Heritage : অবশেষে হেরিটেজের তকমা মিলল দেশের প্রথম ডাকঘর ভবনের। মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপেই দীর্ঘদিনের দাবি পূরণ হলো খেজুরি বাসির। পূর্ব মেদিনীপুর জেলার খেজুরিতে থাকা ভারতের প্রথম প্রাচীনতম ডাকঘরকে হেরিটেজ তকমা দিল রাজ্য হেরিটেজ কমিশন। ১৮৬৪ সালে ডাকঘরটি বন্ধ হয়ে যায়।
আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন : https://chat.whatsapp.com/DaQgpKDDIIH7nyDIMgrMFP
ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : অবশেষে হেরিটেজের তকমা মিলল দেশের প্রথম ডাকঘর ভবনের। মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপেই দীর্ঘদিনের দাবি পূরণ হলো খেজুরি বাসির। পূর্ব মেদিনীপুর জেলার খেজুরিতে থাকা ভারতের প্রথম প্রাচীনতম ডাকঘরকে হেরিটেজ তকমা দিল রাজ্য হেরিটেজ কমিশন।
১৯৭২ সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাংলার গভর্নর জেনারেল হয়ে আসেন ওয়ারেন হেস্টিংস। তিনি প্রথম ব্রিটেনের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা স্থাপনে উদ্যোগী হন। ১৭৭২ সালে খেজুরি বন্দর অফিসের দোতালায় প্রথম ডাকঘর ব্যবস্থা প্রচলন করেন। তখনও ডাকটিকিট প্রচলিত হয়নি। সি পোস্টেজ ব্যবস্থার মাধ্যমে কাজ শুরু হয়। পরে ১৮৫১-৫২ সালে যখন ভারতে প্রথম টেলিগ্রাফ লাইন শুরু হয় তারও অংশীদার ছিল এই খেজুরি।
আরও পড়ুন : শরিকি বিবাদ মিটলেও হাতির হানায় মৃত পরিবারে মেলেনি চাকরি, ক্ষোভ জঙ্গলমহলে
কলকাতা, ডায়মন্ডহারবার, কুকড়াহাটি হয়ে এই লাইন যেত খেজুরিতে। যদিও ১৮৬৪ সালে ডাকঘরটি বন্ধ হয়ে যায়। প্রবল ঝড় ও বন্যায় খেজুরি বন্দরটি ধ্বংস হয়ে যায়। তারপর থেকেই পোস্ট অফিসের জন্য ব্যবহৃত ঘরটি জঙ্গলে ভরে যায়। বর্তমানে খেজুরি গ্রামের বাজকুল রেঞ্জের খেজুরি অফিসের আওতাধীন এলাকায় সুবৃহৎ ডাকঘরের ত্রিতল ভবনটির সিড়িঘরটুকুই বর্তমানে অবশিষ্ট রয়েছে।
Heritage
আরও পড়ুন : নিষিদ্ধ থার্মোকল, শারদোৎসবে হতাশ শিল্পীরা
আরও পড়ুন : পশ্চিম মেদিনীপুরে চলন্ত বাসে আগুন, বাসের ছাদ থেকে ঝাঁপ দিয়ে আহত ২
আর তারপর অবশেষে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপেই খেজুরি হেরিটেজ সুরক্ষা সমিতির আবেদনের ভিত্তিতে চলতি বছরের ২১ জুন পশ্চিমবঙ্গ রাজ্য হেরিটেজ কমিশনের দুই সদস্যের প্রতিনিধিদল খেজুরী ডাকঘর পরিদর্শনে আসেন। সেখানে খেজুরি হেরিটেজ সুরক্ষা সমিতির পক্ষ থেকে হেরিটেজ ঘোষণার দাবি জানিয়ে ডাকঘরটি প্রাচীনত্বের প্রমাণ হিসাবে কিছু প্রয়োজনীয় নথি তুলে দেওয়া হয়।
আরও পড়ুন : পশ্চিম মেদিনীপুরে ডেঙ্গি আক্রান্তের হদিশ চন্দ্রকোনায়, তড়িঘড়ি ব্যবস্থা পুরসভার
আরও পড়ুন : পুলিশকে মারধরে ধিক্কার মিছিল তৃণমূলের, পুলিশি অত্যাচারের প্রতিবাদে বিজেপির বিক্ষোভ মেদিনীপুর সদরে
সেই সব নথি পরীক্ষা করেই অবশেষে মিলেছে স্বীকৃতি। খেজুরি সমিতির সদস্য সুদর্শন সেন বলেন, ” ভারতবর্ষের প্রথম ডাকঘরটিকে হেরিটেজ তকমা দেওয়ার জন্য দীর্ঘদিন ধরে আমাদের প্রচেষ্টা চলছিল এবার সেই স্বীকৃতি আমরা অর্জন করতে পারায় খেজুরিবাসী খুব খুশি।
আরও পড়ুন : চালকের ভুলে মেদিনীপুর বাসস্ট্যান্ডে সরকারি বাসের চাকায় পিষ্ট বাবা ও ছেলে, হাসপাতালে মৃত্যু ছেলের
আরও পড়ুন : চা কেটলি নিয়ে কর্মসংস্থানের পথ দেখানোর পাশাপাশি টাটাদের সঙ্গে খানিকটা দূরত্ব কমালেন মুখ্যমন্ত্রী
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Heritage
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper