Lenin Statue Broken : লেনিনের আবক্ষ প্রস্তরমূর্তি ভাঙ্গাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল পশ্চিম মেদিনীুপরের গড়বেতায়। স্থানীয় সূত্রের খবর, শনিবার গভীর রাতে ঘটনাটি ঘটে। জেলা সম্পাদক তথা CPI(M) -র দাপুটে নেতা সুশান্ত ঘোষের অভিযোগ শাসকদলের বিরুদ্ধে।
ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : রাতের অন্ধকারে কমিউনিস্ট নেতা লেনিনের আবক্ষ প্রস্তরমূর্তি ভাঙ্গাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল পশ্চিম মেদিনীুপরের গড়বেতায়। স্থানীয় সূত্রের খবর, শনিবার গভীর রাতে ঘটনাটি ঘটে। জেলা সম্পাদক তথা CPI(M) -র দাপুটে নেতা সুশান্ত ঘোষের অভিযোগ শাসকদলের বিরুদ্ধে।
আরও পড়ুন : মহকুমাশাসকের তত্ত্বাবধানে অবশেষে জেনারেটার বসল পশ্চিম মেদিনীপুরের হাসপাতালে
অভিযোগ,” রাতের অন্ধকারে সুযোগ নিয়ে কোনো শক্ত ভারী জিনিসের আঘাতে ভাঙা হয়েছে কমিউনিস্ট নেতা লেনিনের মূর্তি। গড়বেতায় ধীরে ধীরে পায়ের মাটি হালকা হয়ে যাচ্ছে তাই এই ধরনের কর্মকাণ্ড ঘটাচ্ছে তৃণমূলের দুষ্কৃতীরা।” ইতিমধ্যেই তারই প্রতিবাদে সোচ্চার হয়েছেন বাম কর্মীরা।
আরও পড়ুন : পশ্চিম মেদিনীপুরে অবৈধ গাছ কাটার অভিযোগে গ্রেফতার ১৬ জন, বাজেয়াপ্ত ২৬৮৫ টি গাছ
শনিবার সকালেই শতাধিক কর্মীর তরফে এলাকায় প্রতিবাদ মিছিল করা হয়। যাদের দাবি অবিলম্বে দোষীদের শাস্তি দিতে হবে। ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে গড়বেতা থানার পুলিশ।এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।
আরও পড়ুন : পশ্চিম মেদিনীপুরে স্ত্রী’কে অ্যাসিড নিক্ষেপের অভিযোগে গ্রেফতার স্বামী
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Lenin Statue Broken
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore