পত্রিকা প্রতিনিধি : লকডাউনের দিন দুর্ঘটনায় পড়ল একটি ছোট গাড়ি। বেলদা থানার খাকুড়দা এলাকার ঘটনায় মৃত্যু হয়েছে একজনের। আহত চারজন। পুলিশ জানিয়েছে, মৃতের নাম সেক তেজামুল(২৪)। বাড়ি কাঁথি থানার অন্তর্গত। গাড়িটিতে পুলিশ লেখা স্টিকার লাগানো ছিল। পুলিশ ও আহতদের সূত্রে খবর, লকডাউনের দিন সকালে মেদিনীপুর থেকে চারজন কাঁথি ফিরছিলেন। বেলদা থেকে আরও একজন সেই গাড়িতে ওঠেন। বেলদার খাকুড়দার কাছে নিয়ন্ত্রণ হারায় গাড়ির চালক। কাঁথিগামী ৫ নম্বর রাজ্য সড়কের ধারে গাছে সজোরে ধাক্কা মেরে গাড়িটি উল্টে যায়। স্থানীয়রা উদ্ধার করে তাদের স্থানীয় একটি নার্সিং হোমে ভর্তি করে। পরে বেলদা থানার পুলিশের সহযোগিতায় আহতদের বেলদা গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। চালক পলাতক। খবর পেয়ে বেলদা থানার পুলিশ ঘটনাস্থল থেকে গাড়িটি উদ্ধার করেছে। লকডাউনের দিন কেন গাড়িটি বেরিয়েছিল এবং কেন পুলিশ লেখা স্টিকার লাগানো ছিল তার তদন্ত করছে পুলিশ।
0