ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : ডাইনি সন্দেহে পিটিয়ে খুন করা হয়েছিল এক বৃদ্ধকে। মৃত বৃদ্ধের পরিবারের লোকেরা পুলিশে অভিযোগ দায়ের করে। ঘটনার পরেই ফেরার অভিযুক্তরা। রবিবার রাতে অভিযোগকারীদের ওপর হামলার অভিযোগ অভিযুক্তদের বিরুদ্ধে। বেধড়ক মারধর করে ভাঙা হয় বাড়ি। পাল্টা হামলায় দুই পক্ষের মোট ছয় জন জখম। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর লোকাল থানার অন্তর্গত উত্তর জগতপুর এলাকায়।
আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন : Click Here
জানা গিয়েছে, আদিবাসী অধ্যুষিত ওই উত্তর জগতপুর এলাকায় প্রায় দেড় বছর আগে ডাইনি সন্দেহ দুর্গাপদ টুডু নামে এক বৃদ্ধকে পিটিয়ে খুন করেছিল এলাকার কয়েকজন। আক্রমণকারী হিসেবে সেনাপতি সরেন সহ বেশ কয়েকজন এলাকাবাসীদের বিরুদ্ধে দুর্গাপদ টুডুর পরিবার পুলিশে খুনের অভিযোগও জানিয়েছিলেন। অভিযোগ জানানোর পরে অভিযুক্ত ওই এলাকার আটটি পরিবার এলাকা ছেড়ে পলাতক ছিলেন।
Witch Suspicion
আরও পড়ুন : ফোন-পে ওয়ালেট আপডেটের নামে প্রায় এক লক্ষ টাকা প্রতারণা, মেদিনীপুরে পুলিশের সাইবার দপ্তরে অভিযোগ দায়ের
আরও পড়ুন : মকর সংক্রান্তিতে তুলসী চারার মেলায় পুণ্য স্নান কয়েক হাজার পুন্যার্থীর
এলাকাবাসীদের অভিযোগ গতকাল তারা বাইরে থেকে অস্ত্রশস্ত্রসহ ৭০-৮০জন লোককে সঙ্গে নিয়ে এই গ্রামে এসে অতর্কিত হামলা চালায়। ওই হামলায় অভিযোগকারীদের চারজন আহত হয়। পাল্টা হামলাও শুরু হয়ে যায়। দুই পক্ষের রণক্ষেত্র পরিস্থিতি তৈরি হয়ে যায়। আগুন ধরানো হয় বেশ কয়েকটি বাড়িতে। এতে মোট উভয় পক্ষের ৬ জন জখম হয়েছেন বলে জানা গিয়েছে। তারা খড়্গপুরে হাসপাতালে ভর্তি। বাইরে থেকে আসা দুজনের গাড়ি বাজেয়াপ্ত করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
আরও পড়ুন : পানীয় জলে কর নেওয়ার অভিযোগ! ঘাটালে পোস্টার বিজেপির
আরও পড়ুন : বাইক চালানো শিখতে গিয়ে পোস্টে ধাক্কা ! পশ্চিম মেদিনীপুরে মৃত্যু স্কুল পড়ুয়ার
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Witch Suspicion
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper