গত এক বছরে পশ্চিম মেদিনীপুরের গোয়ালতোড়, শালবনী, মেদিনীপুর সদর ব্লকে বিভিন্ন ভাবে একাধিক নাশকতার চেষ্টা পুলিশের নজরে এসেছে। মেদিনীপুর থেকে ঝাড়গ্রাম গামী ধেড়ুয়া রোডে গাছের গুড়ি কেটে রাস্তায় ফেলে মাও নাশকতার চেষ্টা হয়েছিল। বেশ কয়েকটি স্থানে মাওবাদীদের নাম করে পোস্টারও দেওয়া হয়েছিল। এই সবের পেছনে চাকরি পাওয়ার পরিকল্পিত চেষ্টা বলেই অনুমান রাজনৈতিক মহলের।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.cm/biplabisabyasachi
Landmines in Salboni
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore