ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : এক বিধবা মহিলাকে কুপ্রস্তাব দেওয়া এবং তার ছেলেমেয়েদের ব্যাপক মারধর করার অভিযোগ উঠল খড়্গপুর গ্রামীণ থানার সাদাতপুর ফাঁড়ির ইনচার্জের বিরুদ্ধে। ঘটনায় শোরগোল পড়েছে পুলিশ মহলে।
পুলিশ সুপার দীনেশ কুমার জানিয়েছেন, “সাদাতপুর ফাঁড়ির ইনচার্জ সুকদেব মাইতিকে ক্লোজ করা হয়েছে এবং ঘটনার তদন্ত শুরু হয়েছে।” জানা গিয়েছে, অভিযোগকারী ওই মহিলার একটি খাবারের হোটেল রয়েছে সাদাতপুর ফাঁড়ির পাশেই। হোটেল চালিয়ে ছেলে ও মেয়েকে মানুষ করেছেন। আগে দীর্ঘ কয়েক বছর ধরে ফাঁড়িতে রান্নার কাজ করতেন।
ওই মহিলা জানান, “এর আগে থানার সমস্ত বড়বাবু খুবই ভালো ছিলেন। থানার অন্যান্য পুলিশ কর্মীরাও তার ছেলেমেয়েদের পড়াশোনায় খুব সাহায্য করতেন। এই বড়বাবু আসার পর তাকে কুপ্রস্তাব দিতেন। তাতে রাজি না হওয়ায় কালীপুজোর রাতে দলবল নিয়ে তার বাড়িতে চড়াও হন। ছেলে ও মেয়েকে বেধড়ক মারধর করেন।
মেয়ে অসুস্থ হলে তাকে খড়্গপুর গ্রামীণ মহকুমা হাসপাতালে ভর্তি করতে হয়েছিল।” তবে ঘটনা ভিত্তিহীন বলে দাবি করেছেন ইনচার্জ শুকদেব মাইতি। তিনি জানিয়েছিলেন, তাকে চক্রান্ত করে ফাঁসানো হচ্ছে। ঘটনার পর শোরগোল পড়েছে এলাকার পাশাপাশি পুলিশ মহলেও। অভিযুক্ত ইনচার্জকে ক্লোজ করা হয়েছে। দায়িত্ব দেওয়া হয়েছে ডেবরা থানার এক এসআই-কে। ঘটনার তদন্ত শুরু করেছে জেলা পুলিশ।