0
পত্রিকা প্রতিনিধি : অরণ্য সুন্দরী ঝাড়গ্রামে দিনের পর দিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। গত চারদিন ধরে যেভাবে দিনের পর দিন বেড়ে চলেছে করোনা আক্রান্তের সংখ্যা তাতে ঝাড়গ্রাম শহর জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। নতুন করে ২৪ জনের করোনা ধরা পড়তে আতঙ্ক ছড়িয়েছে ঝাড়গ্রাম শহরে। বৃহস্পতিবার রাজ্য স্বাস্থ্য দপ্তর থেকে বুলেটিন প্রকাশ করা হয়। সেই বুলেটিনে নতুন করোনা আক্রান্তের সংখ্যা আরো ২৪ জন। মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৭৮ জন।