Home » Paschim Medinipur : পশ্চিম মেদিনীপুরে বন দফতর ও পুলিশের সাঁড়াশি আক্রমণে পিছু হটল শিকারিরা, বাজেয়াপ্ত অস্ত্র

Paschim Medinipur : পশ্চিম মেদিনীপুরে বন দফতর ও পুলিশের সাঁড়াশি আক্রমণে পিছু হটল শিকারিরা, বাজেয়াপ্ত অস্ত্র

by Biplabi Sabyasachi
0 comments

In Paschim Medinipur, hunters retreat after confiscation of forest department and police

ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : পশ্চিম মেদিনীপুর জেলার জঙ্গলমহলে শুরু হয়ে গেল শিকার উৎসব। শিকারিদের আটকাতে সকাল থেকে দিনভর ছোটাছুটি বন দফতর ও পুলিশের। রবিবার মেদিনীপুর সদরের চাঁদড়ার জঙ্গলে ছিল শিকার উৎসব। শিকারীদের আটকাতে পুলিশের সাহায্য নেয় বন দফতর। ভিন জেলা থেকে আসা শিকারিরা যাতে জঙ্গলে প্রবেশ করতে না পারে তার জন্য ভোর থেকে ধেড়ুয়াতে চলে নাকা চেকিং। বেশকিছু শিকারিদের ফেরত পাঠাতে সক্ষম হয় বন দফতর।

আরও পড়ুন:- মেদিনীপুরে ফুট ব্রিজের উদ্বোধনে একসঙ্গে জুন মালিয়া ও দিলীপ ঘোষ, উঠল “জয় বাংলা” “জয় শ্রীরাম” স্লোগান

Paschim Medinipur
নিজস্ব চিত্র

আরও পড়ুন:- রঙ খেলার পর মেদিনীপুরে কংসাবতী নদীতে স্নান করতে নেমে মৃত্যু হল যুবকের

তা সত্ত্বেও স্থানীয়রা পুলিশ ও বনদফতরের চোখ এড়িয়ে জঙ্গলে প্রবেশ করে। জঙ্গলের বিভিন্ন এলাকায় টহল দিয়ে শিকারিদের ফেরত পাঠানোর উদ্যোগ দেখা গিয়েছে বনদফতরের। বেশ কিছু অস্ত্রও বাজেয়াপ্ত করেছে। উদ্ধার করেছে শিকার ধরার ফাঁদ। এদিন উপস্থিত ছিলেন, মেদিনীপুর বন বিভাগের এডিএফও বুদ্ধদেব মন্ডল, চাঁদড়া রেঞ্জের আধিকারিক সুজিত পন্ডা সহ অন্যান্য বনকর্মীরা। তবে অন্যান্যবারের তুলনায় এবারে অনেক কম ছিলো শিকারির সংখ্যা।

Paschim Medinipur

আরও পড়ুন:- বন দফতরের অনুমতি ছাড়াই নির্বিচারে বৃক্ষছেদন পশ্চিম মেদিনীপুরে, ‘দিদির ভাইদের অনুমতি লাগে না’, কটাক্ষ বিজেপির

Advertisement

আরও পড়ুন:- দোল উৎসবের দিন ঐতিহ্যবাহী রথযাত্রা পালন পূর্ব মেদিনীপুরে

মেদিনীপুর বন বিভাগের এডিএফও বুদ্ধদেব মন্ডল জানান, “মুষ্টিমেয় কয়েকজন বনকর্মী নিয়ে দীর্ঘদিনের অভ্যাস একদিনে পরিবর্তন করে দেওয়া সম্ভব নয়। তবে বিভিন্ন বন কমিটি সহ মানুষজন এগিয়ে আসছেন তাতে সফলতা মিলছে। বিভিন্ন ভাবে সচেতনতার পাশাপাশি বনদফতর এবং পুলিশের যৌথ উদ্যোগে এদিন অনেকটাই কম শিকারির সংখ্যা। আগামী দিনে তা নির্মূল হয়ে যাবে বলে তিনি আশাবাদী।

আরও পড়ুন:- পাঁশকুড়ায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল দ্বিতল মাটির বাড়ি , মৃত ১

তবে উল্লেখযোগ্য ভাবে চাঁদড়ার হরিণাকানালি এলাকায় দেখা গিয়েছে, স্থানীয় বন সুরক্ষা কমিটির সদস্য শুকলাল চালক, সেখ আরফান, পতিতপবন সিং-রা জঙ্গল পাহারা দিচ্ছেন। তারা জানান, শিকারিদের জঙ্গলে প্রবেশ করতে না দিয়ে বুঝিয়ে ফেরত পাঠানো হচ্ছে। এমনকি জঙ্গলে কেউ যাতে আগুন না লাগায় নজরদারি চালানো হচ্ছে। তবে বনদফতরের কর্মী সংখ্যা যেভাবে কমেছে তাতে আগামীদিনে বন্যপ্রাণ শিকার আটকানো এবং জঙ্গল রক্ষা কতটা সম্ভব হবে তা নিয়ে প্রশ্ন উঠছে।

আরও পড়ুন:- মেদিনীপুর সদরে পথ দুর্ঘটনায় মৃত্যু যুবকের

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.cm/biplabisabyasachi

Foot Bridge Inauguration

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.