পত্রিকা প্রতিনিধি : গ্রাম লাগোয়া জঙ্গল থেকে ষাটোর্ধ্ব এক বৃদ্ধার পচা-গলা মৃতদেহ উদ্ধার করলো পুলিশ। ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রাম জেলার জামবনি থানার বেলদা এলাকায়। এদিন সকালে স্থানীয় সূত্রে খবর পেয়ে পুলিশ মৃত দেহ উদ্ধার করে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, উদ্ধার হওয়া মৃতদেহটি বেলদা জঙ্গল লাগোয়া ফুলবেড়িয়া গ্রামের দক্ষিণ টুডুর (৬২)। এদিন প্রতিবেশীদের মোবাইলে মায়ের মৃতদেহের ছবি দেখে শনাক্ত করে ছেলে শংকর টুডু। তিনি জঙ্গলে এসে মৃতদেহটি তার মায়ের বলে পুলিশকে জানায়। ছেলে শংকর টুডু র দাবী, গত তিনদিন আগে তার স্ত্রীর সঙ্গে তার মায়ের কথা ঝগড়া হয়। তারপর থেকেই তার মাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। এদিন তিনি রাজমিস্ত্রির কাজে যাওয়ার পরে সেখানে স্থানীয়দের মোবাইলে মৃতদেহের ছবি দেখে শনাক্ত করে। পুলিশের দাবি মৃতদেহটিকে কমপক্ষে ১০০ থেকে ১৫০ মিটার টেনে হিঁচড়ে নিয়ে গিয়ে জঙ্গলে ফেলে দেওয়া হয়েছে। মৃতদেহ উদ্ধারের ঘটনাস্থল থেকে মৃতার বাড়ির দূরত্ব এক কিলোমিটারের কাছাকাছি।
0