Home » IIT Kharagpur : পড়ুয়ার মৃত্যু, খড়্গপুর আইআইটি-তে বিক্ষোভ, ডিরেক্টরকে গ্রেপ্তারের দাবি

IIT Kharagpur : পড়ুয়ার মৃত্যু, খড়্গপুর আইআইটি-তে বিক্ষোভ, ডিরেক্টরকে গ্রেপ্তারের দাবি

by Biplabi Sabyasachi
0 comments

IIT Kharagpur student death case

ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : খড়্গপুর আইআইটি-তে একের পর এক পড়ুয়ার মৃত্যুর ঘটনা। গত সোমবার এক ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ। তারপরেই ক্ষোভ সৃষ্টি হয়েছে খড়্গপুরের বাসিন্দাদের মধ্যে। বৃহস্পতিবার আইআইটির প্রবেশপথে বিক্ষোভ দেখালেন এলাকার বাসিন্দারা। রাজ্যের মধ্যে এমনই নামকরা প্রতিষ্ঠানে একের পর এক পড়ুয়ার মৃত্যু ভালো বার্তা যাচ্ছে না বলে দাবি তাদের। এর আগে ফাইজান আহমেদের মৃতদেহ উদ্ধার হয়। দ্বিতীয়বার ময়নাতদন্তের পর জানা যায়, তাকে খুন করা হয়েছে। ফলে এই ছাত্রীর মৃতদেহ উদ্ধারের পর সন্দেহ প্রকাশ করছেন অনেকেই।


আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ

ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন : Click Here

নিজস্ব চিত্র : খড়্গপুর আইআইটি-তে বিক্ষোভ

আইআইটি-তে নিরাপত্তার অভাব রয়েছে বলে একের পর এক মৃত্যু। ডিরেক্টরের গ্রেপ্তারেরও দাবি করছেন বিক্ষোভকারীরা। উল্লেখ্য, গত সোমবার খড়্গপুর আইআইটি-র চতুর্থ বর্ষের ছাত্রী দেবিকা পিল্লাইয়ের ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছিল। দেবিকা কেরলের বাসিন্দা। এর আগে ২০২২ সালের অক্টোবর মাসে অসমের বাসিন্দা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ছাত্র ফাইজান আহমেদের দেহ উদ্ধার হয়েছিল। সেই ঘটনার দ্বিতীয়বার ময়নাতদন্তের রিপোর্টে খুন করা হয়েছে বলে জানা যাচ্ছে। পরপর পড়ুয়ার মৃত্যু ঘিরে ক্ষোভ সৃষ্টি হয়েছে পরিচালন কমিটির বিরুদ্ধে।

IIT Kharagpur

আরও পড়ুন : রেশমি মেটালিকস কারখানায় শ্রমিক মৃত্যুতে জাতীয় সড়ক অবরোধ বিজেপির

আরও পড়ুন : সময়সীমার আগেই বঙ্গে প্রবেশ বর্ষা কাল, আগামী দিনে বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দফতরের

বৃহস্পতিবার আইআইটি-র প্রবেশ পথে বিক্ষোভ দেখালেন জাগরণ মঞ্চের সদস্যরা। মঞ্চের পক্ষে আইয়ুব আলী বলেন, “আইআইটি-তে নিরাপত্তার কোন ব্যবস্থায় নেই। অথচ বাইরে থেকে সাধারণ মানুষ কোনো কাজে প্রবেশ করলে নানাভাবে হয়রানি করা হয়। ভেতরে অগোছালো ব্যবস্থার কারণে একের পর এক পড়ুয়া অস্বাভাবিক ভাবে মারা যাচ্ছে। আমরা তো মনে করছি এগুলো খুন করা হচ্ছে। তাই অবিলম্বে ডিরেক্টরের গ্রেফতারের দাবি করছি। ব্যবস্থা নিতে হবে নিরাপত্তার দায়িত্বে থাকা আধিকারিকের বিরুদ্ধেও। তা না হলে আমরা লাগাতার ঘেরাও বিক্ষোভ কর্মসূচি নেব।”

আরও পড়ুন : ইসরোর দরবারে পিংলার সৌম্যদীপ! ভবিষ্যতে স্বপ্ন গবেষণার

আরও পড়ুন : পুরোনো মামলায় বিজেপির একাধিক নেতা কর্মীর বাড়িতে অভিযান পুলিশের

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

IIT Kharagpur

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.