Home » Boat Repair : বর্ষার মরশুমে বন্যার আশঙ্কা ঘাটালে, জোরকদমে চলছে নৌকা সারাইয়ের কাজ

Boat Repair : বর্ষার মরশুমে বন্যার আশঙ্কা ঘাটালে, জোরকদমে চলছে নৌকা সারাইয়ের কাজ

by Biplabi Sabyasachi
0 comments

Boat Repair : বন্যায় পারাপারে একমাত্র ভরসা নৌকা। জোরকদমে সেই নৌকা সারাইয়ের কাজ চলছে পশ্চিম মেদিনীপুরের ঘাটালে। ঘাটাল বন্যাপ্রবন এলাকা,বর্ষা আসলেই ঘাটালের বন্যার ভয়াবহ ছবি কারও কাছে অজানা নয়। একবার বন্যার কবলে ঘাটাল পড়লে তার ভোগান্তি টানা ৭-৮ দিন পর্যন্ত চলে।


ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : বঙ্গে এবার আগাম বর্ষার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। বর্ষা মানেই সেই ঘাটালের চেনা ছবি বন্যা। বন্যায় পারাপারে একমাত্র ভরসা নৌকা। জোরকদমে সেই নৌকা সারাইয়ের কাজ চলছে পশ্চিম মেদিনীপুরের ঘাটালে। ঘাটাল বন্যাপ্রবন এলাকা,বর্ষা আসলেই ঘাটালের বন্যার ভয়াবহ ছবি কারও কাছে অজানা নয়। একবার বন্যার কবলে ঘাটাল পড়লে তার ভোগান্তি টানা ৭-৮ দিন পর্যন্ত চলে।

আরও পড়ুন : বিকল জেনারেটর, বিদ্যুৎহীন অবস্থায় অন্ধকারে পশ্চিম মেদিনীপুরের হাসপাতাল, চরম ভোগান্তি

Boat Repair
নিজস্ব চিত্র : জোরকদমে চলছে নৌকা সারাইয়ের কাজ

পৌর এলাকা থেকে ব্লকের অধিকাংশ গ্রাম পঞ্চায়েত জলবন্দি হয়ে পড়ে আর এই সময় ঘাটালের মানুষের পারাপারের একমাত্র ভরসা হয়ে উঠে নৌকা। সে নদী পারাপার হোক বা বাড়ি থেকে প্রয়োজনে অন্যত্র যাতায়াতে। ইতিমধ্যে আবহাওয়া দফতরের তরফে এবছর আগাম বর্ষার পূর্বাভাস মিলেছে।বর্ষা ঢোকার আগে ঘাটালের বিভিন্ন জায়গায় এখন দিনরাত এক করে চলছে নৌকা সারাইয়ের কাজ।

আরও পড়ুন : পূর্ব মেদিনীপুরে আচমকাই আগুণ লেগে ভস্মীভূত ২ টি ট্রলার, ক্ষতি কয়েক কোটি টাকা

Advertisement

আর এই মরসুমে ভিন জেলা থেকে ঘাটালের বিভিন্ন প্রান্তে ঘাঁটি গেড়েছে নৌকা সারাইয়ের কারিগররা। মুলত তাদের দিয়েই নৌকার মালিকরা যে যার নৌকা সারাই এবং নতুন করে ঝালিয়ে নিচ্ছেন। এমনই ছবি ধরা পড়ল ঘাটাল ব্লকের মনসুকা এলাকায় ঝুমি নদীর বক্ষে। নদীতে এখন জল কম তাই নদীবক্ষে রীতিমতো তাঁবু খাটিয়ে কারিগরেরা চরম ব্যস্ত নৌকা সারাইয়ের কাজে।

আরও পড়ুন : পশ্চিম মেদিনীপুরে বছর ঘুরলেও মেরামত হয়নি রাস্তা-কাঠের সেতু, ক্ষুব্ধ এলাকাবাসী

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

Boat Repair

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.