Maoist Posters : মাওবাদীদের নাম করে চিঠি ও পোস্টার সাঁটানোর জন্য এক পুলিশ কর্মী সহ ছয় জনকে গ্রেফতারর করল ঝাড়গ্রাম জেলার পুলিশ। শনিবার ঝাড়গ্রাম জেলার পুলিশ সুপারের কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে জানালেন ঝাড়গ্রাম জেলার পুলিশ সুপার অরিজিৎ সিনহা। অভিযুক্ত দের শনিবার ঝাড়গ্রাম আদালতে তোলা হলে পুলিশি হেফাজতের নির্দেশ দেয় আদলত।
আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : মাওবাদীদের নাম করে চিঠি ও পোস্টার সাঁটানোর জন্য এক পুলিশ কর্মী সহ ছয় জনকে গ্রেফতারর করল ঝাড়গ্রাম জেলার পুলিশ। ওই ছয়জনের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি মোবাইল ফোন, একটি পিস্তল সহ ৩৫ হাজার টাকা। শনিবার ঝাড়গ্রাম জেলার পুলিশ সুপারের কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে জানালেন ঝাড়গ্রাম জেলার পুলিশ সুপার অরিজিৎ সিনহা।
আরও পড়ুন : পশ্চিম মেদিনীপুরে পরকীয়ার অভিযোগে যুবক-যুবতীকে মারধরের ঘটনায় গ্রেফতার ১
অভিযুক্ত দের শনিবার ঝাড়গ্রাম আদালতে তোলা হলে পুলিশি হেফাজতের নির্দেশ দেয় আদলত। অভিযুক্ত জাম্বনী থানার হোমগার্ড বাহাদুর মান্ডি, এছাড়া শংকর মন্ডল,মলয় কর্মকার,মহেন্দ্র হাঁসদা, বাবলু দুলে, বাবুলাল সরেন। অভিযুক্ত দের প্রত্যেক কে বাড়ি থেকে গ্রেফতার করা হয়। এরা মাওবাদী ইনচার্জ সল্টলেক নামে বিভিন্ন লোকের কাছে টাকার দাবি করে হুমকি দিয়ে চিঠি পাঠিয়েছিল বলে অভিযোগ।
আরও পড়ুন : বৃষ্টি মাথায় নিয়েই মেদিনীপুরে রথের রশিতে টান ভক্তদের
একাধিক পোষ্টারিং যা মাওবাদী দের নামে হয়েছিল, সবই এরাই করেছিল মাও আতঙ্ক ছড়িয়ে টাকা তোলার জন্য বলে স্বীকার করে অভিযু্ক্তরা। এর মাষ্টার মাইন্ড ছিলেন হোমগার্ড বাহাদুর মান্ডি। পুলিশ সুপার অরিজিৎ সিনহা বলেন এই ঘটনার সাথে আরো একজন জড়িত রয়েছে তাকেও খুব শীঘ্রই গ্রেফতার করা হবে। মাওবাদীদের নাম করে এরাই বনধ ডেকে পোস্টার দিয়ে জঙ্গলমহলকে ফের অশান্ত করার চেষ্টা করেছিল।
আরও পড়ুন : শালবনীতে হাতির তান্ডব, ভাঙল একাধিক বাড়ি
যারাই দোষ করবে তাদের বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নেবে। নির্দোষ লোককে ধরা হবে না। তাই পুলিশকর্মী দোষ করেছে বলেই তাকে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও তিনি জানান, তিনি বলেন, “গত মার্চ, এপ্রিল ও মে মাসে এই এলাকায় মাওবাদী নামাঙ্কিত পোস্টার উদ্ধার হয় । বিনপুর থানার অন্তর্গত মালাবতি থেকে 4 এপ্রিল এবং ভান্ডারু, মোহনপুর, লালডাঙ্গা ও হাডদা এবং বাঁকুড়ার বর্ডারের বক্সী এলাকায় মাওবাদী নামাঙ্কিত পোস্টার উদ্ধার হয় ।
আরও পড়ুন : বিবাহ বহির্ভূত সম্পর্ক! পশ্চিম মেদিনীপুরে রাতভর খুঁটিতে বেঁধে যুবক-যুবতীকে মারধর
প্রথম থেকে আমাদের দাবি ছিল, এই এলাকায় কোন মাওবাদী স্কোয়াড নেই । মে মাসে তদন্তের মাধ্যমে তিনজনকে গ্রেফতার করা হয় । পরে আরও দুজনকে সাঁকরাইল থেকে গ্রেফতার করা হয় । জুন মাসের শেষের দিকে মাওবাদীদের নাম করে পোস্টারের মাধ্যমে কিছু ডিমান্ড করা হয় । ওই পোস্টারে মাওবাদী লেখা ছিল না, কিন্তু মাওবাদীদের অন্য একটি সংগঠনের নাম লেখা ছিল ।
আমরা এটার উপরেও তদন্ত শুরু করি, কিন্তু আমাদের প্রথম থেকে ধারণা ছিল যে এটা কোন মাওবাদী স্কোয়ার্ড-এর কাজ নয়, কিছু স্বার্থান্বেষী বা লোভী মানুষ এই কাজগুলি করছে । তদন্তের মাধ্যমে আমরা গতকাল ছয়জনকে গ্রেফতার করেছি । এর মধ্যে ৫ জন সরাসরি মাওবাদী নামাঙ্কিত পোস্টার এর সঙ্গে যুক্ত ।”
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Maoist Posters
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore